GK Library Part - 05 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022
GK Library Part - 05 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের আবারও নিয়ে এলাম গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্নোত্তর । এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে । তাই আর সময় নষ্ট না করে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও ।
GK Library Part - 05 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022
প্রশ্ন : আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : রাজা রামমোহন রায়।
প্রশ্ন : কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৯১৩ খ্রিঃ।
প্রশ্ন : থাইরক্সিনের গঠনগত উপাদান কোনটি ?
উত্তর : আয়োডিন।
প্রশ্ন : পঞ্চতন্ত্রের রচয়িতা কে ছিলেন ?
উত্তর : বিষ্ণু শর্মা।
প্রশ্ন : আফ্রিকার সর্ববৃহৎ মরুভূমির নাম কি ?
উত্তর : সাহারা।
প্রশ্ন : আমার সংগ্রাম গ্রন্থটি কার লেখা ?
উত্তর : হিটলার ।
প্রশ্ন : পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর : সান্দাকাফু।
প্রশ্ন : দশকুমার চরিত গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : দণ্ডিন।
প্রশ্ন : চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর : রাজেন্দ্র চোল।
প্রশ্ন : 14 দফা দাবি কে পেশ করেন ?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।
No comments:
Post a Comment