বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা PDF || উল্লেখযোগ্য বিভিন্ন তৃণভূমি অঞ্চলের তালিকা |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা PDF টি , যেটিতে উল্লেখযোগ্য দেশ অথবা মহাদেশের তৃণভূমির নাম দেওয়া আছে। এই টপিক টি প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে প্রায়ই সমস্ত পরিক্ষায় প্রশ্ন আসে । যেমন- প্রেইরি তৃণভূমি কোথায় অবস্থিত ? দক্ষিণ আমেরিকার তৃণভূমির নাম কি ? ক্যাম্পাস তৃণভূমি কোথায় পাওয়া যায় ?
সুতরাং আর সময় নষ্ট না করে নীচে থাকা " বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা PDF " টি এখনি ডাউনলোড করে নিন ।
বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা
তৃণভূমির নাম | দেশ |
---|---|
প্রেইরী | উত্তর আমেরিকা |
তুষক | নিউজিল্যান্ড |
ক্যান্টারবেরি | নিউজিল্যান্ড |
আলং আলং | ইন্দোনেশিয়া, এশিয়া |
সাভানা | আফ্রিকা ও অস্ট্রেলিয়া |
ল্যানোস | ভেনেজুয়েলা |
সেরাডোস | প্যারাগুয়ে |
পম্পাস | দক্ষিন আমেরিকা |
সেলভা | দক্ষিন আমেরিকা |
তৈগা | ইউরোপ ও এশিয়া |
ভেল্ডস | দক্ষিন আফ্রিকা |
এল গ্রান চাকো | আর্জেন্টিনা |
ক্যাম্পস | ব্রাজিল |
ডাউনস | অস্ট্রেলিয়া |
মন্টানা | বলিভিয়া |
স্তেপস | ইউরোপ ও উত্তর এশিয়া |
মিচেল | ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া |
পার্কল্যান্ড | জিম্বাবোয়ে |
পুস্তাজ | হাঙ্গেরী |
"বিভিন্ন দেশের তৃণভূমির নাম" সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 0.7 MB
No. of Pages :- 01
No comments:
Post a Comment