বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF | পৃথিবীর বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF টি , যেটিতে পৃথিবীর বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির স্থানীয়/প্রচলিত নামের তালিকা রয়েছে। সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে স্থানান্তর কৃষি থেকে প্রশ্ন এসেই থাকে। যেমন:- ঝুম কোন দেশের স্থানান্তর কৃষির নাম? কোমিল চাষ কোন কোন দেশে দেখা যায়? ইত্যাদি।
সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF টি ডাউনলোড করে নিন ।
বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম
স্থানান্তর কৃষি | দেশ |
---|---|
ঝুম, দীপা, পোদু | ভারত |
ঝুম | বাংলাদেশ |
তঙ্গিয়া | মায়ানমার |
চেনা | শ্রীলঙ্কা |
তামরাই | থাইল্যান্ড |
রোকা | ব্রাজিল |
লায়রান, লাদাং | মালয়েশিয়া |
নামাসু | সুদান |
রে | ভিয়েতনাম |
কাইজিন | ফিলিপাইন |
লোগান | পূর্ব আফ্রিকা |
তাবি | মাদাগাস্কার |
কোমিল, মিলপা | মেক্সিকো |
হুমা | ইন্দোনেশিয়া |
কোনুকা | ভেনেজুয়েলা |
হে | লাওস |
ফ্যাং | নিরক্ষীয় আফ্রিকান দেশ |
চেতেমিনি | উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবোয়ে |
মাসোল | কঙ্গো |
"বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম" সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 0.3 MB
No. of Pages :- 01
No comments:
Post a Comment