Breaking

Abgari Constable Main 2022 Question Paper Answer key PDF || Excise Constable Main Question Paper Answer key PDF 2022

Abgari Constable Main 2022 Question Paper Answer key PDF || Excise Constable Main Question Paper Answer key PDF 2022
Abgari Constable Main 2022 Question Paper Answer key PDF 
সুপ্রিয় বন্ধুরা, 
আজ তোমাদের সাথে শেয়ার করছি Abgari Constable Main 2022 Question Paper Answer key PDF || Excise Constable Main GK Question Paper Answer key PDF 2022 । যেটির মধ্যে এবছর অনুষ্ঠিত হওয়া আবগারি কনস্টেবল মেন পরিক্ষার প্রশ্নপত্র থেকে ৩০ টি জিকে প্রশ্ন দেওয়া আছে। এই পিডিএফ টির মাধ্যমে আগত আবগারি কনস্টেবল মেন পরিক্ষা সমন্ধে সঠিক ও স্বচ্ছ ধারনা লাভ করতে পারবে । 

সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে এখনি আবগারি কনস্টেবল মেন পরিক্ষার জিকে উত্তর পত্র ২০২২ PDF টি ডাউনলোড করুন ।
জিকে প্রশ্ন উত্তর ২০২২

01. 1907 সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে?
ⓐ  নাগপুর
ⓑ  মাদ্রাজ
ⓒ  কলকাতা
ⓓ  সুরাট
উত্তর : ⓓ  সুরাট

02. মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে?
ⓐ  অগ্ন্যাশয়
ⓑ  ত্বক
ⓒ  অন্ত্র
ⓓ  যকৃৎ
উত্তর : ⓓ  যকৃৎ

03. 'Theory of Relativity'-র প্রবর্তক  কে?
ⓐ  আালবার্ট আইনটাইন
ⓑ  গ্যালিলিও গ্যালেলি
ⓒ  কমডিস
ⓓ  স্যার আইজ্যাক নিউটন
উত্তর : ⓐ  আালবার্ট আইনটাইন

04. সম্প্রতি কোন ভারতীয় টুইটার (Twitter)-এর CEO নির্বাচিত হয়েছেন?
ⓐ  পরগ দুরে
ⓑ  পরাগ আগরওয়াল
ⓒ  সুন্দর পেচায়
ⓓ  চিরাগ আগরওয়াল
উত্তর : ⓑ  পরাগ আগরওয়াল

05. কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
ⓐ  1953
ⓑ  1954
ⓒ  1952
ⓓ  1951
উত্তর : ⓓ  1951

06. নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়?
ⓐ  কাবেরী
ⓑ  মহানদী
ⓒ  কৃষ্ণা
ⓓ  গোদাবরী
উত্তর : ⓑ  মহানদী

07. নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল?
ⓐ  খানুয়ার প্রথম যুদ্ধ
ⓑ  পানিপথের দ্বিতীয় যুদ্ধ
ⓒ  তরাইনের তৃতীয় যুদ্ধ
ⓓ  পানিপথের প্রথম যুদ্ধ
উত্তর : ⓓ  পানিপথের প্রথম যুদ্ধ

08. নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?
ⓐ  বিষ্ণুবর্ধন
ⓑ  প্রথম কীর্তিবর্মন
ⓒ  দ্বিতীয় পুলকেশী
ⓓ  প্রথম পুলকেশী
উত্তর : ⓓ  প্রথম পুলকেশী

09. গোলকুণ্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত?
ⓐ  কেরালা
ⓑ  কর্ণাটক
ⓒ  তেলেঙ্গানা
ⓓ  রাজস্থানউত্তর : ⓒ  তেলেঙ্গানা

10. ভারতবর্ষে কোন রাজ্য আর উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? 
ⓐ  পাঞ্জাব
ⓑ  বিহার
ⓒ  তামিলনাড়ু
ⓓ  উত্তরপ্রদেশ
উত্তর : ⓓ  উত্তরপ্রদেশ

11. ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন?
ⓐ  ওলন্দাজরা
ⓑ  ফরাসিরা
ⓒ  পর্তুগিজরা
ⓓ  ব্রিটিশরা
উত্তর : ⓒ  পর্তুগিজরা

12. নিম্নলিখিতের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ 
ⓐ  ডাল
ⓑ  ধেবর
ⓒ  চিল্কা
ⓓ  চেম্বারামবক্কম
উত্তর : ⓑ  ধেবর

13. ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত 'হর্নবিল' উৎসব পালিত হয়?
ⓐ  নাগাল্যান্ড
ⓑ  অরুণাচল প্রদেশ 
ⓒ  মিজোরাম
ⓓ  মণিপুর
উত্তর : ⓐ  নাগাল্যান্ড

14. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত
ⓐ  সরয়ূ
ⓑ  যমুনা 
ⓒ  গোমতী
ⓓ  গঙ্গা
উত্তর : ⓐ  সরয়ূ

15. ভারতবর্ষে নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে Standard Meridian' বলা হয় ?
ⓐ  82° 30' পূর্ব
ⓑ  84°30' পূর্ব
ⓒ  86°30' পূর্ব
ⓓ  80° 30' পূর্ব
উত্তর : ⓐ  82° 30' পূর্ব

16. কোষের শক্তিঘর কাকে বলা হয়?
ⓐ  প্লাস্টিড
ⓑ  মাইটোকনড্রিয়া
ⓒ  সেন্ট্রোজোম
ⓓ  গল্‌গিবড়ি
উত্তর : ⓑ  মাইটোকনড্রিয়া

17. সংবিধানের কোন ধারায় (Article) অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে?
ⓐ  Article 17
ⓑ  Article 18
ⓒ  Article 16
ⓓ  Article 15
উত্তর : ⓐ  Article 17

18. কোন পাল সম্রাট বিক্রমশীলা মহাবিহার (বিশ্ববিদ্যালয়)প্রতিষ্ঠা করেন?
ⓐ  ধর্মপাল
ⓑ  রামপাল
ⓒ  কুমারপাল
ⓓ  গোপাল
উত্তর : ⓐ  ধর্মপাল

19. আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত?
ⓐ  সাভানা
ⓑ  পম্পাস
ⓒ  স্টেপ্
ⓓ  প্রেইরী
উত্তর : ⓐ  সাভানা

20. নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ
ⓐ  আয়োনোস্ফিয়ার
ⓑ  টুপোস্ফিয়ার
ⓒ  মেসোস্ফিয়ার
ⓓ  স্ট্রাটোস্ফিয়ার
উত্তর : ⓓ  স্ট্রাটোস্ফিয়ার

21. দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
ⓐ  ল্যাক্টোমিটার
ⓑ  হাইড্রোমিটার
ⓒ  স্ট্যালাগমোমিটার
ⓓ  থার্মোমিটার
উত্তর : ⓐ  ল্যাক্টোমিটার

22. নিম্নলিখিতদের মধ্যে কে ‘স্বত্ববিলোপ'  প্রণয়ন করেন?
ⓐ  লর্ড মাউন্টব্যাটেন
ⓑ  লর্ড ক্যানিংহাম
ⓒ  লর্ড ডালহৌসি
ⓓ  লর্ড ক্যানিং
উত্তর : ⓒ  লর্ড ডালহৌসি

23. সাংসদ উন্নয়ন তহবিল (MPLAD) থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সাংসদকে প্রতিবছর কত টাকা দেওয়া হয়?
ⓐ  5 কোটি
ⓑ  10 কোটি
ⓒ  2 কোটি
ⓓ  1 কোটি
উত্তর : ⓐ  5 কোটি

24. ‘হর্ষচরিত’ কে রচনা করেন?
ⓐ  কলহন
ⓑ  হর্ষবর্ধন
ⓒ  বাণভট্ট
ⓓ  শূদ্রক
উত্তর : ⓒ  বাণভট্ট

25. বৌদ্ধধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়?
ⓐ  বজ্রযান
ⓑ  প্রয়াণ
ⓒ  মহাযান
ⓓ  হীনযান
উত্তর : ⓓ  হীনযান

26. ‘রাইডার কাপ’ (Ryder Cup) কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
ⓐ  ব্যাডমিন্টন
ⓑ  টেনিস
ⓒ  গল্ফ
ⓓ  পোলো
উত্তর : ⓒ  গল্ফ

27. সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উসেইন বোল্ট কোন দেশের অধিবাসী?
ⓐ  জামাইকা
ⓑ  নাইজেরিয়া
ⓒ  কেনিয়া
ⓓ  আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর : ⓐ  জামাইকা

28. নিম্নলিখিতের মধ্যে কে 'Father of the Indian Unrest' 
 
বলে অভিহিত হন?
ⓐ  লালা লাজপত রাই
ⓑ  ভ্যালেন্টাইন চিরোল 
ⓒ  দাদাভাই নওরোজি
ⓓ  বাল গঙ্গাধর তিলক
উত্তর : ⓓ  বাল গঙ্গাধর তিলক

29. নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়সার থেকে ভয়কে বোঝানো হয়?
ⓐ  হোডোফোবিয়া
ⓑ  অ্যাক্রোফোবিয়া
ⓒ  অ্যারাকনোফোবিয়া
ⓓ  কসট্রোফোবিয়া
উত্তর : ⓒ  অ্যারাকনোফোবিয়া

30. ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ' (God's Own Country) বলা হয়?
ⓐ  কেরালা
ⓑ  তেলেঙ্গানা
ⓒ  কর্ণাটক
ⓓ  রাজস্থান
উত্তর : ⓐ  কেরালা 

সম্পুূর্ণ পিডিএফ টি নীচে দেওয়া আছে ।
File Details :-
File Name :- Abgari Constable Main 2022 Question Paper GK Answer Key PDF 
File Language :- Bengali
File Size :-  01 MB
No. of Pages :- 04

No comments:

Post a Comment

×close ad