বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF | বিশ্বের বিভিন্ন স্ট্যাচু তালিকা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করবো 'বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF | বিশ্বের বিভিন্ন স্ট্যাচু তালিকা PDF'। যেটির মাধ্যমে তোমরা বিশ্বের বিখ্যাত স্ট্যাচুর নাম, উচ্চতা ও তার অবস্থান সম্পর্কিত তথ্য জানতে পারবে । এই টপিক টি থেকে বিভিন্ন পরিক্ষায় সাধারণ জ্ঞান এর অংশ হিসেবে প্রায়ই প্রশ্ন আসে । যেমন - স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত ? স্ট্যাচু অফ ফ্রিডম এর উচ্চতা কত ? ইত্যাদি
সুতরাং আর সময় অপচয় না করে 'বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF | বিশ্বের বিভিন্ন স্ট্যাচু তালিকা PDF' টি ডাউনলোড করে নাও ।
বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF
স্ট্যাচু | উচ্চতা | দেশ |
---|---|---|
স্ট্যাচু অফ ইউনিটি | ১৮২ মিটার | ভারত |
বুদ্ধা ডরডেনমা | ৫৪ মিটার | ভুটান |
কৈলাশনাথ মহাদেব স্ট্যাচু | ৪৪ মিটার | নেপাল |
গোয়ান উইন | ১০৮ মিটার | চীন |
লেশন জায়েন্ট বুদ্ধা | ৭১ মিটার | চীন |
স্টাচু অফ লিবার্টি | ৯৩ মিটার | আমেরিকা |
স্প্রিং টেম্পল বুদ্ধা | ১২৮ মিটার | চীন |
গ্রেট স্ফিংস অফ গিজা | ২০ মিটার | মিশর |
পিটার দ্য গ্রেট | ৯৮ মিটার | রাশিয়া |
দ্য মাদারল্যান্ড কলস | ৮৫ মিটার | রাশিয়া |
অগাস্টাস অফ প্রিমা পোর্তা | ২০.৮ মিটার | ইতালি |
স্ট্যাচু অফ ফ্রিডম | ৮৮ মিটার | যুক্তরাষ্ট্র |
স্ট্যাচু অফ হিউম্যানিটি | ৯৮ মিটার | তুর্কি |
ক্রাইস্ট দ্য রিডিমার | ৩৮ মিটার | ব্রাজিল |
তিয়ান তান বুদ্ধ | ৩৪ মিটার | হংকং |
দাই ক্যানন | ৮৮ মিটার | জাপান |
দ্য থিংকার | ২০ ফুট | ফ্রান্স |
ডেভিড স্টাচু | ৫.১৭ মিটার | ইতালি |
উসহিকু দাইবুতসু | ১১০ মিটার | জাপান |
গ্রেট বুদ্ধা | ৯২ মিটার | থাইল্যান্ড |
মোআই | ৬৯ ফুট | ইস্টার আইল্যান্ড |
কলোসো ডে রোডাস | ৩৩ মিটার | গ্রীস |
মনুমেন্ট টু লা পাজ | ৪৭ মিটার | ভেনেজুয়েলা |
এঞ্জেল অফ দ্য নর্থ | ২০ মিটার | ইংল্যান্ড |
ম্যান্নেকেন পিস | ২৪ ইঞ্চি | বেলজিয়াম |
ভেনাস ডে মিলো | ২.০৭ মিটার | ফ্রান্স |
লিটল মারমেড | ১.২৫ মিটার | ডেনমার্ক |
টেরেস অফ দ্য লাওন | *** | গ্রীস |
File Details :-
File Name :- বিশ্বের বিভিন্ন স্ট্যাচু তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 250 KB
No. of Pages :- 03
No comments:
Post a Comment