Breaking

অংক প্র্যাকটিস সেট পর্ব ০২ || গণিত প্র্যাকটিস সেট পর্ব ০২ || Mathematic Practice set PDF in Bengali

অংক প্র্যাকটিস সেট পর্ব ০২ || গণিত প্র্যাকটিস সেট পর্ব ০২ || Mathematic Practice set PDF in Bengali 
অংক প্র্যাকটিস সেট পর্ব ০২ || গণিত প্র্যাকটিস সেট পর্ব ০২
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
       আজ তোমাদের সাথে শেয়ার করবো অংক প্র্যাকটিস সেট পর্ব ০২ || গণিত প্র্যাকটিস সেট পর্ব ০২; যেটিতে গুরুত্বপূর্ণ অংক প্রশ্ন গুলি দেওয়া আছে এবং সঙ্গে উত্তরপত্রও থাকছে | তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন অংক -এর জন্য কতটা বুদ্ধিমত্তার প্রয়োজন তাই এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police | Railway Group D | NTPC | WBCS | WB Police | SSC CGL | CHSL প্রভৃতি  বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন । 

 সুতরাং তাই আর বেশি কথা না বাড়িয়ে...  এই প্র্যাকটিস সেটটি অনুশীলন করতে থাকুন এবং নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে রিজনিং প্র্যাকটিস সেট পিডিএফ টি ডাউনলোড করুন । 

⬤ অংক প্র্যাকটিস সেট পর্ব ০২ ⬤

01. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 55, 127 এবং 175 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকবে ?
ⓐ 25
ⓑ 24     
ⓒ 26
ⓓ 27

02. দুটি সংখ্যার অনুপাত 3 : 4 ; সংখ্যা দুটির গসাগু 4 হলে, লসাগু কত হবে ?
ⓐ 45
ⓑ 48     
ⓒ 51
ⓓ 54

03. 2A = 3B = 4C হলে, A : B : C এর মান কত ?
ⓐ 6 : 4 : 3     
ⓑ 2 : 3 : 4
ⓒ 4 : 3 : 2
ⓓ 6 : 2 : 3

 04. একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 6 ভাগশেষ থাকে ?
ⓐ 450
ⓑ 480
ⓒ 510     
ⓓ 540

05. একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে, 50 পয়সার সংখ্যা কত ?
ⓐ 160
ⓑ 120     
ⓒ 119
ⓓ 150

06. কোন ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত 2 : 3 : 4 । যদি মোট 18000 টাকা লাভ হয়, তবে মধ্যম বন্ধু কত টাকা পাবেন ?
ⓐ 3000 টাকা
ⓑ 4000 টাকা
ⓒ 5000 টাকা
ⓓ 6000 টাকা     

07. দুটি ট্রেন একই দিকে 50 কিমি/ঘন্টা এবং 30 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে । 2 ঘন্টা 30 মিনিট পর ট্রেন দুটির দূরত্ব কত থাকবে ?
ⓐ 40 কিমি
ⓑ 50 কিমি     
ⓒ 60 কিমি
ⓓ 70 কিমি

08. দুটি সংখ্যার অনুপাত হল 7 : 9 এবং তাদের বিয়োগফল 6, সংখ্যা দুটি কত ?
ⓐ 27, 21
ⓑ 54, 25
ⓒ 91, 97
ⓓ 21, 27     

09. সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে 2205 কে গুন করলে একটি পূর্ণবর্গ রাশি হবে ?
ⓐ 3
ⓑ 5     
ⓒ 12
ⓓ 7

10. দুইজন শ্রমিকের মজুরির অনুপাত 5 : 6 ; যদি প্রথম জন দ্বিতীয় শ্রমিকের চেয়ে 11 টাকা কম পায় তবে তাদের মোট মজুরি কত ?
ⓐ 212 টাকা
ⓑ 144 টাকা
ⓒ 221 টাকা
ⓓ 121 টাকা

সম্পুূর্ণ সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- অংক প্র্যাকটিস সেট 02 PDF
File Language :- Bengali
File Size :-  560 KB
No. of Pages :- 03

No comments:

Post a Comment

×close ad