রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF Free Download |
সুপ্রিয় বন্ধুরা,
রেলওয়ে গ্রুপ ডি পরিক্ষার প্রস্তুতিকে আরও সঠিকভাবে প্রস্তুত করার জন্য তোমাদের সাথে শেয়ার করছি, রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF 2022 ; এই পিডিএফ টির মধ্যে তোমরা রেলওয়ের সিলেবাস ভিত্তিক পঞ্চাশটি প্রশ্ন পাবে - যেগুলি আগত রেলওয়ে গ্রুপ ডি পরিক্ষার জন্য খুবই উপযোগী । এই রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF টি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিজের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তোল।
সুতরাং আর সময় নষ্ট না করে নীচ থেকে রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF টি Download করে নাও ।
রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট 01 PDF in Bengali
1. 'বর্তমান ভারত' কে রচনা করেন?
ⓐ রামমোহন রায়
ⓑ অরবিন্দ ঘোষ
ⓒ স্বামী বিবেকানন্দ*
ⓓ বিদ্যাসাগর
02. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন?
ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓑ সুভাষচন্দ্র বসু*
ⓒ ফজলুল হক
ⓓ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
03. 38 তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে?
ⓐ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া*
ⓑ ইরাক ও ইরান
ⓒ ইংল্যান্ড ও ফ্রান্স
ⓓ নামিবিয়া ও অ্যাঙ্গোলা
04. কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ⓐ 1876 খ্রিস্টাব্দে*
ⓑ 1875 খ্রিস্টাব্দে
ⓒ 1888 খ্রিস্টাব্দে
ⓓ 1890 খ্রিস্টাব্দে
05. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
ⓐ প্লেটো
ⓑ অ্যারিস্টটল*
ⓒ মার্কস
ⓓ গ্রিন
06. ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে?
ⓐ শ্রীমতী রমা দেবী*
ⓑ শ্রীমতী কিরন দেবী
ⓒ শ্রীমতী ফতেমা বিবি
ⓓ এর কোনোটিই নয়
07. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
ⓐ জাকির হোসেন
ⓑ ভি ভি গিরি
ⓒ গোপাল স্বরূপ পাঠক
ⓓ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ*
08. ভারতের দুধের বালতি বলা হয়-
ⓐ পশ্চিমবঙ্গকে
ⓑ হরিয়ানাকে*
ⓒ মেঘালয়কে
ⓓ কেরলকে
09. 'জনগণমন'- কে ভারতের জাতীয় সংগীত হিসেবে গণ্য করা হয়-
ⓐ 24 জানুয়ারি,1950*
ⓑ 11 মার্চ,1950
ⓒ 15 আগস্ট,1947
ⓓ 14 আগস্ট, 1948
10. বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত?
ⓐ ত্রিবেণী
ⓑ নবদ্বীপ*
ⓒ তাম্রলিপ্ত
ⓓ মেদিনীপুর
11. চিনের প্রাচীর কে নির্মাণ করেন?
ⓐ কনফুসিয়াস
ⓑ চিনের রাজা কিন শি হুয়াং*
ⓒ নেবুকাদনেজার
ⓓ চীনের রাজা চাও কুয়াং ইন
12.'Art of Living'- এর প্রবক্তা কে?
ⓐ মহাঋষি মহেশ যোগী
ⓑ শ্রী শ্রী রবিশঙ্কর*
ⓒ স্বামী অভয়ানন্দ
ⓓ ভগবান রজনীশ
13. এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়-
ⓐ অন্ধ্রপ্রদেশকে*
ⓑ কেরলকে
ⓒ দিল্লিকে
ⓓ মেঘালয়কে
14.SAARC-এর 'C'-এর অর্থ কী?
ⓐ কমিটি
ⓑ কমনওয়েলথ
ⓒ কনফারেন্স
ⓓ কো- অপারেশন*
15. হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন-
ⓐ গীতা মুখার্জি
ⓑ লীলা শেঠ*
ⓒ রানী জেঠমালিনী
ⓓ ফাতিমা বিবি
16. কত খ্রিস্টাব্দে প্রথম ডাকটিকিট চালু হয়?
ⓐ 1852*
ⓑ 1854
ⓒ 1872
ⓓ 1836
17. বায়ুমন্ডলের অস্তিত্ব না থাকলে, আকাশের বর্ণ হত-
ⓐ কালো*
ⓑ সাদা
ⓒ নীল
ⓓ লাল
18. ক্যামেরায় ব্যবহৃত হয়-
ⓐ উত্তল লেন্স*
ⓑ অবতল লেন্স
ⓒ বেলনাকার লেন্স
ⓓ কোনোটিই নয়
19. ত্বরণের একক হল-
ⓐ মিটার/ সেকেন্ড
ⓑ মিটার. সেকেন্ড
ⓒ মিটার/সেকেন্ড²*
ⓓ কোনোটিই নয়
20. ক্ষমতার একক হল-
ⓐ ওয়াট/সেকেন্ড
ⓑ জুল
ⓒ কিলোজুল
ⓓ ওয়াট*
21. অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে?
ⓐ নিউটন*
ⓑ ডালটন
ⓒ রাদারফোর্ড
ⓓ টমাস এডিসন
22. বিভবপ্রভেদ পরিমাপক যন্ত্রটি হল-
ⓐ প্রোটনশিওমিটার
ⓑ অ্যামিটার
ⓒ ভোল্টমিটার*
ⓓ গ্যালভানোমিটার
23 বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কীসের তৈরি?
ⓐ টাংস্টেন*
ⓑ গ্রাফাইট
ⓒ প্ল্যাটিনাম
ⓓ তামা
24. বর্ণালি সৃষ্টির কারণ আলোর-
ⓐ বিচ্ছুরণ*
ⓑ প্রতিফলন
ⓒ প্রতিসরণ
ⓓ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
25. নিচের কোনটিকে 'আত্মঘাতী থলি' বলা হয়?
ⓐ গলগিবডি
ⓑ ক্রিস্টা
ⓒ লাইসোজোম*
ⓓ লাই বোজোম
26. সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিডকে কি বলা হয়?
ⓐ ক্লোরোপ্লাস্ট*
ⓑ ক্রোমোপ্লাস্ট
ⓒ লিউকোপ্লাস্ট
ⓓ কোমোপ্লাস্ট
27. হিল বিকারক কাকে বলা হয়?
ⓐ NADP*
ⓑ PGA
ⓒ RuBP
ⓓ NADPH
28. বংশগতিবিদ্যার জনক কে?
ⓐ মেন্ডেল
ⓑ মেন্ডেলিভ
ⓒ ল্যামার্ক*
ⓓ বেনেডেন
29. 'জীববিদ্যার নিউটন' কাকে বলে?
ⓐ স্লেইডন
ⓑ লিনিয়াস
ⓒ ল্যামার্ক
ⓓ ডারউইন*
30. হৃদপিন্ডের আবরণকে কি বলা হয়?
ⓐ পেরিকার্ডিয়াম*
ⓑ প্লাসেন্টা
ⓒ রেটিকুলাম
ⓓ কোনোটিই নয়
31. 225 ও 226 এর বর্গের পার্থক্য কত ?
ⓐ 451 *
ⓑ 51
ⓒ 1
ⓓ কোনোটিই নয়
32. 3টি সংখ্যার গড় 30 । যদি একটি চতুর্থ সংখ্যা যোগ করা হয়, তবে চারটি সংখ্যার গড় হয় 40 । চতুর্থ সংখ্যাটি কত ?
ⓐ 40
ⓑ 50
ⓒ 60
ⓓ 70 *
33. একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে । যদি 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সে মোট কত টাকা আছে ?
ⓐ 170
ⓑ 180
ⓒ 168 *
ⓓ 186
34. জলের সঙ্গে কি অনুপাতে দুধ মিশ্রিত করে ক্রয়মূল্যেই বিক্রয় করলে 20% লাভ হবে ?
ⓐ 1:4
ⓑ 4:1
ⓒ 1:5 *
ⓓ 5:1
35. যদি সন্দীপের আয়ের 35% হয় 17500 টাকা, তবে তার আয়ের পরিমাণ কত ?
ⓐ 25000
ⓑ 35000
ⓒ 45000
ⓓ 50000 *
36. একটি ঘড়ির ধার্য মূল্য 160 টাকা । এক ব্যক্তি ঘড়িটি 122.40 টাকায় ক্রয় করার সময় দুটি পৃথক ছাড় পায় । প্রথম ছাড়ের হার 10% হলে, দ্বিতীয় ছাড় কত হবে ?
ⓐ 15% *
ⓑ 7.5%
ⓒ 10%
ⓓ 14%
37. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 10 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের 4 গুন ছিল । তবে পুত্রের বর্তমান বয়স কত হবে ?
ⓐ 14
ⓑ 16
ⓒ 18 *
ⓓ 20
38. তিন বন্ধু যথাক্রমে 2000 টাকা, 2500 টাকা ও 1000 টাকা বিনিয়োগে একটি ব্যবসা শুরু করে । 770 টাকা মুনাফা হলে, তৃতীয় বন্ধু কত টাকা পাবে ?
ⓐ 125
ⓑ 130
ⓒ 140 *
ⓓ 150
39. 1600 টাকার উপর 2 বছর 4 মাসের সুদের পরিমাণ 252 টাকা হলে, বার্ষিক সুদের হার কত ?
ⓐ 6%
ⓑ 6.5% *
ⓒ 7.5%
ⓓ 6.7%
40. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছর পর সুদের পরিমাণ 331 টাকা হলে, আসল এর পরিমাণ কত ?
ⓐ 850 টাকা
ⓑ 950 টাকা
ⓒ 1000 টাকা *
ⓓ 1050 টাকা
41. বেমানান টি নির্বাচন করুন ।
ⓐ টাইফয়েড
ⓑ কলেরা
ⓒ প্লেগ
ⓓ এইডস *
42. ACEG : BDFH : : ? : ?
ⓐ PRTV : QSUW *
ⓑ TVUH : MOQT
ⓒ BDFG : CEGJ
ⓓ DEFG : HIJK
43. Sheep : Lamb : : Butterfly : ?
ⓐ Cub
ⓑ Moth
ⓒ Pup
ⓓ Caterpillar *
44. অক্সিজেন : দহন : : কার্বন-ডাই-অক্সাইড : ?
ⓐ বিস্ফোরণ
ⓑ নির্গত
ⓒ নির্বাপণ *
ⓓ ফোম
45. সন্দীপ উত্তর দিকে 10 কিমি হাঁটল । এরপর দক্ষিণ দিকে 6 কিমি গেল । এরপর আবার পূর্বদিকে 3 কিমি গেল । এখন সে প্রারম্ভিক অবস্থান থেকে কোনদিক এবং কত দুরত্বে আছে ?
ⓐ 5 কিমি পশ্চিমে
ⓑ 5 কিমি উত্তর-পূর্বে *
ⓒ 7 কিমি দক্ষিণ-পশ্চিমে
ⓓ 7 কিমি পূর্বে
46. যদি BEAT কথাটিকে সাংকেতিক ভাষায় YVZG লেখা হয় তবে MILD কথাটিকে কি লেখা হবে ?
ⓐ ONWR
ⓑ NROW *
ⓒ ONRW
ⓓ NOWR
47. একটি ছবি দেখিয়ে রানা বললো, ‘তার বাবা আমার মায়ের একমাত্র সন্তান।’ ছবিটা কার ?
ⓐ রানার ভাই
ⓑ রানার বাবা
ⓒ রানার ছেলে *
ⓓ রানার নিজের
48. যদি 20-2=20, 25-4=50, 30-8=120 হয়, তাহলে 24-6= ?
ⓐ 72 *
ⓑ 76
ⓒ 90
ⓓ 86
49. চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত সংখ্যা যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে ?
ⓐ 44
ⓑ 48
ⓒ 78
ⓓ 132 *
50. প্রথম আলো : সুনীল গঙ্গোপাধ্যায় :: পার্থিব : ?
ⓐ রমাপদ চৌধুরী
ⓑ শীর্ষেন্দু মুখোপাধ্যায় *
ⓒ বিমল কর
ⓓ নীরেন্দ্রনাথ চক্রবর্তী
"রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট টি" নীচের পিডিএফে দেওয়া আছে।
File Details :-
File Name :- রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF Free Download
File Language :- Bengali
File Size :- 0.8 MB
No. of Pages :- 06
আগের পর্ব ঃ
No comments:
Post a Comment