ভারতের রামসার সাইট তালিকা ২০২২ PDF || List of Ramsar Sites in India 2022 PDF
ভারতের রামসার সাইট তালিকা PDF || List of Ramsar Sites in India PDF |
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য সাধারণ জ্ঞানের উপরে একটি গুরুত্বপূর্ণ টপিক তালিকা আকারে নিয়ে এসেছি । যেটি হল - ভারতের রামসার সাইট তালিকা PDF || List of Ramsar Sites in India PDF. আমরা জানি যে ভারতের 54 টি রামসার সাইট রয়েছে । এই পিডিএফ টিতে আপনারা সেই 54 টি রামসার সাইটের নাম ও অবস্থান তালিকা সুন্দর ভাবে সাজনো পাবে। বর্তমান সময়ে বিভিন্ন পরিক্ষায় এই বিষয়ের উপর প্রায়ই প্রশ্ন আসে।
⬤ যেমন ::
প্রশ্নঃ রামসার সাইট কি ?
উত্তরঃ জলাভূমি। অর্থাৎ রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত সমস্ত জলাভূমিকে রামসার সাইট বলা হয়ে থাকে।
প্রশ্নঃ বর্তমানে ভারতে কয়টি রামসার সাইট আছে ?
উত্তরঃ 54 টি।
প্রশ্নঃ উলার হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
প্রশ্নঃ ভারতের প্রথম রামসার সাইট কোনটি ?
উত্তরঃ চিলকা হ্রদ, ওড়িশা ১৯৮১ সালে।
প্রশ্নঃ কত সালে প্রথমবার বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়েছিল ?
উত্তরঃ ১৯৯৭ সালে।
প্রশ্নঃ রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ হিমাচলপ্রদেশ।
প্রশ্নঃ বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ২রা ফেব্রুয়ারি।
প্রশ্নঃ অষ্টমুদি জলাভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরালা।
প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় রামসার সাইট কোনটি ?
উত্তরঃ সুন্দরবন, পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ ভারতের ক্ষুদ্রত্তম রামসার সাইট কোনটি ?
উত্তরঃ রেণুকা হ্রদ, হিমাচল প্রদেশ।
প্রশ্নঃ ভারতের ৪৬ তম রামসার সাইট কোনটি ?
উত্তরঃ ওয়াধবানা জলাভূমি ।
সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে ভারতের রামসার সাইট তালিকা ২০২২ PDF টি ডাউনলোড করে নাও।
ভারতের রামসার সাইট তালিকা
রামসার সাইট | অবস্থান |
---|---|
পূর্ব কলকাতা জলাভূমি | পশ্চিমবঙ্গ |
সুন্দরবন জলাভূমি | পশ্চিমবঙ্গ |
দিপর বিল | আসাম |
ভেম্বানদ কয়াল জলাভূমি | কেরালা |
অষ্টমুদি জলাভূমি | কেরালা |
সস্থামকোট্টা হ্রদ | কেরালা |
উলার হ্রদ | জম্মু ও কাশ্মীর |
হোকেরা জলাভূমি | জম্মু ও কাশ্মীর |
সুরিনসার মনসার হ্রদ | জম্মু ও কাশ্মীর |
চিল্কা হ্রদ | ওড়িশা |
ভেতরকণিকা ম্যানগ্রোভ | ওড়িশা |
চন্দ্র তাল | হিমাচলপ্রদেশ |
পং ড্যাম হ্রদ | হিমাচলপ্রদেশ |
রেণুকা হ্রদ | হিমাচলপ্রদেশ |
Asan Conservation Reserve | উত্তরাখণ্ড |
Beas Conservation Reserve | পাঞ্জাব |
হরিকা জলাভূমি | পাঞ্জাব |
রোপার জলাভূমি | পাঞ্জাব |
কেশোপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ | পাঞ্জাব |
কাঞ্জলি জলাভূমি | পাঞ্জাব |
নঙ্গল বন্যপ্রাণী অভয়ারণ্য | পাঞ্জাব |
ভোজ জলাভূমি | মধ্যপ্রদেশ |
সম্বর হ্রদ | রাজস্থান |
কেওলাদেও ন্যাশনাল পার্ক | রাজস্থান |
সমন পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ |
সমসপুর পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ |
নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ |
পার্বতী অর্ঘ্য পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ |
স্যান্ডি পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ |
সুর সরোবর | উত্তরপ্রদেশ |
ঊর্ধ্ব গঙ্গা নদী | উত্তরপ্রদেশ |
সরসাই নবার ঝিল | উত্তরপ্রদেশ |
কার্বাতাল জলাভূমি | বিহার |
লোনার হ্রদ | মহারাষ্ট্র |
নন্দুর মধমেশ্বর | মহারাষ্ট্র |
রুদ্রসাগর জলাভূমি | ত্রিপুরা |
কোলেরু হ্রদ | অন্ধ্রপ্রদেশ |
লোকটাক হ্রদ | মণিপুর |
নল সরোবর পক্ষী অভয়ারণ্য | গুজরাট |
Point Calimere Wildlife and Bird Sanctuary | তামিলনাড়ু |
Tsomoriri | লাদাখ |
Tso Kar Wetland | লাদাখ |
সুলতানপুর ন্যাশনাল পার্ক | হরিয়ানা |
ভিন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য | হরিয়ানা |
থোল হ্রদ | গুজরাট |
ওয়াধবানা জলাভূমি | গুজরাট |
বাখিরা পক্ষী অভয়ারণ্য | উত্তরপ্রদেশ |
খিজাদিয়া পক্ষী অভয়ারণ্য | গুজরাট |
কারিকিলি পক্ষী অভয়ারণ্য | তামিলনাড়ু |
পাল্লিকরনাই জলাভূমি | তামিলনাড়ু |
পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট | তামিলনাড়ু |
পালা জলাভূমি | মিজোরাম |
সাখ্য সাগর হ্রদ | মধ্যপ্রদেশ |
সম্পুূর্ণ রামসার সাইট তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- ভারতের রামসার সাইট তালিকা 2022 PDF
File Language :- Bengali
File Size :- 0.5 MB
No. of Pages :- 03
Year deoa thakle valo hoto
ReplyDelete