Breaking

Abgari Constable Main 2022 Question Paper PDF || WBP Excise Constable Main Question Paper PDF 2022

Abgari Constable Main 2022 Question Paper PDF || WBP Excise Constable Main Question Paper PDF
Abgari Constable Main 2022 Question Paper PDF
সুপ্রিয় বন্ধুরা, 
আজ তোমাদের সাথে শেয়ার করছি Abgari Constable Main 2022 Question Paper PDF || WBP Excise Constable Main Question Paper PDF 2022 । যেটির মধ্যে এবছর অনুষ্ঠিত হওয়া আবগারি কনস্টেবল মেন পরিক্ষার প্রশ্ন পত্র দেওয়া আছে। এই পিডিএফ টির মাধ্যমে আগত আবগারি কনস্টেবল মেন পরিক্ষা সমন্ধে সঠিক ও স্বচ্ছ ধারনা লাভ করতে পারবে । 

সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে এখনি আবগারি কনস্টেবল মেন পরিক্ষার প্রশ্নপত্র ২০২২ PDF টি ডাউনলোড করুন ।

প্রশ্ন পত্রটির  কিছু নমুনা প্রশ্ন উত্তর

ভারতবর্ষের প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন ?
ⓐ ফরাসিরা 
ⓑ পর্তুগিজরা ●▣
ⓒ ব্রিটিশরা 
ⓓ ওলন্দাজরা 

নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসের সমৃদ্ধ 
ⓐ ট্রপোস্ফিয়ার
ⓑ মেসোস্ফিয়ার
ⓒ স্ট্রাটোস্ফিয়ার ●▣
ⓓ আয়নোস্ফিয়ার

নিম্নোক্ত কোন নদীতে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয় ?
ⓐ মহানদী ●▣
ⓑ কৃষ্ণা 
ⓒ গোদাবরী 
ⓓ কাবেরী 

রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?
ⓐ টেনিস
ⓑ গলফ ●▣
ⓒ ব্যাডমিন্টন 
ⓓ পোলো

কোন পাল সম্রাট বিক্রমশীলা মহাবিহার (বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠা করেন ?
ⓐ রামপাল
ⓑ কুমার পাল
ⓒ গোপাল
ⓓ ধর্মপাল ●▣

সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উসেইন বোল্ট কোন দেশের অধিবাসী ?
ⓐ নাইজেরিয়া
ⓑ কেনিয়া
ⓒ আমেরিকা যুক্তরাষ্ট্র
ⓓ জামাইকা ●▣

নিম্নলিখিতদের মধ্যে কে স্বত্ববিলোপ নীতি প্রণয়ন করেন ? 
ⓐ লর্ড ক্যানিংহাম
ⓑ লর্ড ডালহৌসি ●▣
ⓒ লর্ড ক্যানিং 
ⓓ লর্ড মাউন্টব্যাটেন 

ভারতবর্ষের কোন রাজ্যকে ‘ঈশ্বরের নিজের দেশ’ বলা হয় ?
ⓐ তেলেঙ্গানা
ⓑ কর্ণাটক
ⓒ রাজস্থান
ⓓ কেরালা ●▣

গোলকুণ্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত ?
ⓐ কর্ণাটক
ⓑ তেলেঙ্গানা ●▣
ⓒ রাজস্থান
ⓓ কেরালা 

দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
ⓐ হাইড্রোমিটার 
ⓑ স্ট্যালাগমোমিটার
ⓒ থার্মোমিটার
ⓓ ল্যাক্টমিটার ●▣

মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
ⓐ ধেবর ●▣ (not sure)
ⓑ চিল্কা 
ⓒ চেম্বারাম বক্কম
ⓓ ডাল 

নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়সার থেকে ভয় কে বোঝানো হয় ?
ⓐ অ্যাক্রফোবিয়া 
ⓑ অ্যারাকনোফোবিয়া ●▣
ⓒ ক্লসট্রোফোবিয়া 
ⓓ হোদোফোবিয়া 

“Teaory of Relativity” এর প্রবক্তা কে ?
ⓐ গ্যালিলিও গ্যালিলি 
ⓑ আর্কিমিডিস
ⓒ স্যার আইজ্যাক নিউটন 
ⓓ অ্যালবার্ট আইনস্টাইন ●▣

ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয় ?
ⓐ অরুণাচল প্রদেশ
ⓑ মিজোরাম
ⓒ মনিপুর
ⓓ নাগাল্যান্ড ●▣

অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ?
ⓐ যমুনা
ⓑ গোমতী 
ⓒ গঙ্গা 
ⓓ সূর্য ●▣

সম্পুূর্ণ সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- Abgari Constable Main 2022 Question Paper PDF 
File Language :- Bengali
File Size :-  06 MB
No. of Pages :- 23

No comments:

Post a Comment

×close ad