Breaking

GK Library Part - 04 | জেনারেল প্রশ্ন ও উত্তর 2022

GK Library Part - 04 | জেনারেল প্রশ্ন ও উত্তর 2022
GK Library Part - 04 | জেনারেল প্রশ্ন ও উত্তর 2022
সুপ্রিয় বন্ধুরা, 
আজকে তোমাদের আবারও নিয়ে এলাম গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্নোত্তর । এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে । তাই আর সময় নষ্ট না করে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও । 

GK Library Part - 04 | জেনারেল প্রশ্ন ও উত্তর 2022

প্রশ্ন : “The Discovery of india” বইটির লেখক কে ? 
উত্তর : জওহরলাল নেহেরু ।

প্রশ্ন : কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল ? 
উত্তর : 1984 সালে ।

প্রশ্ন : বিভবপ্রভেদ পরিমাপক যন্ত্রটির নাম কি ? 
উত্তর : ভোল্ট মিটার ।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ? 
উত্তর : ড. প্রফুল্ল চন্দ্র ঘোষ ।

প্রশ্ন : মনিপুর কে “ভারতের মণি” কে বলতেন ? 
উত্তর : জওহরলাল নেহেরু ।

প্রশ্ন : ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে ? 
উত্তর : নাইট্রোজেন ।

প্রশ্ন : ভারতের কোন রাজ্য কে "দুধের বালতি" বলা হয় ? 
উত্তর : হরিয়ানা কে ।

প্রশ্ন : কোনটিকে “আত্মঘাতী থলি” বলা হয় ? 
উত্তর : লাইসোজোম ।

প্রশ্ন : ইসরায়েলের গোয়েন্দা বাহিনী কি নামে পরিচিত ? 
উত্তর : মোসাদ ।

প্রশ্ন : তুরস্কের জনক নামে কে অভিহিত হন ? 
উত্তর : মুস্তফা কামাল আতাতুর্ক

আগের পর্ব ঃ

No comments:

Post a Comment

×close ad