Breaking

ভারতীয় সংবিধান ছোটো প্রশ্ন || ভারতীয় সংবিধান জি কে PDF || সংবিধান প্রশ্ন ও উত্তর PDF 2022

ভারতীয় সংবিধান ছোটো প্রশ্ন || ভারতীয় সংবিধান জি কে PDF || সংবিধান প্রশ্ন ও উত্তর PDF 2022
ভারতীয় সংবিধান ছোটো প্রশ্ন || ভারতীয় সংবিধান জি কে PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে তোমাদের জন্যে রইলো ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF । এই পিডিএফ টিতে মোট 67 টি গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধান ছোটো প্রশ্ন ও উত্তর পাবে। আর তোমরা সকলে জানো যে বর্তমানে ভারতীয় সংবিধান থেকে সমস্ত পরিক্ষায় প্রশ্ন আসে । তাই এই সংবিধান জি কে PDF টি তোমাদের সমস্ত রকম কম্পেটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে ভীষণ সাহায্য করবে। এবং তোমাদের সাহাজ্যে আজকের এই পোস্টের নীচে ভারতীয় সংবিধান জিকে কুইজ থাকবে । 

সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে সংবিধান প্রশ্ন ও উত্তর PDF 2022 |  Indian Constitution Question Answer in Bengali PDF টি ডাউনলোড করে নাও।

সংবিধান প্রশ্ন ও উত্তর PDF 2022
প্রশ্ন : গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে ছিল ?
উত্তর : 1950 সালের 24 শে জানুয়ারি ।

প্রশ্ন : কত তারিখে ভারতীয় নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে ?
উত্তর : 25 শে জানুয়ারি ।

প্রশ্ন : ভারতবর্ষে রাষ্ট্র ব্যবস্থা কি ধরনের ?
উত্তর : আধা-যুক্তরাষ্ট্রীয় ।

প্রশ্ন : জিরো আওয়ার কী ?
উত্তর : যে সময়ে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় ।

প্রশ্ন : অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে ?
উত্তর : গুয়াহাটি ।

প্রশ্ন : লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন ?
উত্তর : প্রধানমন্ত্রী ।

প্রশ্ন : ভারতীয় সংবিধানের ধারা এবং তফসিল রয়েছে | 
উত্তর : 448 টি ধারা, 12 টি তফসিল ।

প্রশ্ন : ভারতের শাসনব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয় ?
উত্তর : সংসদ ।

প্রশ্ন : সংবিধানের অষ্টম তফসিলের আলোচ্য বিষয় হল -
উত্তর : আঞ্চলিক ভাষা সমূহ । 

প্রশ্ন : জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা হল -
উত্তর : 3 জন ।

প্রশ্ন :  ফকেটিং  কোন্ দেশের কেন্দ্রীয় আইনসভা ? 
উত্তর : ডেনমার্ক ।
প্রশ্ন : পঞ্চায়েত সমিতি গঠিত হয় কোন স্তরে ? 
উত্তর : ব্লক  স্তরে ।

প্রশ্ন : কোন রাজ্য ভোটারের সংখ্যা সর্বাধিক ?
উত্তর : উত্তরপ্রদেশে ।

প্রশ্ন : রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে ?
উত্তর : রাজ‍্যপাল । 

 প্রশ্ন : মন্ত্রিসভা তার  কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে ?
উত্তর : লোকসভা ।

প্রশ্ন : ভারতীয় সংবিধানের মোট কত প্রকারের জরুরি অবস্থার উল্লেখ রয়েছে ?
উত্তর : তিন । 

প্রশ্ন : সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্নতন আদালতকে নিয়ে সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয় ?
উত্তর : প্রোহিবিশন ।

প্রশ্ন :  নির্দেশমূলক নীতি সমূহের  ধারণাটি কোন্ দেশ থেকে গৃহীত হয়েছে ?
উত্তর : আয়ারল্যান্ড ।

প্রশ্ন : বলবন্ত রাই মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েতে ব্যবস্থায় যে যে স্তর থাকে, সেগুলি  হল -
উত্তর : গ্রাম, ব্লক ও জেলা ।

প্রশ্ন : সরকারের বিভিন্ন দফতরে কাজ অনুমোদন করে কে / কারা  ?
উত্তর : বিধানসভার সদস্যরা ।

প্রশ্ন : ডেমোক্সেসি শব্দটি কোন্ ভাষা থেকে উদ্ভূত  ?
উত্তর : গ্রিক ।

প্রশ্ন :  ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়  -
উত্তর : 1950 সালে ।

প্রশ্ন : ভারতীয় সংবিধান কী রূপে বর্ণনা করা হয়?
উত্তর : পৃথিবীর বৃহত্তম  লিখিত সংবিধান ।

প্রশ্ন : বছরের নিম্নতম কত বার সংসদ অধিবেশন হয়  ?
উত্তর : দুই ।

প্রশ্ন : পঞ্চায়েতে এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে - 
উত্তর : রাজ‍্য নির্বাচন কমিশন ।

প্রশ্ন : ভারতীয় বিচারব্যবস্থা শীর্ষে কে  রয়েছে ?
উত্তর : সুপ্রিমকোর্ট । 

প্রশ্ন : প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয় ?
উত্তর : 1951 সালে ।

প্রশ্ন : ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন - 
উত্তর : অ‍্যাটর্নি  জেনারেল ।

প্রশ্ন : রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন -
উত্তর : রাজ্যপাল ।

প্রশ্ন : রাজ‍্যসভার যে - কোনো সদস‍্যের কার্যকাল হল - 
উত্তর : 6 বছর ।

প্রশ্ন : রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য কে মনোনীত করতে পারেন ?
উত্তর : 12 জন ।
সমস্ত প্রশ্নোত্তর গুলো পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF 03
File Language :- Bengali
File Size :-  505 KB
No. of Pages :- 03

No comments:

Post a Comment

×close ad