Breaking

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল প্রশ্ন উত্তর MCQ PDF | Geography Questions Answer in Bengali

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল প্রশ্ন উত্তর MCQ PDF | Geography Questions Answer in Bengali
পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল প্রশ্ন উত্তর MCQ PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল প্রশ্ন উত্তর MCQ PDF | Geography Questions Answer in Bengali ; এই পিডিএফ টির মধ্যে বাছাই করা 50 টি MCQ ভূগোল প্রশ্ন উত্তর দেওয়া আছে । এই প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে । আপনি যদি দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তাহলে আমাদের সাইট টিকে ভালো করে দেখুন তাহলেই দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর MCQ খুঁজুন পেয়ে যাবেন ।

সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া পিডিএফ টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিয়ে.. নীচ থেকে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল প্রশ্ন উত্তর MCQ PDF | Geography Questions Answer in Bengali পিডিএফ ফাইল টি বিনামূল্যে সংগ্রহ করে নাও ।

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল প্রশ্ন উত্তর MCQ PDF

01. "থর মরুভূমির প্রবেশদ্বার" কোন শহরকে বলা হয়?
A] জয়সলমীর
B] জয়পুর
C] যোধপুর 
D] প্রতাপগড়

02. ভারতের কোন রাজ্যে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ সবথেকে কম?
A] রাজস্থান
B] হরিয়ানা 
C] মধ্যপ্রদেশ
D] কোনোটিই নয়

03. পশ্চিমবঙ্গের জাতীয় জলজ প্রাণী কোনটি?
A] চিতল হরিণ
B] মেছো বিড়াল
C] শুশুক 
D] বাঘ

03. কোন ধরনের ঘূর্ণিঝড়ের কোনো চক্ষু থাকে না?
A] ক্রান্তীয়
B] উপক্রান্তীয়
C] নাতিশীতোষ্ণ
D] ক্রান্তীয় ও উপক্রান্তীয় 

04. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত?
A] 40 K.M
B] 42 K.M
C] 43 K.M 
D] 47 K.M

05. মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?
A] ব্রহ্মপুত্র নদীতে, আসামে 
B] গঙ্গা নদীতে, বিহারে
C] কাবেরী নদীতে, কর্নাটকে
D] মহানন্দা নদীতে, পশ্চিমবঙ্গে

06. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
A] মেসোস্ফিয়ার 
B] স্ট্রাটোস্ফিয়ার
C] ট্রপোস্ফিয়ার
D] কোনোটিই নয়

07. ভারতের কোথায় জাফরানের চাষ হয় ?
A] ডুন সমভূমি
B] চম্বল উপত্যকা
C] কারেওয়া টেরেস 
D] ডুয়ার্স সমভূমি

08. ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?
A] তারাপুর 
B] ট্রম্বে
C] কলপক্কম
D] নারোরা

09. পিচাভারাম ম্যানগ্রোভ অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
A] তামিলনাড়ু 
B] ওড়িশা
C] কর্ণাটক
D] কেরল

10. ডাউন্স তৃণভূমি নিম্নের কোথায় অবস্থিত ?
A] নিউজিল্যান্ড
B] অস্ট্রেলিয়া 
C] হাঙ্গেরি
D] দক্ষিণ আফ্রিকা

11. দেবী অহল্যাবাঈ হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর টি কোথায় অবস্থিত ?
A] কোঝিকোড়
B] নাগপুর
C] ম্যাঙ্গালোর
D] ইন্দোর 

12. কোয়ার্টজাইট হল ____ শিলার রূপান্তরিত রূপ ?
A] বেলেপাথর 
B] চুনাপাথর
C] স্লেট
D] কাদাপাথর

13. ফোবোস ও ডিমোস - নিম্নের কোন গ্রহের উপগ্রহ ?
A] শুক্র
B] বৃহস্পতি
C] শনি
D] মঙ্গল 

14. তুঙ্গভদ্রা অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
A] তামিলনাড়ু
B] অন্ধ্রপ্রদেশ
C] কর্ণাটক 
D] গুজরাট

15. ভারতের উচ্চতম বাঁধ টি হলো ?
A] হিরাকুদ
B] কল্লানাই
C] তেহরি 
D] উপরের কোনটি নয়

16. দুধসাগর জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত ?
A] মান্ডবী 
B] ভৈরবী
C] নর্মদা
D] বারাহি

17. পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটির নাম কি
A] জোপরা
B গেওমালি
C] বানপুর
D] চোপড়া 

18. ভিতরকণিকা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত ?
A] পশ্চিমবঙ্গ
B] ঝাড়খন্ড
C] আসাম
D] উড়িষ্যা 

19. লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত ?
A] নিমজ্জিত পর্বত
B] প্রবাল 
C] লবণাক্ত জলাভূমি
D] মৃত আগ্নেয়গিরি

20. কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে ?
A] বিহার
B] উত্তরপ্রদেশ
C] মহারাষ্ট্র
D] মধ্যপ্রদেশ 

21. "নেভেলি" খনিতে কি ধরনের কয়লা পাওয়া যায়?
A] অ্যানথ্রাসাইট
B] বিটুমিনাস
C] লিগনাইট 
D] পিট

22. নিম্নের কোনটি পূর্ববাহিনী নদী ?
A] মহানদী 
B] নর্মদা
C] তাপি
D] সবরমতী
23. মালাবার অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
A] ওড়িশা
B] কেরল 
C] গুজরাট
D] বিহার

24. উত্তর প্রদেশের আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
A] যমুনা 
B] গঙ্গা
C] গোমতী
D] অলকানন্দা

25. গিবসন মরুভূমি নিম্নের কোথায় অবস্থিত ?
A] অস্ট্রেলিয়া 
B] মঙ্গোলিয়া
C] চীন
D] মেক্সিকো

26. নিম্নে দেওয়া বিকল্প গুলির মধ্যে উচ্চতা অনুযায়ী কোনটি উচ্চতম ?
A] কিলিমাঞ্জারো
B] ম্যাককিনলে
C] অ্যাকোনকাগুয়া 
D] ভিনসন ম্যাসিফ

27. নিম্নের কোন নদীটি বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে?
A] লুনি
B] মাহি 
C] কৃষ্ণা
D] কাবেরী

28. ঘনমণ্ডলে প্রতি 1 কিমি উচ্চতায় বায়ুর উষ্ণতা কত কমে যায় ?
A] 5.6°
B] 6.4° 
C] 4°
D] 4.8°

29. সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি ?
A] সিরিয়াস
B] ডগ স্টার
C] প্রক্সিমা সেন্টাউরি 
D] উপরের কোনটি নয়

30. চম্বল নদীটি কোন নদীর উপনদী ?
A] গঙ্গা
B] ব্রহ্মপুত্র
C] সিন্ধু
D] যমুনা 

31. নিম্নের কোন গ্রহের বায়ুমণ্ডলে 95% CO2 বর্তমান ?
A] বুধ
B] পৃথিবী
C] শুক্র 
D] মঙ্গল

32. গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
A] সোয়ান
B] মিসিসিপি
C] টাইবার
D] ক্লাইড 

33. নিম্নের কোনটি কে খুবই নিকৃষ্ট মানের কয়লা বলা হয় ?
A] এনথ্রাসাইট
B] লিগনাইট
C] পিট 
D] বিটুমিনাস

34. কোশি পরিকল্পনা টি কোন রাজ্যে অবস্থিত ?
A] বিহার 
B] পশ্চিমবঙ্গ
C] ঝাড়খন্ড
D] পাঞ্জাব

35. ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি :
A] কন্যাকুমারী
B] ইন্দিরা পয়েন্ট 
C] ধনুষ্কটি
D] কোনোটিই নয়

36. পৃথিবীর কোন তৃণভূমি কে "Wheat Basket" বলা হয়?
A] প্রেইরি 
B] সাভানা
C] পম্পাস
D] কোনটিই নয়

37. ভারতের কোন রাজ্যে কোনও বিমানবন্দর নেই ?
A] অরুণাচল প্রদেশ
B] মেঘালয় 
C] সিকিম
D] ত্রিপুরা

38. কোন নদীর তীরে "শিকাগো" শহরটি অবস্থিত?
A] সুপিরিয়র
B] মিচিগান 
C] পুরন
D] ঈরি

39. কোন উপকূলের বালুকণায় মোনাজাইট পাওয়া যায় ?
A] মালাবার উপকূলে 
B] রত্নগিরি উপকূলের
C] করমন্ডল উপকূলে
D] কোনোটিই নয়

40. কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত ?
A] শোন
B] যমুনা
C] চম্বল 
D] লুনি

41. বরাউনি তেল শোধনাগার নিম্নের কোথায় অবস্থিত ?
A] উত্তর প্রদেশ
B] বিহার 
C] রাজস্থান
D] গুজরাট

42. পৃথিবীর বৃহত্তম লবনাক্ত হ্রদ টি হল ?
A] সুপিরিয়র
B] বৈকাল
C] টিটিকাকা
D] কাস্পিয়ান সাগর 

43. ক্ষেত্রফল অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হলো ?
A] চীন
B] কানাডা 
C] রাশিয়া
D] ব্রাজিল

44. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
A] অসম
B] মেঘালয় 
C] উত্তরাখন্ড
D] তামিলনাড়ু

45. পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে বকখালী পর্যন্ত বিস্তৃত রয়েছে কোন জাতীয় সড়ক ?
A] NH 12 
B] NH 31
C] NH 13
D] NH 19

46. সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ হল ?
A] 1013 মিলিবার 
B] 973 মিলিবার
C] 2013 মিলিবার
D] 1524 মিলিবার

47. নিম্নের কোন বায়ুটি উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয় ?
A] লু
B] ফন
C] পাম্পেরো
D] চিনুক 

48. বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
A] পাঞ্জাব
B] হরিয়ানা
C] দিল্লী 
D] উত্তর প্রদেশ

49. ভাবা এটমিক রিসার্চ সেন্টার কবে প্রতিষ্ঠালাভ করে ?
A] 1971
B] 1965
C] 1954 
D] 1951

50. বাফিন আইল্যান্ড নিম্নের কোন মহাসাগরের বুকে অবস্থিত ?
A] ভারত মহাসাগর
B] সুমেরু মহাসাগর 
C] আটলান্টিক মহাসাগর
D] প্রশান্ত মহাসাগর

"ভূগোল MCQ প্রশ্ন উত্তর" সম্পুূর্ণ পিডিএফে দেওয়া আছে।
File Details :-
File Name :- পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF | ভূগোল প্রশ্ন উত্তর MCQ PDF
File Language :- Bengali
File Size :-  0.8 MB
No. of Pages :- 05




No comments:

Post a Comment

×close ad