ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তালিকা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর নাম ও কোথায় অবস্থিত সেই তালিকাটি সুন্দর ভাবে দেওয়া আছে । বিভিন্ন চাকরির পরিক্ষায় এই টপিক থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে । যেমন : কুদানকুলাম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? or ভারতের প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
সুতরাং আর সময় অপচয় না করে, নীচের লিংক থেকে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF টি ডাউনলোড করুন ।
ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা
স্থানান্তর কৃষি | দেশ |
---|---|
তারাপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র | মহারাষ্ট্র |
মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | তামিলনাড়ু |
কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | তামিলনাড়ু |
নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | উত্তর প্রদেশ |
কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | গুজরাট |
কাইগা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র | কর্নাটক |
রাজস্থান পারমাণবিক শক্তি কেন্দ্র | রাজস্থান (রাওয়াতভাতা) |
File Details :-
File Name :- ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 305 KB
No. of Pages :- 01
No comments:
Post a Comment