100+ ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf || Physical Science Question Answer in Bengali
100+ ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf || Physical Science Question Answer in Bengali |
নমস্কার বন্ধুরা,
আজ শেয়ার করছি 100+ ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf টি, এটিতে ভৌত বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন উত্তর সম্পুর্ণ বাংলায় ভাষায় রয়েছে । বর্তমান সময়ে প্রায় সমস্ত চাকরির পরীক্ষাতে বিজ্ঞান থেকে প্রশ্ন এসেই থাকে। সেই কারণে আজকে আপনাদের জন্য 100 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফ ফ্রিতে দেওয়া হল । এই PDFটির প্রশ্ন ও উত্তর গুলি দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর হিসেবেও পড়া যাবে ।
সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে 100+ ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf || Physical Science Question Answer in Bengali টি বিনামুল্যে সংগ্রহ করে নাও ।
100+ ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf
◉ কিছু নমুনা প্রশ্ন উত্তর :
১) তড়িৎচালক বল এর ব্যবহারিক একক কি?
উঃ- ভোল্ট।
২) মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
উঃ- ৯৮.৪°F
৩) শব্দ তরঙ্গ কাকে বলে?
উঃ- একপ্রকার স্থিতিস্থাপক তরঙ্গ কে শব্দ তরঙ্গ বলে।
৪) কার্যের ব্যবহারিক একক কি?
উঃ- জুল।
৫) মাধ্যাকর্ষণ শক্তির সূত্র কে আবিষ্কার করেন?
উঃ- নিউটন।
৬) কোন যন্ত্র দ্বারা শব্দের গতিবেগ মাপা হয়?
উঃ- ট্যাকোমিটার।
৭) গামা রশ্মি কি কাজে ব্যবহার করা হয়?
উঃ- খাদ্যের জীবাণুমুক্তকরণে, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়।
৮) সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত?
উঃ- ৮ আলোক মিনিট (প্রায়)
৯) কোন যন্ত্র দিয়ে তেজস্ক্রিয়তা মাপা হয়?
উঃ- রেডিওগ্রাফ।
১০) সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে?
উঃ- নীল রঙের দেখাবে।
100+ ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf
১১) তড়িৎ প্রবাহ মাত্রার একক কি?
উঃ- আম্পেয়ার।
১২) জলের তাপমাত্রা ৪°c থেকে ০°c হলে সেটি কী হবে?
উঃ- প্রথমে আয়তনে বাড়বে এবং পরে জমে যাবে।
১৩) সৌরমণ্ডলের সর্বাপেক্ষা বৃহৎ গ্রহের নাম কি?
উঃ- বৃহস্পতি।
১৪) চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন?
উঃ- কারণ,চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম।
১৫) বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে কি করে?
উঃ- বিকর্ষণ করে।
১৬) যদি সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব দ্বিগুণ হয় তবে তাদের মধ্যে মহাকর্ষ বল কি হবে?
উঃ- অর্ধেক হবে।
১৭) সৌরমণ্ডলের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? @Copyright by Vorsa.in
উঃ- শনির সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে।
১৮) দর্পণে যখন দেখা যায় ঘড়িতে তিনটে বেজেছে তখন আসল সময় কটা?
উঃ- নটা।
১৯) যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে কি বলে?
উঃ- অস্বচ্ছ মাধ্যম।
২০) নদীর জলে কি থাকে?
উঃ- গতিশক্তি।
File Details :-
File Name :- 100+ ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf
File Language :- Bengali
File Size :- 500 KB
No. of Pages :- 05
nICE
ReplyDelete