Breaking

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022 MCQ || WBP GK MCQ 2022 || সাধারণ জ্ঞান MCQ 2021

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022 MCQ PDF || WBP GK MCQ 2022 || সাধারণ জ্ঞান MCQ 2021 PDF
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022 MCQ
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর : General Knowledge in Bengali PDF 2022; এই পিডিএফ টির মধ্যে বাছাই করা 50 টি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া আছে । এই প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে । আপনি যদি সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তাহলে আমাদের সাইট টিকে ভালো করে দেখুন এবং সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর MCQ খুঁজুন পেয়ে যাবেন ।

সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া পিডিএফ টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিয়ে.. নীচ থেকে সম্পূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022 MCQ পিডিএফ ফাইল টি বিনামূল্যে সংগ্রহ করে নাও ।

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর MCQ 2022 
01. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ক) অক্ষয় কুমার দত্ত þ
খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
ঘ) বারীন্দ্র কুমার ঘোষ

02. নিম্নলিখিত কোন ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয় ?
ক) খেলাধুলার দক্ষতা
খ) খেলাধুলার উৎসাহ গ্রহণ
গ) খেলাধুলার আয়োজন
ঘ) খেলাধুলার প্রশিক্ষণ þ

03. গান্ধীজিকে “মিকি মাউস” আখ্যা কে দেন ?
ক) মাতঙ্গিনী হাজরা 
খ) সরোজিনী নাইডু þ
গ) বিজয় লক্ষী পন্ডিত
ঘ) সুচেতা কৃপালিনী

04. শব্দের তীব্রতা পরিমাপের একক কি ?
ক) এম্পিয়ার
খ) ডেসিবেল þ
গ) রেডিয়ান
ঘ) ওহম

05. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় ?
ক) তরল হাইড্রোজেন þ
খ) পেট্রোল
গ) ডিজেল
ঘ) তরল অক্সিজেন

06. “Citizen and Society” – বইটির লেখক কে ?
ক) মোহাম্মদ হামিদ আনসারি þ
খ) ওরাহন পামুক
গ) মহম্মদ ইউনুস
ঘ) নীরদ সি চৌধুরী

07. কোন মুঘল সম্রাট তাঁর রাজত্বকালে নৃত্য ও সংগীত নিষিদ্ধ করেছিলেন ?
ক) জাহাঙ্গির
খ) ঔরঙ্গজেব þ
গ) বাবর
ঘ) বাবর

08. নিম্নের কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে ?
ক) জিংক অক্সাইড
খ) নাইট্রিক অক্সাইড
গ) কার্বন মনো অক্সাইড
ঘ) সালফার ডাই অক্সাইড þ

09. দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন ?
ক) বেগম রোকেয়া
খ) ঔরঙ্গজেব
গ) হামিদা বানু বেগম þ
ঘ) গুলবেদন বেগম

10. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি বা বঙ্গীয় ইঙ্গ-ভারত সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ক) 1838 সালের 11 জুলাই
খ) 1843 সালের 20 এপ্রিল þ
গ) 1855 সালের 24 জানুয়ারী
ঘ) 1895 সালের 28 নভেম্বর

11. হিউয়েন সাঙ কার শাসনকালে ভারতে আসেন ?
ক) হর্ষবর্ধন þ
খ) কণিষ্ক
গ) চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ) অশোক

12. বেঙ্গল স্কুলের প্রবর্তন কে করেছিলেন ?
ক) নন্দলাল বসু
খ) কালীপ্রসন্ন সিংহ
গ) অবনীন্দ্রনাথ ঠাকুর þ
ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

13. খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয় ?
ক) বেরবেরি
খ) দুর্বল দাঁত þ
গ) গলগন্ড
ঘ) অ্যাসকেরিয়াসিস

14. To Live or Not Live - বইটির লেখক কে ?
ক) নীরদ সি চৌধুরী þ
খ) উপমুন্য চ্যাটার্জী
গ) অমর্ত্য সেন
ঘ) অমিতাভ ঘোষ

15. IBRD -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) জেনেভা
খ) ওয়াশিংটন þ
গ) ওসলো
ঘ) ব্রাসেলস

16. ঝাঁসির রাণী লক্ষীবাই এর আসল নাম কি ?
ক) রাজলক্ষী
খ) মণিকর্ণিকা তামবে þ
গ) চন্দ্রমুখী
ঘ) মণিমালা

17. কোন প্রাণীর রক্তরসে হিমোসায়ানিন থাকে ?
ক) চিংড়ি þ
খ) আরশোলা
গ) কেঁচো
ঘ) মাকড়সা

18. আকবরনামা গ্রন্থটি কার লেখা ?
ক) বীরবর
খ) টোডরমল
গ) ফৈজী
ঘ) আবুল ফজল ইবনে মুবারক þ

19. অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী ?
ক) নাইট্রিক অক্সাইড
খ) কার্বন ডাই অক্সাইড
গ) কার্বন মনো অক্সাইড
ঘ) সালফার ডাই অক্সাইড þ

20. ভারতীয় সংবিধানে কাকে ভেটো ক্ষমতা দেওয়া আছে ?
ক) লোকসভার স্পিকার
খ) রাষ্ট্রপতি þ
গ) প্রধানমন্ত্রী
ঘ) রাজ্যপাল

21. কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন ?
ক) দাদাভাই নৌরোজি þ
খ) বল্লভভাই প্যাটেল
গ) জওহরলাল নেহরু
ঘ) পি সি মহলানবীশ

22. আর কে নারায়ণ এর সমাধি স্থলের নাম কি ?
ক) কর্ম ভূমি
খ) বিরভূমি
গ) চৈত্যভূমি
ঘ) উদয়ভূমি þ

23. পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত ?
ক) ইতালি þ
খ) বেলজিয়াম
গ) পর্তুগাল
ঘ) স্পেন

24. উমাপতিধর কার সভাকবি ছিলেন ?
ক) মহম্মদ ঘোরি
খ) লক্ষণ সেন þ
গ) কুতুবউদ্দিন আইবক
ঘ) মহম্মদ বিনতুঘলক

25. চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্মেলন কার আমলে হয় ?
ক) হরিষেন
খ) স্কন্দগুপ্ত 
গ) বিন্দুসার
ঘ) কণিষ্ক þ

26. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
ক) অ্যাকোনকাগুয়া
খ) মাউন্ট এলবুর্জ
গ) স্যাডেল পিক þ
ঘ) মাউন্ট কিলিমাঞ্জারো

27.জিপসাম কোন ধাতুর আকরিক ?
ক) সোডিয়াম
খ) ম্যাগনেসিয়াম
গ) ক্যালসিয়াম þ
ঘ) লোহা

28. কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে ?
ক) বেরিং প্রণালী þ
টরেস প্রণালী
মালাক্কা প্রণালী
তাতার প্রণালী

29. স্ট্যাচু অব লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ ?
ক) জার্মানি
খ) ফ্রান্স þ
গ) রাশিয়া
ঘ) ইংল্যান্ড

30. দ্য আনসিন ইন্দিরা গান্ধী - গ্রন্থটি কে রচনা করেছিলেন?
ক) কে পি মাথুর þ
খ) এম এস জোসেফ
গ) জে পি মিশ্র
ঘ) বিক্রম শর্মা

31. পেনিস লা গিরিপথ কোথায় অবস্থিত ?
ক) নাগাল্যান্ড
খ) অরুণাচল প্রদেশ
গ) হিমাচল প্রদেশ
ঘ) কাশ্মীর উপত্যকা þ

32. এশিয়ার বৃহত্তম মহানগর কোনটি ?
ক) মুম্বাই
খ) টোকিও þ
গ) দিল্লি
ঘ) তেহরান

33. রামসার সাইট কথাটি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত ?
ক) বনভূমি
খ) মালভূমি
গ) জলাভূমি þ
ঘ) পার্বত্য ভূমি

34. গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত ?
ক) মহানিস্ক্রমন
খ) মহাপরিনির্বাণ þ
গ) ধর্মচক্র
ঘ) বোধিবৃক্ষ

35. ডিনামাইট তৈরিতে কোন পদার্থটি ব্যবহৃত হয় ?
ক) ইথিলিন
খ) নাইট্রোগ্লিসারিন þ
গ) প্রোপেন
ঘ) টলুইন

36. দেবনাম উপাধিতে ভূষিত হন কে ?
ক) অশোক þ
খ) চন্দ্রগুপ্ত
গ) হর্ষবর্ধন
ঘ) কণিষ্ক

37. ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন ?
ক) ইন্দিরা গান্ধী þ
খ) নির্মলা সীতারামন
গ) সুমিত্রা মহাজন
ঘ) এম ফাতিমা বিবি

38.পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় ?
ক) লাল বাহাদুর শাস্ত্রী
খ) অখিল নিয়োগী
গ) বি জি তিলক
ঘ) এম জি রানাডে þ

39. থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
ক) শ্যামজী কৃষ্ণবর্মা
খ) ম্যাডাম ব্লাভাটস্কি þ
গ) গোপালকৃষ্ণ গোখলে
ঘ) সৈয়দ আহমেদ খান

40. “খলসার” – পথিকৃৎ কে ছিলেন ?
ক) গুরু গোবিন্দ সিং þ
খ) গুরু নানক
গ) গুরু অর্জুন
ঘ) গুরু রামদাস

41. মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা ?
ক) হাইড্রোজেন þ
খ) মিথেন
গ) নাইট্রোজেন
ঘ) হিলিয়াম

42. 1907 সালের সুরাট অধিবেশনের জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন ?
ক) রাজবিহারী ঘোষ þ
খ) গোপালকৃষ্ণ গোখলে
গ) ফিরোজ মেহেতা
ঘ) উমেশচন্দ্র ব্যানার্জী

43. ভারতীয় সংবিধানে কতগুলি সিডিউল আছে ?
ক) 21 টি
খ) 17 টি
গ) 12 টি þ
ঘ) 10 টি

44. ভারতীয় ইতিহাসে কার রাজত্বকে ভারতের স্বর্ণ যুগ বলা হয় ?
ক) মগধ সাম্রাজ্য
খ) আফগান সাম্রাজ্য
গ) মোঘল সাম্রাজ্য
ঘ) গুপ্ত সাম্রাজ্য þ
45. কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ?
ক) ক্ষুদিরাম বসু
খ) পুলিনবিহারী দাস þ
গ) বারীন্দ্র কুমার ঘোষ
ঘ) কেশবচন্দ্র সেন

46. ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
ক) রাজকোট (গুজরাট)
খ) পুনে (মহারাষ্ট্র) þ
গ) পেরাম্বুর (তামিলনাড়ু)
ঘ) পিমপ্রি (মহারাষ্ট্র)

47. কোন সম্রাটেরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন
ক) কম্বো
খ) ইন্দো-গ্রিক þ
গ) সাতবাহন
ঘ) সুঙ্গ

48. কলহনের বইয়ের নাম কী?
ক) অর্থশাস্ত্রঅর্থশাস্ত্র
খ) ইন্দিকা
গ) পুরান
ঘ) রাজতারঙ্গিনী þ

49. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?
ক) ফিরোজ শাহ তুঘলক
খ) মুহাম্মদ বিন তুঘলক
গ) আকবর þ
ঘ) বাবর

50. নিচের কোন জায়গায় কনিষ্কের মাথাবিহীন মূর্তি পাওয়া গিয়েছিল?
ক) এলাহাবাদ
খ) মথুরা þ
গ) সানচি
ঘ) তাকশিলা

"সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022" সম্পুূর্ণ  পিডিএফে দেওয়া আছে।
File Details :-
File Name :- 50 টি গুরুত্বপূর্ণ জিকে MCQ PDF
File Language :- Bengali
File Size :-  0.5 MB
No. of Pages :- 05


No comments:

Post a Comment

×close ad