Breaking

পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF - Nick names of different cities in West Bengal

পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF - Nick names of different cities in West Bengal
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF
সুপ্রিয়া বন্ধুরা, 
আজ আপনাদের সাথে শেয়ার করছি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের উপনাম তালিকা || পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা PDF ; তোমরা জানো যে এই টপিক টি থেকে বিগত পরিক্ষায় বারং বারং প্রশ্ন এসেছে । আর তাই আজকের পোস্টে তোমাদের জন্য থাকছে - পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF; এই PDF টির মধ্যে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর বা জায়গার নাম ও তাদের উপনামের একটি সুন্দর সাজানো তালিকা পাবে । যেগুলি তোমাদের আগত পরিক্ষার জন্য খুবই উপযোগী । 

সুতরাং আর সময় নষ্ট না করে নীচে থাকা ডাউনলোড বাটান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF টি ডাউনলোড করে নিন । 
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF 
শহর উপনাম
কলকাতা পূর্ব ভারতের প্রবেশদ্বার
কলকাতা আনন্দের শহর
কলকাতা ফুটবলের মক্কা
কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী
কলকাতা প্রাসাদ নগরী
কলকাতা মিছিল নগরী
শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার
দার্জিলিং পাহাড়ের রাণী
দুর্গাপুর ভারতের রূঢ়
শিলিগুড়ি ডুয়ার্সের প্রবেশদ্বার
হাওড়া ভারতের গ্লাসগো
হাওড়া ভারতের শেফিল্ড
আসানসোল কালো হীরের স্থান
কালিম্পং অর্কিডের শহর
ঝাড়গ্রাম অরণ্যের সুন্দরী
নবদ্বীপ বাংলার অক্সফোর্ড
মুর্শিদাবাদ নবাবের শহর
বর্ধমান পশ্চিমবঙ্গের ধানের গোলা
মালদহ আমের শহর
পুরুলিয়া মানভূম সিটি
শ্রীরামপুর ফেড্রিক নগর
কার্সিয়াং সাদা অর্কিডের দেশ
রাণীগঞ্জ কয়লার শহর
সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF
File Language :- Bengali
File Size :-  0.3 MB
No. of Pages :- 02

No comments:

Post a Comment

×close ad