GK Library Part - 01 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022
GK Library Part - 01 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সাথে শেয়ার করছি গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্নোত্তর । এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে । তাই আর সময় নষ্ট না করে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও ।
GK Library Part - 01 | সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022
প্রশ্ন : তহকিক ই হিন্দ বইটি কার লেখা ?
উত্তর - অলবিরুনি ।
প্রশ্ন : কোন নদী ত্রাসের নদী নামে খ্যাত ?
উত্তর - তিস্তা নদী ।
প্রশ্ন : সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর - প্রথম চৌধুরী
প্রশ্ন : অগ্নিবীনা কাব্যটি কে রচনা করেন ?
উত্তর - নজরুল ইসলাম ।
প্রশ্ন : কোথায় ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা হয়েছিল ?
উত্তর - মহারাষ্ট্রে ।
প্রশ্ন : সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন প্রকৃতির ?
উত্তর - ক্ষারীয় ।
প্রশ্ন : “রূপসী বাংলা” কাব্যগ্রন্থ টি কার লেখা ?
উত্তর - জীবনানন্দ দাশ ।
প্রশ্ন : বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাসের পরিমাণ রয়েছে ?
উত্তর - নাইট্রোজেন ।
প্রশ্ন : কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
উত্তর - জয়নাল আবেদীন ।
প্রশ্ন : কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর - ওয়ারেন হেস্টিংস ।
No comments:
Post a Comment