Breaking

650 ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল বই PDF | ভূগোল এককথায় প্রশ্ন উত্তর PDF

650 ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল বই PDF | ভূগোল এককথায় প্রশ্ন উত্তর PDF
650 ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল বই PDF | ভূগোল এককথায় প্রশ্ন উত্তর PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজ 650 ভূগোল প্রশ্ন উত্তর PDF টি আপনাদের সাথে শেয়ার করছি । যেটিতে ভারতের ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বাংলা ভাষায় দেওয়া আছে । এই ভুগোল SAQ প্রশ্ন ও উত্তর গুলো আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগী । এবং আপনারা যারা এতদিন ধরে দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর PDF খুজে চলেছেন তাদের আর খুজতে হবে না কারন এই পোস্ট টিতে আমরা মোট ভূগোল বিষয়ের ৬৫০টি SAQ প্রশ্ন উত্তর দিয়েছি । 

সুতরাং আর সময় নষ্ট না করে নীচে থাকা 650+ ভূগোল প্রশ্ন ও উত্তর PDF টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিন এবং আপনাদের পড়ার সুবিধার্থে 650+ Geography Question & Answer 2022 PDF টি Download করে নিতে পারেন। 

ভূগোল প্রশ্ন উত্তর PDF
▣ ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
Ans. সিয়াচেন I

▣ ‘A Geographical Introduction to History' গ্রন্থের রচয়িতা কে ?
Ans. লুসিয়েন ফেবর I

▣ ভারতের শীতলতম মরু অঞ্চলের নাম কি ?
Ans. লাদাখ I

▣ আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক কি ?
Ans. শতকরা I

▣ ‘নীল বিপ্লব ‘ কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ?
Ans. মৎস্য উৎপাদনের সঙ্গে ।

▣ ওজোন গ্যাসের রঙ কি প্রকৃতির?
Ans. নীল।

▣ কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়?
Ans. ব্যারোমিটার।

▣ মেসোস্ফিয়ারের প্রধান উপাদান কি?
Ans. ওজোন গ্যাস।

▣ চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
Ans. টাইফুন।

▣ পৃথিবীর প্রবলতম ও সর্বাধিক বিধ্বংসী ঝড় কোনটি?
Ans. টর্নেডো।

▣ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
Ans. এঞ্জেল জলপ্রপাত (ভেনেজুয়েলা)।

▣ পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা কাকে বলা হয়?
Ans. মধ্য এশিয়ার পার্বত্যভূমি।

▣ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি?
Ans. মালাসপিনা।

▣ কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিবর্তন পরিমাপ করা হয়?
Ans. ব্যারোগ্রাম।

▣ কোরিওলিস বল অপর কি নামে পরিচিত?
Ans. ছদ্ম বল।

▣ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি?
Ans. গ্র্যান্ডব্যাঙ্ক (আটলান্টিক মহাসাগর)।

File Details :-
File Name :- 650 ভূগোল প্রশ্ন উত্তর PDF
File Language :- Bengali
File Size :-  02 MB
No. of Pages :- 41


Related searches :
ভূগোল mcq প্রশ্ন উত্তর, ক্লাস সেভেন এর ভূগোল প্রশ্ন উত্তর, ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর, দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর pdf, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর pdf, ভূগোল প্রশ্ন ও উত্তর 2021, ভারতের ভূগোল প্রশ্ন উত্তর pdf, ভূগোল প্রশ্ন উত্তর দ্বাদশ

No comments:

Post a Comment

×close ad