Breaking

GK Library Part - 03 | জেনারেল প্রশ্ন ও উত্তর 2022

GK Library Part - 03 | জেনারেল প্রশ্ন ও উত্তর 2022
GK Library Part - 03 | জেনারেল প্রশ্ন ও উত্তর 2022

সুপ্রিয় বন্ধুরা, 
আজকে তোমাদের আবারও নিয়ে এলাম গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্নোত্তর । এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে । তাই আর সময় নষ্ট না করে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও । 

GK Library Part - 03 | জেনারেল প্রশ্ন ও উত্তর 2022
প্রশ্ন : “আকবর নামা” কে লিখেছিলেন ? 
উত্তর - আবুল ফজল।

প্রশ্ন : নীচের কোনটি আত্মঘাতী থলি হিসেবে পরিচিত ? 
উত্তর - লাইসোজোম।

 প্রশ্ন : “কাশ্মীরের আকবর” কাকে বলা হয় ? 
উত্তর -জয়নাল আবেদিন কে।

প্রশ্ন : ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?
উত্তর - শিবসমুদ্রম।

প্রশ্ন : কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর - রাজা রামমোহন রায়।

প্রশ্ন : অর্থশাস্ত্রের রচিয়তা কে ছিলেন ?
উত্তর - কৌটিল্য।

প্রশ্ন : কে পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন ?
উত্তর - ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 

প্রশ্ন : কে সুদামা গুহা নির্মাণ করেন ?
উত্তর - সম্রাট অশোক।

প্রশ্ন : ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর - গোপালকৃষ্ণ গোখলে ।

প্রশ্ন : মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণআন্দোলন কোনটি ?
উত্তর - অসহযোগ আন্দোলন।

আগের পর্ব ঃ

No comments:

Post a Comment

×close ad