500+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF || Life Science Questions Answers in Bengali |
নমস্কার বন্ধুরা,
আজ শেয়ার করছি 500+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি, এটিতে জীবন বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর সম্পুর্ণ বাংলায় ভাষায় রয়েছে । বর্তমান সময়ে প্রায় সমস্ত চাকরির পরীক্ষাতে জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন এসেই থাকে। সেই কারণে আজকে আপনাদের জন্য বিশাল এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফ্রিতে দেওয়া হল । এই PDFটির প্রশ্ন ও উত্তর গুলি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর হিসেবেও পড়া যাবে ।
সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর pdf : দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf টি বিনামুল্যে সংগ্রহ করে নাও ।
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
যে সমস্ত অধ্যায় গুলি থেকে প্রশ্ন থাকছে ::
◉ জীবন পাঠ ◉ জীব কোষ ও টিস্যু
◉ কোষ বিভাজন ◉ জীবনী শক্তি
◉ খাদ্য,পুষ্টি এবং পরিপাক ◉ জীবের পরিবহন
◉ গ্যাসীয় বিনিময় ◉ মানব রেচন
◉ দৃঢ়তা প্রদান এবং চলন
◉ সমন্বয় ◉ জীবের প্রজনন
◉ জীবের বংশগতি ও বিবর্তন
◉ জীবের পরিবেশ এবং জীব প্রযুক্তি
◉ কিছু নমুনা প্রশ্ন উত্তর : 500+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
◉ ‘ দ্যা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ’ কার লেখা গ্রন্থ ?
🄰 জ্যা ব্যাপিস্তে ল্যামার্ক
🄱 হুগো দ্যা ভিস
🄲 চার্লস ডারউইন
🄳 অ্যারিস্টটল
উত্তর - 🄲 চার্লস ডারউইন
◉ ‘ রেসারপিন ' কোন গাছ থেকে পাওয়া যায় ?
🄰 তামাক
🄱 সর্পগন্ধা
🄲 চা
🄳 কুচেলা
উত্তর - 🄱 সর্পগন্ধা
◉ লজ্জাবতী পাতার চলন কি প্রকারের চলন ?
🄰 নিকটিন্যাস্টি
🄱 হাইপোন্যাস্টি
🄲 সিসমেন্যাস্টি
🄳 কেমোন্যাস্টি
উত্তর - 🄲 সিসমেন্যাস্টি
◉ কোশবাদের প্রবর্তক কে ?
🄰 ওয়াটসন ও ক্লিক
🄱 স্লেইডেন ও স্বয়ান
🄲 ড্যানিয়েল ও ড্যাভসন
🄳 সিঙ্গার ও নিকলসন
উত্তর - 🄱 স্লেইডেন ও স্বয়ান
◉ সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম লেখ ।
🄰 যকৃৎ
🄱 প্লীহা
🄲 বৃক্ক
🄳 প্যারোটিড গ্রন্থি
উত্তর - 🄱 প্লীহা
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
◉ কোন হরমোন BMR বৃদ্ধি করে ?
🄰 ইনসুলিন
🄱 অক্সিন
🄲 থাইরক্সিন
🄳 ইস্ট্রোজেন
উত্তর - 🄲 থাইরক্সিন
◉ সালোকসংশ্লেষীয় একককে কী বলে ?
🄰 ক্লোরোফিল
🄱 কোয়ান্টাজোম
🄲 ক্লোরোসিস
🄳 ক্যারোটিন
উত্তর - 🄱 কোয়ান্টাজোম
◉ ' ইকোসিস্টেম ’ শব্দটি কে প্রবর্তন করেন ?
🄰 রাইটার
🄱 ওডাম
🄲 ট্যান্সলি
🄳 হেকেল
উত্তর - 🄲 ট্যান্সলি
◉ দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ?
🄰 কানডলে
🄱 হাচিনসন
🄲 লিনিয়াস
🄳 বেন্থাম হুকার
উত্তর - 🄲 লিনিয়াস
◉ মাছির লার্ভা দশাকে কি বলে ?
🄰 গুটিপোকা
🄱 শুককীট
🄲 শুয়পোকা
🄳 ম্যাগট
উত্তর - 🄳 ম্যাগট
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
◉ জীববিদ্যার জনক কাকে বলা হয় ?
🄰 থিওফ্রাসটাস
🄱 অ্যারিস্টটল
🄲 ক্যারোলাস লিনিয়াস
🄳 গ্রেগর জোহান মেন্ডেল
উত্তর - 🄱 অ্যারিস্টটল
◉ ‘ রেড ডাটা বুক ’ এ কোন তথ্য পাওয়া যায় ?
🄰 রঙিন মাছ
🄱 রঙিন ফুল
🄲 বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি
🄳 কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণি
উত্তর - 🄲 বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণি
◉ মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি?
🄰 লালাগ্রন্থি
🄱 পাকস্থলী
🄲 যকৃৎ
🄳 ক্ষুদ্রান্ত্র
উত্তর - 🄲 যকৃৎ
◉ নীচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় ?
🄰 লাইসোজোম
🄱 গলগিবডি
🄲 মাইটোকনড্রিয়া
🄳 রাইবোজোম
উত্তর - 🄰 লাইসোজোম
◉ পীতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত ?
🄰 চক্ষু
🄱 কর্ণ
🄲 নাসিকা
🄳 জিহ্বা
উত্তর - 🄰 চক্ষু
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
◉ কোনটি মানুষের দীর্ঘতম স্নায়ু ?
🄰 সায়াটিক স্নায়ু
🄱 অডিটরি স্নায়ু
🄲 অপটিক স্নায়ু
🄳 অলফ্যাক্টরী স্নায়ু
উত্তর - 🄰 সায়াটিক স্নায়ু
◉ ' রিপালসন দশা ' কাকে বলে ?
🄰 প্রোফেজ
🄱 মেটাফেজ
🄲 অ্যানাফেজ
🄳 টেলোফেজ
উত্তর - 🄲 অ্যানাফেজ
◉ ' কায়াজমার ' আকৃতি কেমন হয় ?
🄰 Y এর মতো
🄱 2 এর মতো
🄲 A এর মতো
🄳 X এর মতো
উত্তর - 🄳 X এর মতো
◉ ক্যাপসিডবিহীন ভাইরাসকে কী বলা হয় ?
🄰 পেলাপোমিয়ার
🄱 লিলোভাইরাস
🄲 ক্যাপসসামিয়ার
🄳 ভাইরয়েড
উত্তর - 🄳 ভাইরয়েড
◉ হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কী ?
🄰 ক্লোরিন
🄱 লোহা
🄲 কপার
🄳 ক্যালশিয়াম
উত্তর - 🄱 লোহা
◉ টিকা প্রথম তৈরি করেন কে ?
🄰 পাস্তুর
🄱 জেনার
🄲 লিউয়েনহুক
🄳 পলবার্গ
উত্তর - 🄱 জেনার
◉ ফটোসিন্থেসিস কথাটি কে প্রবর্তন করেন ?
🄰 কেলভিন
🄱 বার্নের্স
🄲 ইমারসন
🄳 ব্লাকমেন
উত্তর - 🄱 বার্নের্স
File Details :-
File Name :- জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf 2022
File Language :- Bengali
File Size :- 2 MB
No. of Pages :- 61
Khub help hoyacha thanks
ReplyDeletegood
ReplyDelete