ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তালিকা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করবো 'ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তালিকা PDF || ভারতীয় প্রথম নারী মুখ্যমন্ত্রীগণের তালিকা'। যেটির মাধ্যমে তোমরা বিশ্বের বিখ্যাত স্ট্যাচুর নাম, উচ্চতা ও তার অবস্থান সম্পর্কিত তথ্য জানতে পারবে । এই টপিক টি থেকে বিভিন্ন পরিক্ষায় সাধারণ জ্ঞান এর অংশ হিসেবে প্রায়ই প্রশ্ন আসে । যেমন - উত্তর প্রদেশ এর প্রথম মুখ্যমন্ত্রির নাম কি ? রাজস্থান এর প্রথম মুখ্যমন্ত্রির নাম কি ? ইত্যাদি
সুতরাং আর সময় অপচয় না করে 'মমতা বন্দোপাধ্যায় || ভারতীয় প্রথম নারী মুখ্যমন্ত্রীগণের তালিকা' টি ডাউনলোড করে নাও ।
ভারতীয় প্রথম নারী মুখ্যমন্ত্রীগণের তালিকা
বিভিন্ন রাজ্য় | প্রথম মহিলা মুখ্যমন্ত্রী |
---|---|
উত্তর প্রদেশ | সুচেতা কৃপালিনী |
পশ্চিমবঙ্গ | মমতা বন্দোপাধ্যায় |
আসাম | সৈয়দা আনোয়ারা তৈমুর |
রাজস্থান | বসুন্ধরা রাজে |
বিহার | রাবড়ি দেবী |
ওড়িশা | নন্দিনী সতপথী |
মধ্যপ্রদেশ | উমা ভারতী |
দমন ও দিউ | শশীকলা কাকোড় কর |
পাঞ্জাব | রাজেন্দর কাউর ভট্টাল |
তামিলনাড়ু | ভি.এন.জনকী রামচন্দ্রন |
দিল্লি | সুষমা স্বরাজ |
গুজরাট | আনন্দিবেন প্যাটেল |
জম্মু ও কাশ্মীর | মেহবুবা মুফতি |
গোয়া | শশীকলা কাকোড় কর |
File Details :-
File Name :- ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর নাম এর তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 250 KB
No. of Pages :- 01
No comments:
Post a Comment