জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 PDF || জিকে প্রশ্ন ও উত্তর PDF |
প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 PDF || জিকে প্রশ্ন ও উত্তর PDF || General Knowledge in Bengali PDF; এই পিডিএফ টির মধ্যে বাছাই করা ১০০ টি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া আছে । এই প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে । আপনি যদি জেনারেল নলেজ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তাহলে আমাদের সাইট টিকে ভালো করে দেখুন এবং সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর MCQ খুঁজুন পেয়ে যাবেন ।
সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া পিডিএফ টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিয়ে.. নীচ থেকে সম্পূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল টি বিনামূল্যে সংগ্রহ করে নাও ।
➥ কিছু নমুনা প্রশ্ন উত্তর ঃ
০১. ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয় কত সালে ?
উত্তর :- 1980 সালে।
০২. পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি?
উত্তর :- গৌড়ীয় নৃত্য ।
০৩. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তর :- ড: প্রফুল্ল চন্দ্র ঘোষ ।
০৪. পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী নাম কি?
উত্তর :- ডঃ বিধান চন্দ্র রায়।
০৫. পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত?
উত্তর :- 16 টি ।
০৬. পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?
উত্তর :- 42 টি ।
০৭. পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত?
উত্তর :- 194 টি ।
০৮. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ?
উত্তর :- চক্রবর্তী রাজা গোপালাচারী।
০৯. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি ?
উত্তর :- 23 টি ।
১০. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি?
উত্তর :- 5 টি ।
১১. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তর :- বাংলাদেশ ।
১২. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তর :- ভুটান ।
১৩. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি?
উত্তর :- ওড়িশা।
১৪. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
উত্তর :- কলকাতা ।
১৫. পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি?
উত্তর :- বাংলা ।
১৬. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি ?
উত্তর :- মেছো বিড়াল ।
১৭. পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে?
উত্তর :- ত্রিপুরা রাজ্যকে ।
১৮. ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা যায় ?
উত্তর :- তিন ভাগে ।
১৯. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর :- সান্দাকফু ।
২০. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি ?
উত্তর :- শ্বেত কণ্ঠ মাছরাঙ্গা ।
২১. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি ?
উত্তর :- শিউলি।
২২. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি ?
উত্তর :- ছাতিম।
২৩. বক্সা কি ?
উত্তর :- পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ।
২৪. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত?
উত্তর :- গঙ্গা ও তার উপনদীসমূহের পলি দ্বারা।
২৫. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তর :- গঙ্গা।
২৬. সম্পূর্ণরূপে বিলুপ্ত একটি প্রাণীর নাম লেখ?
উত্তর :- এশিয়াটিক চিতা ।
২৭. বর্তমানে ভারতে মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি?
উত্তর :- 543 টি।
২৮. পরিবেশ দিবস কবে পালিত হয় ?
উত্তর :- 5 জুন ।
২৯. পশ্চিমবঙ্গের তিন দিক কি দ্বারা বেষ্টিত?
উত্তর :- স্থল ভাগ ।
৩০. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি?
উত্তর :- কলকাতা।
৩১. জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি ?
উত্তর :- উত্তর 24 পরগনা ।
৩২. জীববৈচিত্র্যের পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তর :- অষ্টম তম ।
৩৩. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত?
উত্তর :- সুন্দরবনে ।
৩৪. কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর :- মধ্য প্রদেশ।
৩৫. আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি ?
উত্তর :- দক্ষিণ 24 পরগনা ।
৩৬. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উত্তর :- বঙ্গোপসাগর।
৩৭. পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?
উত্তর :- পূর্ব দিকে ।
৩৮. পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
উত্তর :- প্রায় 88,752 বর্গ কিমি।
৩৯. রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ?
উত্তর :- 1971 সালে ।
৪০. রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন হয় কত সালে?
উত্তর :- 1992 সালে ।
৪১. UNESCO মানুষ ও জীপমণ্ডল কর্মসূচি গ্রহণ করে কত সালে?
উত্তর :- 1971 সালে ।
৪২.শহরাঞ্চল জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ কি?
উত্তর :- জলাভূমি ভরাট।
৪৩. পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি হয় কত সালে ?
উত্তর :- 1947 সালে ।
৪৪. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়?
উত্তর :- 15 ই মে ।
৪৫. কবে বসুন্ধরা দিবস পালিত হয় ?
উত্তর :- 22 শে এপ্রিল।
File Details :-
File Name :- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 PDF
File Language :- Bengali
File Size :- 990 KB
No. of Pages :- 07
West Bengal assembly is wrong . Please correct
ReplyDelete