Math practice set pdf in bengali || গণিত প্র্যাকটিস সেট পর্ব 03 |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ তোমাদের সাথে শেয়ার করবো অংক প্র্যাকটিস সেট পর্ব ০3 || গণিত প্র্যাকটিস সেট পর্ব ০3; যেটিতে গুরুত্বপূর্ণ অংক প্রশ্ন গুলি দেওয়া আছে এবং সঙ্গে উত্তরপত্রও থাকছে | তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন অংক -এর জন্য কতটা বুদ্ধিমত্তার প্রয়োজন তাই এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police | Railway Group D | NTPC | WBCS | WB Police | SSC CGL | CHSL প্রভৃতি বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন ।
সুতরাং তাই আর বেশি কথা না বাড়িয়ে... এই প্র্যাকটিস সেটটি অনুশীলন করতে থাকুন এবং নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে Math practice set pdf in bengali || গণিত প্র্যাকটিস সেট পর্ব 03 পিডিএফ টি ডাউনলোড করুন ।
⬤ অংক প্র্যাকটিস সেট পর্ব ০৩ ⬤
01. 75 থেকে 97 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার যোগফল কত?
🄰 1598
🄱 1798
🄲 1958
🄳 1978
02. কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে ?
🄰 8 লিটার
🄱 6 লিটার
🄲 9 লিটার
🄳 8.5 লিটার
03. একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
🄰 250 টাকা
🄱 150 টাকা
🄲 170 টাকা
🄳 120 টাকা
04. 15টি বস্তুর ক্রয়মূল্য 12 টি বস্তুর বিক্রয়মূল্যের সমান হলে, লাভের শতকরা হার কত হবে ?
🄰 20%
🄱 15%
🄲 25%
🄳 30%
05. বিক্রয় মূল্য দ্বিগুণ হল এবং লাভ তিনগুণ হলো ।লাভের শতকরা হার নির্ণয় করুন ?
🄰 66⅔%
🄱 100%
🄲 105⅓%
🄳 120%
06. দৈনিক 7 ঘন্টা কাজ করে A ও B একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে? [Copyright by Vorsa.in]
🄰 3 দিনে
🄱 4 দিনে
🄲 2.5 দিনে
🄳 3.6 দিনে
07. 15 বছর পর রাহুলের বয়স তার 5 বছর পূর্বের বয়সের 5 গুন হলে বর্তমানে রাহুলের বয়স কত ?
🄰 5 বছর
🄱 10 বছর
🄲 15 বছর
🄳 50 বছর
08. 3000 টাকা যতদিনে সুদেমূলে 4321 টাকা হয়েছে তার অর্ধেক সময়ে 3000 টাকা চক্রবৃদ্ধিহারে সুদেমূলে কত হবে ? [Copyright by Vorsa.in]
🄰 3400 টাকা
🄱 3600 টাকা
🄲 3800 টাকা
🄳 3500 টাকা
09. রহিম পরীক্ষায় 8 টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরোও কত নম্বর বেশি পেলে গড় নম্বর 74 হত ?
🄰 24
🄱 25
🄲 26
🄳 28
10. 27 কে এমন দুটি অংশে ভাগ করুন, যার একটি অংশ অপরটির 35% হয়, সংখ্যা দুটি কত ?
🄰 18, 9
🄱 21, 6
🄲 24, 3
🄳 20, 7
সম্পুূর্ণ সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- অংক প্র্যাকটিস সেট 03 PDF
File Language :- Bengali
File Size :- 460 KB
No. of Pages :- 04
No comments:
Post a Comment