Breaking

Basic Computer Questions and Answers PDF in Bengali || কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর PDF

 Basic Computer Questions and Answers PDF in Bengali || কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর PDF
Basic Computer Questions and Answers PDF in Bengali || কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর PDF

সুপ্রিয় বন্ধুরা,
তোমরা জানো যে এখনকার দিনে কম্পিউটার জানা কতটা জরুরি ? তাই আপনি যদি কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF বা বেসিক কম্পিউটার প্রশ্নোত্তর অনলাইনে খুঁজছেন - তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন । কারন আজকের এই পোস্টে আপনাদের জন্য বেসিক কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর PDF বা কম্পিউটার জেনারেল নলেজ PDF থাকছে । এই PDF টির মধ্যে গুরুত্বপূর্ণ ৫২টি কম্পিউটার MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে । যেগুলি তোমাদের বিভিন্ন চাকরির পরিক্ষায় এসে থাকে। তাই আমরা মনেকরি নীচে দেওয়া পিডিএফ ফাইলটিতে যে সব প্রশ্নউত্তর আছে সেগুলি যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । 

সুতারাং আর সময় নষ্ট না করে নীচ থেকে কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর PDF || Computer Questions and Answers pdf in Bengali ফাইলটি ডাউনলোড করে নাও ।

কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর PDF
▣ কিছু নমুনা প্রশ্ন ও উত্তর : 

01. কম্পিউটারে উইন্ডোজ হলো -
A) এপ্লিকেশন সফটওয়্যার
B) অপারেটিং সিস্টেম 
C) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
D) হার্ডওয়্যার

02. ‘ভাইরাস' হলো এক ধরনের সফটওয়্যার যেটি প্রধানত ধ্বংস করে - 
A) ডাটা 
B) প্রোগ্রাম
C) যন্ত্রাদি
D) হার্ডওয়ার

03. সম্প্রতি আবিষ্কৃত নতুন যন্ত্র ‘আইপ্যাড’ কোন কোম্পানির ?
A) IBM
B) APPLE 
C) TCS
D) HP

04. ‘থিংকপ্যাড' একটি ল্যাপটপ সেটি কোন কোম্পানির সঙ্গে যুক্ত ?
A) HP 
B) TCS
C) ইনফোসিস
D) IBM

05. LOTUS, JAVA, ORACLE - এগুলি কি?
A) কম্পিউটারের নাম 
B) কম্পিউটারের মেমোরি
C) কম্পিউটার হার্ডওয়ার
D) কম্পিউটারের ভাষা 

05. 1 গিগা বাইট = কত ? 
A) 1024 মেগাবাইট
B) 1024 টেরাবাইট 
C) 1024 কিলোবাইট
D) কোনোটিই নয়

06. LCD পুরো নাম কি ?
A) Liquid Cristal Disk
B) Light Cristal Disk
C) Light Cristal Display
D) Liquid Cristal Display 

07. কোন প্রিন্টারের ছাপার কোয়ালিটি সবচেয়ে ভালো ?
A) ডট ম্যাট্রিক্স
B) ইনক জেট
C) থার্মাল
D) লেসার

08. নীচের কোনটি লজিক গেট নয় ?
A) NOT
B) IF 
C) OR
D) AND

09. বর্তমান যুগকে বলা হয় - 
A) শিল্পের যুগ
B) তথ্যের যুগ
C) বাণিজ্যের যুগ
D) কূটনৈতিক যুগ

10. কম্পিউটারের জনক নামে পরিচিত?
A) বিল গেটস
B) ড: হাওয়ার্ড
C) এইচ. আইকেন
D) চালর্স ব্যাবেজ

File Details :-
File Name :- কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর PDF 
File Language :- Bengali
File Size :- 850 KB
No. of Pages :- 06

No comments:

Post a Comment

×close ad