Breaking

ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা PDF || ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন সমুদ্র বন্দর PDF

ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা PDF || ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন সমুদ্র বন্দর PDF 
ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন সমুদ্র বন্দর PDF


নমস্কার বন্ধুরা,
আজ শেয়ার করছি ভারতের সমুদ্র বন্দর তালিকা PDF টি , যেটিতে ভারতের প্রধান প্রধান বন্দর এবং সেটি কোন রাজ্যে অবস্থিত, তার তালিকা সুন্দর ভাবে দেওয়া হয়েছে। বিভিন্ন চাকরির পরিক্ষায় এই টপিক টি থেকে প্রায়ই প্রশ্ন আসে । যেমন : ভারতের হাইটেক বন্দর কোনটি?, ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? - এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর জানতে পারবেন এই টপিক থেকে। 

সুতরাং আর সময় অপচয় না করে নীচ থাকা ডাউনলোড বাটান থেকে ভারতের সমুদ্র বন্দর তালিকা PDF টি ডাউনলোড করে নিন । 
বন্দর সমূহ রাজ্য
হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গ
কলকাতা বন্দর পশ্চিমবঙ্গ
মার্মাগাঁও বন্দর গোয়া
চেন্নাই বন্দর তামিলনাড়ু
তুতিকোরিন বন্দর তামিলনাড়ু
এন্নোর বন্দর তামিলনাড়ু
মুম্বাই বন্দর মহারাষ্ট্র
জওহরলাল নেহেরু বন্দর মহারাষ্ট্র
বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশ
পারাদ্বীপ বন্দর উড়িষ্যা
লোগান পূর্ব আফ্রিকা
কান্দালা বন্দর গুজরাট
নিউ ম্যাঙ্গালোর বন্দর কর্নাটক
পোর্ট ব্লেয়ার আন্দামান
কোচি বন্দর কেরল
File Details :-
File Name :- ভারতের সমুদ্র বন্দর সমূহ তালিকা PDF || ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন সমুদ্র বন্দর PDF
File Language :- Bengali
File Size :-  0.2 MB
No. of Pages :- 01


No comments:

Post a Comment

×close ad