Kolkata Police Previous Year Question Paper 2012 in Bengali PDF |
নমস্কার বন্ধুরা,
আজকে Kolkata Police Previous Year Question Paper 2012 in Bengali PDF টি আপনাদের সাথে শেয়ার করছি, যেটির মধ্যে তোমরা বিগত ২০১২ সালের কলকাতা পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র টি পাবে । এই প্রশ্নপত্র টির মাধ্যমে তোমরা Kolkata Police Prelims 2012 পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতি আরও অনেক শক্তিশালী করে তুলতে পারবে ।
সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে Kolkata Police Previous Year Question Paper 2012 in Bengali PDF ফাইল টি ডাউনলোড করে নিন ।
⬕ কিছু নমুনা প্রশ্নোত্তর :
⬕তরল পদার্থের ফোটা গোলাকৃতি হওয়ার কারণ কি ?
A) বায়ুমন্ডলের চাপ
B) পৃষ্ঠটান
C) সান্দ্রতা
D) ওজন
⬕ কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত ?
A) ভুবনেশ্বর
B) কলকাতা
C) ব্যাঙ্গালোর
D) কটক
⬕ শরীরের কোন অংশে সর্বদা ইউ দিয়ে গঠিত হয় ?
A) মূত্রগ্রন্থি
B) যকৃৎ
C) প্লীহা
D) থাইমাস
⬕ Find out tha odd word :
A) Cabin
B) Compartment
C) Cargo
D) Berth
⬕ তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন -
A) পিয়ের কুড়ি
B) মাদাম কুরি
C) রাদারফোর্ড
D) হেনরি বেকারেল
⬕ শব্দের প্রাবল্যের একক হল
A) ফ্যারাড
B) ডেসিবেল
C) ওহম
D) পাসকেল
⬕ এক অশ্বশক্তি সমান
A) 746 ওয়াট
B) 744 ওয়াট
C) 745 ওয়াট
D) 747 ওয়াট
⬕ কোন বিষয়ে ‘বুকার’ পুরস্কার প্রদান করা হয় ?
A) সাহিত্য
B) চিকিৎসা বিদ্যা
C) বিজ্ঞান
D) সমাজসেবা
⬕ কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হীরে বলা ?
A) লোহা
B) কফি
C) কয়লা
D) চা
⬕ ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন -
A) সি. ভি. রমন
B) লুইস ই ওয়াটারম্যান
C) ভ্যানেভার বুশ
D) আলেকজান্ডার গ্রাহাম বেল
⬕ শুষ্ক বরফ কি দ্বারা গঠিত ?
A) কার্বন মনোক্সাইড
B) কঠিন বরফের সাথে কার্বন
C) কঠিন কার্বন-ডাই-অক্সাইড
D) সালফার ট্রাই অক্সাইড
File Details :-
File Name :- Kolkata Police Previous Year Question Paper 2012
File Language :- Bengali
File Size :- 2 MB
File Location :- Google Drive
No. of Pages :- 09
No comments:
Post a Comment