GK Library Part - 06 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের আবারও নিয়ে এলাম গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্নোত্তর । এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে । তাই আর সময় নষ্ট না করে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও ।
GK Library Part - 06 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022
প্রশ্ন : সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর : প্রমথ চৌধুরী ।
প্রশ্ন : কনিষ্কের রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন ?
উত্তর : অশ্বঘোষ ।
প্রশ্ন : বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর : ওয়াশিংটন ডিসি ।
প্রশ্ন : ডালহৌসি শৈলশহর কোথায় অবস্থিত ?
উত্তর : হিমাচল প্রদেশ ।
প্রশ্ন : শশাঙ্কের রাজধানীর নাম কি ?
উত্তর : কর্ণসুবর্ণ ।
প্রশ্ন : নাথুলা গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : সিকিম ।
প্রশ্ন : ভারতের প্রথম আইন কর্মকর্তা কে ?
উত্তর : ভারতের এটর্নি জেনারেল ।
প্রশ্ন : নিউট্রন কথাটি কে প্রবর্তন করেন ?
উত্তর : স্যাডউইক ।
প্রশ্ন : সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর : গৌতমীপুত্র সাতকর্ণী ।
প্রশ্ন : অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : শচীন্দ্র প্রসাদ বসু ।
No comments:
Post a Comment