রিজনিং প্রশ্ন উত্তর PDF | Reasoning Practice set PDF in bengali | রিজনিং প্রাক্টিস সেট PDF |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ শেয়ার করবো Reasoning Practice set PDF in bengali | রিজনিং প্রশ্ন উত্তর PDF পর্ব 04 যেটিতে গুরুত্বপূর্ণ রিজনিং প্রশ্ন গুলি দেওয়া আছে এবং সঙ্গে উত্তরপত্রও থাকছে | তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন Reasoning & GI -এর জন্য কতটা বুদ্ধিমত্তার প্রয়োজন তাই এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police | Railway Group D | NTPC | WBCS | WB Police | SSC CGL | CHSL প্রভৃতি বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন ।
সুতরাং তাই আর বেশি কথা না বাড়িয়ে... এই প্র্যাকটিস সেটটি অনুশীলন করতে থাকুন এবং নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে রিজনিং প্রাক্টিস সেট PDF পিডিএফ টি ডাউনলোড করুন ।
01. ছবিতে একজনের দিকে তাকিয়ে সুবীর তার বন্ধুকে বলল, "মেয়েটি হলো আমার বাবার স্ত্রীর একমাত্র পুত্রের কন্যা।"মেয়েটি সুবিরের কে হয় ?
🄰 ভাগ্নি
🄱 ভাইঝি
🄲 কাকিমা
🄳 কন্যা
02. 321P540 = 54, 337P298 = 247 ও 314P217 = 80 হলে 612P721 = কত ?
🄰 90
🄱 91
🄲 89
🄳 92
03. আগামীকালের পরের দিন রতনের জন্মদিন। পরের সপ্তাহে এই দিনেই শিবরাত্রি।আজ সোমবার হলে শিবরাত্রির পরের দিন কি বার হবে ?
🄰 বুধবার
🄱 বৃহস্পতিবার
🄲 শুক্রবার
🄳 শনিবার
04. aa_aaa_aa_a_aa_a_b
🄰 BBABAA
🄱 BBABBA
🄲 BBAABB
🄳 AABBAB
05. সিরিজ সম্পূর্ণ করো: 3, 27, 243, 2187, __
🄰 27139
🄱 13561
🄲 21377
🄳 19683
06. 2, 3, 5, 8, 12, 17, ?
🄰 20
🄱 21
🄲 23
🄳 24
07. কুইনাইন : সিঙ্কোনা : : রেসারপিন : ?
🄰 আফিম
🄱 ধুতুরা
🄲 সর্পগন্ধা
🄳 তামাক
08. অর্থপূর্ণ ক্রমে সাজাও: (1) ফুসফুস (2) নাসারন্ধ্র (3) শ্বাসনালী (4) রক্ত
🄰 1,2,3,4
🄱 2,3,1,4
🄲 1,3,4,2
🄳 4,3,2,1
@Copyright by Vorsa.in
09. যদি x = 2015, y = 2014, z = 2013 হয়, তাহলে x² + y² + z² -2x - yz - zx এর মান কত হবে ?
🄰 3
🄱 4
🄲 6
🄳 2
10. Y, E, V, H, S, K, P, N, ? , ?
🄰 Q, U
🄱 M, Q
🄲 O, Q
🄳 Q, R
সম্পুূর্ণ সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- রিজনিং প্রাক্টিস সেট 03 PDF
File Language :- Bengali
File Size :- 0.8 MB
No. of Pages :- 04
Plz give me some English question pdf for wbp constable main exam
ReplyDelete