GNM Nursing 2022 Syllabus in Bengali PDF | GNM ANM Nursing 2022 Syllabus in Bengali PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBJEE Nursing Syllabus 2022 in Bengali PDF টি শেয়ার করলাম, যেটির মধ্যে GNM ও ANM নার্সিং পরীক্ষার সিলেবাসটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। যার মাধ্যমে তোমরা এই পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারবে।
GNM ও ANM Nursing 2022 পরীক্ষায় মোট ১০০ টি প্রশ্ন থাকবে এবং ১১৫ নম্বরের পরিক্ষা হবে । সকল প্রশ্ন মাল্টিপল চয়েস প্রশ্ন হবে । প্রত্যেক প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর থাকবে । পরীক্ষার জন্য ১ ঘন্টা ৩০ মিনিট সময় দেওয়া হবে । প্রশ্ন ইংরেজি ও বাংলা উভয় ভাষায় হবে । শুধুমাত্র ইংরেজি ব্যাকরণ এবং লজিক্যাল রিজনিং এর প্রশ্নগুলি ইংরেজিতে হবে ।
সুতরাং সময় নষ্ট না করে জি এন এম ও আর এন এম নার্সিং সিলেবাসটি দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে সিলেবাসটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও, যাতে করে তোমরা অফলাইনেও এটা পড়তে পারো।
GNM Nursing 2022 Syllabus in Bengali PDF
বিষয় | নম্বর |
---|---|
জীবন বিজ্ঞান | 50 |
ভৌত বিজ্ঞান | 25 |
ইংরাজি ব্যাকরণ | 15 |
গণিত | 10 |
সাধারণ জ্ঞান | 10 |
রিজনিং | 5 |
মোট | 115 |
◭ GNM ANM Nursing সিলেবাসটির কিছু নমুনা :
◭ জীবন বিজ্ঞান
◭ ভৌত বিজ্ঞান
◭ GNM ANM Nursing 2022 Syllabus in Bengali :: গণিত
● সংখ্যাতত্ত্ব
● দশমিক
● লসাগু ও গসাগু
● ভগ্নাংশ
● সরলীকরণ
● অনুপাত ও সমানুপাত
◭ GNM ANM Nursing 2022 Syllabus in Bengali :: ইংরাজি ব্যাকরণ
● Article
● Spelling test
● On word Substitution
● Prepositions
● Subject-verb Agreement
● Active voice and passive voice
● Narration Change
◭ GNM ANM Nursing 2022 Syllabus in Bengali :: সাধারণ জ্ঞান
● কলা, সাহিত্য ও সংস্কৃতি
● সাধারণ জ্ঞান
● ভারতের ইতিহাস
● ভারতের অর্থনীতি
● ভারতীয় সংবিধান
● ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল
● খেলাধূলা সম্পর্কে
● পরিবেশ বিজ্ঞান
◭ GNM ANM Nursing 2022 Syllabus in Bengali :: রিজনিং
● ভেন ডায়াগ্রাম
● কোডিং এবং ডিকোডিং
● যুক্তি
● সংখ্যা সিরিজ
● নন ভারবাল সিরিজ
● বর্ণমালা সিরিজ
● সিদ্ধান্ত গ্রহণ
◭ এখানে PDF টির সমস্ত কিছু দেওয়া হল না । সমস্ত কিছু পেতে হলে নীচের PDF টি ডাউনলোড করুন ।
File Details :-
File Name :- GNM ANM Nursing 2022 Syllabus in Bengali PDF
File Language :- Bengali
File Size :- 0.5 MB
No. of Pages :- 03
আগের পর্ব ঃ
Thank you
ReplyDeleteTq
ReplyDelete