Breaking

ANM & GNM Practice Set pdf in Bengali | ANM & GNM Nursing প্র্যাকটিস সেট PDF

WBJEE ANM & GNM Practice Set in Bengali PDF Download | ANM & GNM প্র্যাকটিস সেট PDF
ANM & GNM Practice Set pdf in Bengali 

সুপ্রিয় বন্ধুরা,
আজ WBJEE ANM & GNM Practice Set in Bengali PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে Nursing সিলেবাস অনুযায়ী জীবনবিজ্ঞান = ৫০, ভৌতবিজ্ঞান = ২৫, ইংলিশ = ১৫, গণিত = ১০, সাধারণ জ্ঞান = ১০, রিজনিং = ০৫ মোট ১১৫ নম্বরের প্রশ্ন সুন্দরভাবে দেওয়া রয়েছে । যেগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করলে  ANM & GNM ফাইনাল পরিক্ষায় ভালো ফল করতে পারবে । 

সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে ANM & GNM প্র্যাকটিস সেট PDF টি Download করে নিন। 
▣ WBJEE ANM & GNM Practice Set in Bengali ▣

01. ‘অরিজিন অফ স্পিসিস’ বইটি কার লেখা ?
ⓐ এটেল
ⓑ ল্যামার্ক
ⓒ ডারউইন   
ⓓ হুগো দ্য ভ্রিজ

02. মাছের দেহের দু পাশে অবস্থিত ‘V’ আকৃতির পেশিকে কি বলে ?
ⓐ মায়োটোম পেশি   
ⓑ পেক্টোরালিস
ⓒ কোরাকো ব্রাকিয়ালিস
ⓓ কোনোটিই নয় 

03. মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি ?
ⓐ মেটাফেজ
ⓑ প্রোফেজ   
ⓒ টেলোফেজ
ⓓ অ্যানাফেজ 

04. নিচের কে দেহের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয় ?
ⓐ অনুচক্রিকা
ⓑ হরমোন
ⓒ শ্বেত রক্তকণিকা
ⓓ লোহিত রক্তকণিকা   

05. অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
ⓐ সিটা
ⓑ নালিকাপদ
ⓒ ক্ষণপদ   
ⓓ সন্ধিপদ

06. এক্স-রশ্মির আবিষ্কর্তা-
ⓐ মাইকেল ফ্যারাডে
ⓑ মেন্ডেলিফ
ⓒ ডালটন 
ⓓ রন্টজেন  

07. নিম্নোক্ত কোনটি একটি ধাতুকল্পের উদাহরণ নয়?
ⓐ দস্তা  
ⓑ টিন 
ⓒ অ্যান্টিমনি 
ⓓ আর্সেনিক

08. তুলাযন্ত্র কোন নীতির ওপর কাজ করে?
ⓐ বয়েলের সূত্র
ⓑ হুকের সূত্র  
ⓒ বারনৌলিক নীতি 
ⓓ প্যাস্কালের সূত্র

09. হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়া কারী মৌলটির নাম কি?
ⓐ হাইড্রোজেন 
ⓑ কার্বন 
ⓒ হিলিয়াম 
ⓓ অক্সিজেন  

10. অষ্টক সূত্রের প্রণেতা কে ছিলেন?
ⓐ ডালটন
ⓑ প্রিস্টলে
ⓒ নিউল্যান্ড  
ⓓ আরহেনিয়াস 

11. Don't be late for _ school .(Article)
ⓐ the
ⓑ an
ⓒ a
ⓓ none   

12. He got__ MA from London University. (Article)
ⓐ a
ⓑ an
ⓒ the   
ⓓ none

13. Hardware is ____ holy city. (Article)
ⓐ the 
ⓑ an 
ⓒ a   
ⓓ none

14. Let us go ____ a walk. (Preposition)
ⓐ from
ⓑ for   
ⓒ to
ⓓ by

15. একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে ।ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে -
ⓐ 3
ⓑ 5   
ⓒ 6
ⓓ 4

16. √0.9 এর মান হলো 
ⓐ 0.952
ⓑ 0.895
ⓒ 0.958   
ⓓ 0.926

17. 3x + 1=5 x এর মান হবে 
ⓐ -4/3
ⓑ -3/4
ⓒ 4/3   
ⓓ 3/4

18. ‘প্রথম আলো’ বাংলা উপন্যাসটি কার লেখা ?
ⓐ জয় গোস্বামী
ⓑ সুচিত্রা ভট্টাচার্য
ⓒ প্যারীচাঁদ মিত্র
ⓓ সুনীল গাঙ্গুলী   

19. “The Discovery of India” গ্রন্থটির রচিয়তা কে ?
ⓐ ডঃ বি আর আম্বেদকর 
ⓑ সর্দার বল্লভ ভাই প্যাটেল 
ⓒ ডঃ রাজেন্দ্র প্রসাদ 
ⓓ জওহরলাল নেহেরু   

20. পৃথিবীর পরিধি কে প্রথম পরিমাপ করেন ?
ⓐ এরাটসথেনিস   
ⓑ গ্যালিলিও
ⓒ হেরোডোটাস
ⓓ নীল আর্মস্ট্রং 

21. স্বাধীন ভারতে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?
ⓐ বলরাম যাখর
ⓑ জি বি মভলংকর   
ⓒ জহরলাল নেহেরু
ⓓ ডঃ রাজেন্দ্র প্রসাদ 

22. A Century is not enough বইটির রচিয়তা কে ছিলেন ?
ⓐ রাহুল দ্রাবিড়
ⓑ সৌরভ গঙ্গুলি   
ⓒ মহেন্দ্র সিং ধোনি 
ⓓ সচিন তেন্দুলকার

23. লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো : [96-98]
2, 5, 11, 23, ?, 95
ⓐ 45
ⓑ 46
ⓒ 47   
ⓓ 48

24. 198, 194, 185, 169, ?
ⓐ 144   
ⓑ 145
ⓒ 136
ⓓ 150

25. GH : 78 :: EF : ? 
ⓐ 65
ⓑ 56   
ⓒ 85
ⓓ 45

File Details :-
File Name :- ANM & GNM প্র্যাকটিস সেট PDF
File Language :- Bengali
File Size :- 980 KB
No. of Pages :- 12


Related Search : WBJEE ANM & GNM Practice Set in Bengali PDF, ANM & GNM প্র্যাকটিস সেট PDF,  WBJEE Nursing Practice Set in Bengali, GNM Practice Set in Bengali PDF, ANM Practice Set in Bengali PDF, Nursing Practice Set in Bengali PDF 2022, anm gnm practice set pdf in bengali

5 comments:

  1. Replies
    1. Answer already deoya ache . pdf file er niche check korun peye jaben

      Delete
  2. Sir answerghulo dila help hoto

    ReplyDelete
  3. Sir ei vabei help korun ☺ r o practice set dile valo hoii

    ReplyDelete

×close ad