Life Science Mocktest for RRB Group D, ANM & GNM Nursing || জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022
Life Science Mocktest in Bengali Part : 04 || জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022 |
নমস্কার বন্ধুরা,
আজ Life Science Mocktest in Bengali Part : 04 | জীবন বিজ্ঞান কুইজ পর্ব ০৪ -এর আয়োজন করেছি, যেটিতে জীবন বিজ্ঞান থেকে মোট ২০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরও দেওয়া হয়েছে। বর্তমানে RRB Group D, Nursing Entrance ও আরও বিভিন্ন পরিক্ষায় জীবন বিজ্ঞান থেকে প্রায়ই প্রশ্ন আসে, সেই কারণে আপনাদের প্রস্তুতিকে যাচাই করার জন্য এই বিষয়ের উপর নতুন ক্যুইজ পর্ব নিয়ে এলাম ।
সুতরাং, আর দেরী না করে নীচে দেওয়া Start The Quiz বাটনে ক্লিক করে জীবন বিজ্ঞান কুইজ পর্ব - ০৪| Life Science Mocktest in Bengali Part : 04 টিতে অংশগ্রহণ করে নাও এবং নিজের প্রস্তুতি আরও শক্তিশালী করে তোলো।
Online Timer | Quiz |
---|---|
পর্ব | 04 |
বিষয় | জীবন বিজ্ঞান |
প্রশ্ন সংখ্যা | 20 |
নম্বর | 20 |
সময় | প্রতিটি প্রশ্নের জন্য ৬০ সেকেন্ড সময় |
জীবন বিজ্ঞান মকটেস্ট ০৪
Website : Vorsa.in
প্রত্যেকটি প্রশ্নের জন্যে ৬০ সেকেন্ড সময়
score:
No comments:
Post a Comment