Breaking

বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা PDF Free Download

বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা PDF Free Download
বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা PDF Free Download
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করবো 'বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা PDF' । যেটির মাধ্যমে তোমরা জানতে পারবে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় । এই টপিক টি থেকে বিভিন্ন পরিক্ষায় প্রায়ই প্রশ্ন আসে । যেমন - রাতকানা কোন ভিটামিনের অভাবে হয় ? বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় ? ইত্যাদি - 

সুতরাং আর সময় অপচয় না করে 'বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা PDF' টি ডাউনলোড করে নাও । 
সমস্ত ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা

ভিটামিন ও খনিজ অভাবজনিত রোগ
ভিটামিন A রাতকানা, ফ্রিনোডার্, কেরাটোম্যালেসিয়া
ভিটামিন B1 বেরিবের
ভিটামিন B2 স্টোমাটাইটিস
ভিটামিন B3 পেলেগ্রা
ভিটামিন B6 নিউরোপ্যাথ
ভিটামিন B7 ডার্মাটাইটিস ও এন্টেরিস
ভিটামিন B12 অ্যানিমিয়া বা রক্তাল্পতা
ভিটামিন C স্কার্ভি
ভিটামিন D রিকেট, অষ্টিও ম্যালেসিয়া
ভিটামিন E বন্ধ্যাত্ব
ভিটামিন H দাঁত ও অস্থির গঠন ব্যাহত
ভিটামিন K রক্তক্ষরণ
ভিটামিন M ফলিক অ্যাসিড
আয়োডিন গলগন্ড
ফ্লুরাইড দাঁতের ক্ষয়
আয়রন রক্তাল্পতা
ক্যালসিয়াম হাড় ও দাঁতের দুর্বলতা
ফসফরাস শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত

কিছু নমুনা প্রশ্ন ঃ 

⬕ ভিটামিন E এর অভাবে কোন রোগ হবে ?
উ:- বন্ধ্যাত্ব

⬕ বেরিবের রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
উ:- ভিটামিন B1।

স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়  ?
উ:- ভিটামিন C ।

⬕ পেলেগ্রা রোগটি কোন ভিটামিনের অভাবে হয় ?
উ:- ভিটামিন B3 । 

⬕ কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয় ?
উ:- ভিটামিন B12 ।

⬕ কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয় ?
উ:- আয়োডিন । 

⬕ কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয় ? 
উ:- আয়রন । 

File Details :-
File Name :- বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা PDF  
File Language :- Bengali
File Size :- 250 KB
No. of Pages :- 01

No comments:

Post a Comment

×close ad