Breaking

GK Library Part - 02 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022

GK Library Part - 02 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022
GK Library Part - 02 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022
সুপ্রিয় বন্ধুরা, 
আজকে তোমাদের আবারও নিয়ে এলাম গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্নোত্তর । এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে । তাই আর সময় নষ্ট না করে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও । 

 GK Library Part - 02 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022
প্রশ্ন : ক্যালকুলাস কে আবিষ্কার করেন ? 
উত্তর - নিউটন । 

প্রশ্ন : ‘নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন’ কত সালে জারি করা হয় ?
উত্তর - 1876 সালে । 

প্রশ্ন : ভিটামিন E এর রাসায়নিক নাম কি ?
উত্তর - টোকোফেরল ।

প্রশ্ন : প্রতি মিনিটে হৃদপিণ্ডের স্বাভাবিক স্পন্দন হলো 
উত্তর - 72 বার । 

প্রশ্ন : কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে ছিলেন ?
উত্তর - চিত্তরঞ্জন দাশ ।

প্রশ্ন : বেঙ্গলি পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ? 
উত্তর - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।

প্রশ্ন : নানা সাহেবের আসল নাম কি ছিল ?
উত্তর - ধুন্ধু পন্থ ।

প্রশ্ন : মানবদেহের কোনটিকে কোশের শক্তিঘর বলে ? 
উত্তর - মাইটোকন্ড্রিয়া ।

প্রশ্ন : কংসাবতী নদীর অপর নাম কি ?
উত্তর - কাসাই নদী ।

প্রশ্ন : ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ?
উত্তর - অন্ধ্রপ্রদেশ ।

আগের পর্ব ঃ

No comments:

Post a Comment

×close ad