Breaking

বাংলা জিকে PDF 2022 | 500টি জিকে প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge MCQ PDF

বাংলা জিকে PDF 2022 | 500টি জিকে প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge MCQ PDF
বাংলা জিকে PDF 2022 | 500টি জিকে প্রশ্ন ও উত্তর PDF

প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাংলা জিকে PDF 2022 | 500টি জিকে প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge MCQ PDF 2022; এই পিডিএফ টির মধ্যে বাছাই করা ৫০০ টি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া আছে । এই প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে । আপনি যদি জেনারেল নলেজ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তাহলে আমাদের সাইট টিকে ভালো করে দেখুন এবং সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর MCQ খুঁজুন পেয়ে যাবেন ।

সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া পিডিএফ টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিয়ে.. নীচ থেকে সম্পূর্ণ বাংলা জিকে PDF 2022 | 500টি জিকে প্রশ্ন ও উত্তর PDF ফাইল টি বিনামূল্যে সংগ্রহ করে নাও ।

➥ কিছু নমুনা প্রশ্ন উত্তর ঃ 500টি জিকে প্রশ্ন ও উত্তর PDF 

⬤ ওরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক নামে অভিহিত করেন?
উত্তর- শিবাজীকে।

⬤ কাশ্মীরের আকবর নামে কে পরিচিত হন?
উত্তর- জয়নাল আবেদীন।

⬤ কলকাতা মহানগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
উত্তর- জব চার্নক । 

⬤ তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ? 
উত্তর -1191 সালে ।

⬤ মিতাক্ষরা আইন কে রচনা করেন? 
উত্তর- বিজ্ঞানেশ্বর ।

⬤ রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? 
উত্তর- তৃতীয় গোবিন্দ।

⬤ আদিনা মসজিদ কে নির্মান করেন? 
উত্তর-সিকান্দার শাহ ।

⬤ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 
উত্তর- 1857 সালে।

⬤ বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম কি? 
উত্তর- অনুশীলন সমিতি।

⬤ সুভাষচন্দ্র বসু আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের নাম কী রেখেছিলেন ? 
উত্তর- স্বরাজ দ্বীপ ও শহীদ দ্বীপ।

⬤ মাস্টারদা সূর্যসেনের ফাঁসি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 
উত্তর-1934 সালের 12 ই জানুয়ারি।

⬤ সারা ভারত কিষান সভার প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? 
উত্তর- স্বামী দয়ানন্দ সরস্বতী।

⬤ হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?  
উত্তর-1817 সালে।

⬤ কয়েকটি একবীজপত্রী উদ্ভিদের নাম বল
উত্তর- নারকেল সুপারি ।

⬤ একটু মানবদেহের সবথেকে বড় অন্তক্ষরা গ্রন্থি কোনটি? 
উত্তর- থাইরয়েড গ্রন্থি ।

⬤ মানব দেহে জলের পরিমাণ কত শতাংশ ? 
উত্তর- (60 -70) শতাংশ।

⬤ মধুমেয় ডায়াবেটিস রোগ কিসের অভাবে হয়? 
উত্তর- ইনসুলিনের অভাবে।

⬤ অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তর: গণিতশাস্ত্রে।

⬤ দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তর: যেকোনা খেলার কোচদের।

⬤ গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তর: মিউজিক।

⬤ কোন শহরকে ভারতের প্রাসাদ নগরী বলা হয়?
উত্তর: কলকাতা।

⬤ জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কারনাল, হরিয়ানা।

⬤ হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত?
উত্তর: গুলমার্গ, কাশ্মীর।

⬤ মিসাইল ওমেন অফ ইন্ডিয়া নামে কে পরিচিত?
উত্তর: টেসি টমাস।

⬤ মোবাইল ফোনের জনক কে?
উত্তর :-মার্টিন কুপার।

⬤ সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তর :-এলান এমটাজ।

⬤ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতির নাম কি?
উত্তর :-টেলি মেডিসিন

⬤ বিশ্বে ইন্টারনেটর জন্ম হয় কবে?
উত্তর :-১৯৬৯ সালে।
 
⬤ ইন্টারনেটের জনক কে?
উত্তর :-ভিনটন জি কার্ফ।

File Details :-
File Name :- বাংলা জিকে PDF 2022 | 500টি জিকে প্রশ্ন ও উত্তর PDF  
File Language :- Bengali
File Size :- 03 MB
No. of Pages :- 31

No comments:

Post a Comment

×close ad