Breaking

বিভিন্ন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম PDF || ভারতে বিভিন্ন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম PDF

বিভিন্ন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম PDF || ভারতে বিভিন্ন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম PDF
 ভারতে বিভিন্ন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করছি ভারতে বিভিন্ন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম PDF । এই টপিক টি থেকে বিভিন্ন চাকরির পরিক্ষায় প্রায়ই প্রশ্ন আসে । তাই আপনাদের জন্য আজকে বিভিন্ন পণ্য ও সেই পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম তার তালিকা নিয়ে এসেছি । 

সুতরাং আর সময় অপচয় না করে বিভিন্ন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম PDF তালিকাটি অফলাইনে পড়ার জন্য নীচের লিংক থেকে ডাউনলোড করে নাও ।    
বিভিন্ন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম PDF
পণ্যের নাম রাজ্য
ধান পশ্চিমবঙ্গ
পাট পশ্চিমবঙ্গ
আনারস পশ্চিমবঙ্গ
চা অসম
দুধ উত্তরপ্রদেশ
গম উত্তরপ্রদেশ
আখ উত্তরপ্রদেশ
চিনি উত্তরপ্রদেশ
আম উত্তরপ্রদেশ
আলু উত্তরপ্রদেশ
তরমুজ উত্তরপ্রদেশ
তুলা গুজরাট
আপেল জম্মু ও কাশ্মীর
কাজুবাদাম জম্মু ও কাশ্মীর
আঙুর মহারাষ্ট্র
কমলালেবু মহারাষ্ট্র
নারকেল তামিলনাড়ু
ম্যাগনেসিয়াম তামিলনাড়ু
কফি কর্ণাটক
সোনা কর্ণাটক
তামাক অন্ধ্রপ্রদেশ
অভ্র অন্ধ্রপ্রদেশ
ইউরেনিয়াম অন্ধ্রপ্রদেশ
তৈলবীজ মধ্যপ্রদেশ
তামা মধ্যপ্রদেশ
চুনাপাথর মধ্যপ্রদেশ
হীরা মধ্যপ্রদেশ
ভুট্টা মধ্যপ্রদেশ
ডাল মধ্যপ্রদেশ
মিলেট রাজস্থান
রূপা রাজস্থান
কয়লা ঝাড়খণ্ড
রবার কেরালা
টিন ছত্তিশগড়
লোহা ওড়িশা
ম্যাঙ্গানিজ ওড়িশা
বক্সাইট ওড়িশা
অ্যালুমিনিয়াম ওড়িশা

তালিকাটির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : ভারতে বিভিন্ন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম PDF
Language : Bengali
Size : 450 kb 
No. of Pages : 03

No comments:

Post a Comment

×close ad