![]() |
Kolkata Police SI and Sergeant Preliminary Question Paper PDF 2022 |
প্রিয় বন্ধুরা,
আজকের এই পোস্টে Kolkata Police Sub Inspector and Sergeant Preliminary Question Paper 2022 PDF টি শেয়ার করছি । যেটির মাধ্যমে তোমরা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার প্রশ্নপত্র কি ধরণের হয়েছিল, সেই সম্পর্কে তোমরা স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে। এবং সামনে আগত বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে টতুলতে পারবে ।
সুতরাং আর সময় অপচয় না করে নীচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে ককলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার প্রশ্নপত্রটি ডাউনলোড করে নাও।
▣ কিছু নমুনা প্রশ্ন : Kolkata Police SI and Sergeant Preliminary Question Paper 2022
▣ প্রাচীন সংস্কৃত গ্রন্থে ‘যবনপ্রিয়’ বলতে নিমোক্ত কোনটিকে বোঝানো হত ?
ⓐ নৃত্যশিল্পীগণ
ⓑ গোলমরিচ
ⓒ হাতির দাঁত
ⓓ উৎকৃষ্টমানের মসলিন
▣ অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত ?
ⓐ গলফ
ⓑ ঘোড়দৌড়
ⓒ দাবা
ⓓ পোলো
▣ সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
ⓐ দ্বিতীয় পুলকেশী
ⓑ যাজ্ঞকেশী
ⓒ প্রথম সাতকর্ণী
ⓓ গোটমীপুত্র সাতকর্ণী
▣ প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয় ?
ⓐ জিপসাম
ⓑ সিনাবার
ⓒ ব্রিকস্টোন
ⓓ ব্রিমস্টোন
▣ অ্যাক্সনের সবথেকে বাইরের আবরণ টির নাম কি
ⓐ সাইন্যাপস
ⓑ অ্যাক্রপ্লাজম
ⓒ ডেনড্রাইট
ⓓ নিউরোলেমা
▣ রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত ?
ⓐ মুসৌরি
ⓑ হায়দ্রাবাদ
ⓒ পুনে
ⓓ ভাদোদরা
▣ নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন ?
ⓐ অশোক
ⓑ বিন্দুসার
ⓒ বিম্বিসার
ⓓ অজাতশত্রু
▣ কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বুদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন ?
ⓐ বিষ্ণুগোপ
ⓑ অশ্বঘোষ
ⓒ অগ্রসেন
ⓓ বিরুপাক্ষ
▣ কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ?
ⓐ ওয়েলেসলি
ⓑ ওয়ারেন হেস্টিংস
ⓒ উইলিয়াম বেন্টিং
ⓓ কর্নওয়ালিস
▣ দ্য রিপাবলিক গ্রন্থের রচিয়তা কে ?
ⓐ হোমার
ⓑ অ্যারিস্টোটল
ⓒ সক্রেটিস
ⓓ প্লেটো
▣ কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে ?
ⓐ মসলা
ⓑ চা
ⓒ পাঠ
ⓓ তামাক
সম্পুূর্ণ পিডিএফ টি নীচের লিঙ্কে দেওয়া আছে ।
File Details :-
File Name :- Kolkata Police SI and Sergeant Preliminary Question Paper 2022
File Language :- Bengali
File Size :- 4.5 MB
No. of Pages :- 25
No comments:
Post a Comment