বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF : List of Excretory Organs of Animals |
সুপ্রিয় বন্ধুরা,
আজ শেয়ার করছি জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF : List of Excretory Organs of Animals, এই PDF টির মধ্যে বিভিন্ন প্রাণী ও তাদের রেচন অঙ্গের সুন্দর একটি তালিকা দেওয়া আছে । এই টপিক টি থেকে বিভিন্ন পরিক্ষায় প্রশ্ন আসে । যেমন : অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ? চিংড়ির রেচন অঙ্গের নাম কি ? আরশোলার রেচন অঙ্গের নাম কি ? ইত্যাদি
সুতরাং আর সময় নষ্ট না করে এখনি নীচ থেকে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDFটি ডাউনলোড করে নিন ।
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF
প্রাণী
|
রেচন অঙ্গ
|
---|---|
আরশোলা
|
ম্যালপিজিয়ান নালিকা
|
ফিতাকৃমি
|
ফ্লেম কোষ
|
অ্যামিবা
|
সংকোচী গহ্বর
|
চিংড়ি
|
সবুজ গ্রন্থি
|
অ্যাম্ফিঅক্সাস
|
সোলোনোসাইট
|
গঙ্গা ফড়িং
|
ম্যালপিজিয়ান নালিকা
|
মাকড়শা
|
কক্সাল গ্রন্থি
|
তারামাছ
|
অ্যামিবোসাইট কোষ
|
জোঁক
|
নেফ্রিডিয়া
|
প্লানেরিয়া
|
ফ্লেম কোষ
|
কেঁচো
|
নেফ্রিডিয়া
|
কাঁকড়া বিছে
|
কক্সাল গ্রন্থি
|
মাছ
|
ফুলকা
|
পাখি
|
ফুসফুস, মেটানেফ্রস
|
ব্যাঙ
|
ফুসফুস, মেগোনেফ্রস
|
মানুষ
|
ফুসফুস, ত্বক, যকৃৎ, বৃক্ক
|
ঝিনুক
|
কেবারের অঙ্গ
|
শামুক
|
বোজেনাসের অঙ্গ
|
অ্যাসকারিস
|
রেনেট কোষ
|
স্পঞ্জ
|
দেহতল
|
হাইড্রা
|
দেহতল
|
স্তন্যপায়ী
|
বৃক্ক
|
সরীসৃপ
|
ফুসফুস, মেটানেফ্রস, বহিঃকঙ্কাল নির্মোচন
|
File Details :-
File Name :- বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF
File Language :- Bengali
File Size :- 0.5 MB
No. of Pages :- 02
No comments:
Post a Comment