Breaking

ভারতের রামসার সাইট তালিকা ২০২২ PDF || List of Ramsar Sites in India 2022 PDF

ভারতের রামসার সাইট তালিকা ২০২২ PDF || List of Ramsar Sites in India 2022 PDF
ভারতের রামসার সাইট তালিকা PDF || List of Ramsar Sites in India PDF

নমস্কার বন্ধুরা, 
         আজকে তোমাদের জন্য সাধারণ জ্ঞানের উপরে একটি গুরুত্বপূর্ণ টপিক তালিকা আকারে নিয়ে এসেছি । যেটি হল - ভারতের রামসার সাইট তালিকা PDF || List of Ramsar Sites in India PDF. আমরা জানি যে ভারতের 54 টি রামসার সাইট রয়েছে । এই পিডিএফ টিতে আপনারা সেই 54 টি রামসার সাইটের নাম ও অবস্থান তালিকা সুন্দর ভাবে সাজনো পাবে। বর্তমান সময়ে বিভিন্ন পরিক্ষায় এই বিষয়ের উপর প্রায়ই প্রশ্ন আসে।

⬤ যেমন :: 
প্রশ্নঃ রামসার সাইট কি ?
উত্তরঃ জলাভূমি। অর্থাৎ রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়ে থাকে।

প্রশ্নঃ বর্তমানে ভারতে কয়টি রামসার সাইট আছে ?
উত্তরঃ 54 টি।

প্রশ্নঃ উলার হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।

প্রশ্নঃ ভারতের প্রথম রামসার সাইট কোনটি ?
উত্তরঃ চিলকা হ্রদ, ওড়িশা ১৯৮১ সালে।

প্রশ্নঃ কত সালে প্রথমবার বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়েছিল ?
উত্তরঃ ১৯৯৭ সালে।

প্রশ্নঃ রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ হিমাচলপ্রদেশ।

প্রশ্নঃ বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ২রা ফেব্রুয়ারি।

প্রশ্নঃ অষ্টমুদি জলাভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরালা।

প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় রামসার সাইট কোনটি ?
উত্তরঃ সুন্দরবন, পশ্চিমবঙ্গ।

প্রশ্নঃ ভারতের ক্ষুদ্রত্তম রামসার সাইট কোনটি ?
উত্তরঃ রেণুকা হ্রদ, হিমাচল প্রদেশ।

প্রশ্নঃ ভারতের ৪৬ তম রামসার সাইট কোনটি ?
উত্তরঃ ওয়াধবানা জলাভূমি ।

সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে ভারতের রামসার সাইট তালিকা ২০২২ PDF টি ডাউনলোড করে নাও।
ভারতের রামসার সাইট তালিকা

রামসার সাইট অবস্থান
পূর্ব কলকাতা জলাভূমি পশ্চিমবঙ্গ
সুন্দরবন জলাভূমি পশ্চিমবঙ্গ
দিপর বিল আসাম
ভেম্বানদ কয়াল জলাভূমি কেরালা
অষ্টমুদি জলাভূমি কেরালা
সস্থামকোট্টা হ্রদ কেরালা
উলার হ্রদ জম্মু ও কাশ্মীর
হোকেরা জলাভূমি জম্মু ও কাশ্মীর
সুরিনসার মনসার হ্রদ জম্মু ও কাশ্মীর
চিল্কা হ্রদ ওড়িশা
ভেতরকণিকা ম্যানগ্রোভ ওড়িশা
চন্দ্র তাল হিমাচলপ্রদেশ
পং ড্যাম হ্রদ হিমাচলপ্রদেশ
রেণুকা হ্রদ হিমাচলপ্রদেশ
Asan Conservation Reserve উত্তরাখণ্ড
Beas Conservation Reserve পাঞ্জাব
হরিকা জলাভূমি পাঞ্জাব
রোপার জলাভূমি পাঞ্জাব
কেশোপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ পাঞ্জাব
কাঞ্জলি জলাভূমি পাঞ্জাব
নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য পাঞ্জাব
ভোজ জলাভূমি মধ্যপ্রদেশ
সম্বর হ্রদ রাজস্থান
কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থান
সমন পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
সমসপুর পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
পার্বতী অর্ঘ্য পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
স্যান্ডি পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
সুর সরোবর উত্তরপ্রদেশ
ঊর্ধ্ব গঙ্গা নদী উত্তরপ্রদেশ
সরসাই নবার ঝিল উত্তরপ্রদেশ
কার্বাতাল জলাভূমি বিহার
লোনার হ্রদ মহারাষ্ট্র
নন্দুর মধমেশ্বর মহারাষ্ট্র
রুদ্রসাগর জলাভূমি ত্রিপুরা
কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ
লোকটাক হ্রদ মণিপুর
নল সরোবর পক্ষী অভয়ারণ্য গুজরাট
Point Calimere Wildlife and Bird Sanctuary তামিলনাড়ু
Tsomoriri লাদাখ
Tso Kar Wetland লাদাখ
সুলতানপুর ন্যাশনাল পার্ক হরিয়ানা
ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য হরিয়ানা
থোল হ্রদ গুজরাট
ওয়াধবানা জলাভূমি গুজরাট
বাখিরা পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ
খিজাদিয়া পক্ষী অভয়ারণ্য গুজরাট
কারিকিলি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু
পাল্লিকরনাই জলাভূমি তামিলনাড়ু
পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট তামিলনাড়ু
পালা জলাভূমি মিজোরাম
সাখ্য সাগর হ্রদ মধ্যপ্রদেশ

সম্পুূর্ণ রামসার সাইট তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- ভারতের রামসার সাইট তালিকা 2022 PDF 
File Language :- Bengali
File Size :-  0.5 MB
No. of Pages :- 03

1 comment:

×close ad