রিজনিং MCQ প্রশ্ন উত্তর PDF | Reasoning Practice set PDF in bengali | রিজনিং প্র্যাকটিস সেট 03 PDF
রিজনিং প্রশ্ন উত্তর PDF | Reasoning Practice set PDF in bengali |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ তোমাদের সাথে শেয়ার করবো Reasoning Practice set PDF in bengali | রিজনিং প্র্যাকটিস সেট পর্ব 03 যেটিতে গুরুত্বপূর্ণ রিজনিং প্রশ্ন গুলি দেওয়া আছে এবং সঙ্গে উত্তরপত্রও থাকছে | তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন Reasoning & GI -এর জন্য কতটা বুদ্ধিমত্তার প্রয়োজন তাই এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police | Railway Group D | NTPC | WBCS | WB Police | SSC CGL | CHSL প্রভৃতি বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন ।
সুতরাং তাই আর বেশি কথা না বাড়িয়ে... এই প্র্যাকটিস সেটটি অনুশীলন করতে থাকুন এবং নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে রিজনিং প্র্যাকটিস সেট পিডিএফ টি ডাউনলোড করুন ।
01. যদি ROSE = 6821, CHAIR = 73456 এবং PREACH = 961473 হয়, তবে SEARCH = ?
ⓐ 214673
ⓑ 467351
ⓒ 732146
ⓓ 216473
02. ইংরেজি বর্ণমালার J এর বামদিকের তৃতীয় বর্ণের ডানদিকের পঞ্চদশতম বর্ণ কোনটি ?
ⓐ Y
ⓑ T
ⓒ V
ⓓ W
03. নীচের কোন শব্দটির মধ্যে ইংরেজির পাঁচটি Vowel ই আছে ?
ⓐ Educational
ⓑ Institution
ⓒ Geography
ⓓ Government
04. A হলো B এর পিতা । C হলো B এর স্ত্রী । D হলো C এর ছেলে । তবে D, A এর সঙ্গে সম্পর্ক কি হবে ?
ⓐ নাতি
ⓑ নাতনি
ⓒ ভাইপো
ⓓ ভাইঝি
05. প্রতিমা এবং রিমা হলেন শ্যামের দুজন স্ত্রী । রিতা হলো রিমার সৎ মেয়ে। প্রতিমার সাথে রিতার সম্পর্ক কি?
ⓐ কন্যা
ⓑ কাকিমা
ⓒ বোন
ⓓ মা
06. 30 জন ছাত্রীর একটি শ্রেণীকক্ষে অনিতার ক্রম উপরের দিক থেকে 16 তম। তবে নীচের দিক থেকে তার ক্রম কত হবে ?
ⓐ 12 তম
ⓑ 15 তম
ⓒ 14 তম
ⓓ 18 তম
07. নিরক্ষরতা : শিক্ষা : : বন্যা : ?
ⓐ বৃষ্টি
ⓑ বাঁধ
ⓒ নদী
ⓓ সেতু
08. 8, 6, 9, 23, 87, ?
ⓐ 134
ⓑ 228
ⓒ 356
ⓓ 429
09. FAG, GAF, HAI, IAH, _
ⓐ HAL
ⓑ HAK
ⓒ JAK
ⓓ KAJ
10. বেমানান শব্দ চিহ্নিত করুন :
ⓐ কমলা
ⓑ আপেল
ⓒ লেবু
ⓓ আমন্ড
সম্পুূর্ণ সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- রিজনিং প্র্যাকটিস সেট 03 PDF
File Language :- Bengali
File Size :- 0.5 MB
No. of Pages :- 02
No comments:
Post a Comment