500 ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF | History MCQ Question & Answer PDF || ইতিহাস MCQ প্রশ্নোত্তর PDF
500 ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF | History MCQ Question & Answer PDF 2022 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে 500 ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি আপনাদের দিচ্ছি । যেটির মধ্যে ভারতীয় ইতিহাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে । আমরা এই PDF টির মধ্যে যে MCQ ইতিহাস প্রশ্ন উত্তর গুলি দিয়েছি সেগুলি যথেষ্ট ভালো মানের এবং আগত পরিক্ষায় আসার সম্ভবনা প্রচুর । তাই আপনারা যারা এতদিন ধরে মাধ্যমিক ইতিহাসের MCQ প্রশ্ন উত্তর খুজে চলেছেন তাদের আর খুজতে হবে না কারন এই পোস্ট টিতে আমরা মোট ইতিহাস বিষয়ের ৫০০টি MCQ প্রশ্ন উত্তর দিয়েছি ।
সুতরাং আর সময় নষ্ট না করে নীচে থাকা 500 ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিন এবং আপনাদের পড়ার সুবিধার্থে History MCQ Question & Answer 2022 PDF টি Download করে নিতে পারেন।
500 History MCQ Question & Answer PDF 2022
▣ “ বুদ্ধচরিতের ” রচয়িতা কে ?
ⓐ বুদ্ধঘোষ
ⓑ অশ্বঘোষ
ⓒ বসুমিত্র
ⓓ লোপামুদ্রা
উত্তর :- ⓑ অশ্বঘোষ
▣ সম্রাট অশােকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে ?
ⓐ চক্রবর্তী
ⓑ ধর্মকীর্তি
ⓒ শৌর্যাদিত্য
ⓓ প্রিয়দর্শী
উত্তর :- ⓓ প্রিয়দর্শী
▣ ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ?
ⓐ গুপ্তযুগ
ⓑ মৌর্যযুগ
ⓒ মোঘল যুগ
ⓓ কুষাণ যুগ
উত্তর :- ⓐ গুপ্তযুগ
▣ “দানসাগর ” ধর্মগ্রন্থের রচয়িতা কে ?
ⓐ বল্লাল সেন
ⓑ লক্ষ্মণ সেন
ⓒ জয়দেব
ⓓ শ্রীধর ভট্ট
উত্তর :- ⓐ বল্লাল সেন
▣ বাহমনী বংশের প্রতিষ্ঠাতা কে ?
ⓐ আলাউদ্দীন বাহমনী শাহ
ⓑ ফিরোজ শাহ
ⓒ জয়পাল
ⓓ ব্রহ্মগুপ্ত
উত্তর :- ⓐ আলাউদ্দীন বাহমনী শাহ
▣ কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই - এর নাম কী ?
ⓐ কাশ্মীর সমগ্র
ⓑ রাজতরঙ্গিনী
ⓒ রাজচক্রবর্তী
ⓓ হিমাদ্রিপঞ্জী
উত্তর :- ⓑ রাজতরঙ্গিনী
▣ সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ ' এলাহাবাদ প্রশস্তি ’ কে রচনা করেছিলেন ?
ⓐ শুদ্রক
ⓑ হরিষেণ
ⓒ ভবভূতি
ⓓ ইসুবন্ধু
উত্তর :- ⓑ হরিষেণ
▣ সংস্কৃত নাটক “ রত্নাবলী ” কে লিখেছিলেন ?
ⓐ বানভট্ট
ⓑ হর্ষবর্ধন
ⓒ শ্রীহর্ষ
ⓓ কালিদাস
উত্তর :- ⓑ হর্ষবর্ধন
▣ “কাদম্বরী” কাব্যের রচয়িতা কে ?
ⓐ কালিদাস
ⓑ বানভট্ট
ⓒ বিশাখদত্ত
ⓓ হরিষেণ
উত্তর :- ⓑ বানভট্ট
▣ মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন ?
ⓐ দারিয়ুস
ⓑ আলেকজান্ডার
ⓒ মহম্মদ বিন কাসিম
ⓓ সেলুকস নিকেটর
উত্তর :- ⓓ সেলুকস নিকেটর
500 ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF | History MCQ Question & Answer PDF 2022
▣ কবির কার শিষ্য ছিলেন ?
ⓐ রামানন্দ
ⓑ শ্রীচৈতন্য
ⓒ শঙ্করাচার্য
ⓓ মাধবাচার্য
উত্তর :- ⓐ রামানন্দ
▣ শশাঙ্কের রাজধানীর নাম কী ?
ⓐ সুবর্ণগিরি
ⓑ কনৌজ
ⓒ কর্ণসুবর্ণ
ⓓ গৌড়
উত্তর :- ⓒ কর্ণসুবর্ণ
▣ বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন ?
ⓐ চিকিৎসাশাস্ত্র
ⓑ শারীরবিদ্যা
ⓒ জ্যোতির্বিদ্যা
ⓓ সাহিত্য
উত্তর :- ⓒ জ্যোতির্বিদ্যা
▣ বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নীচের কোন নামটি বিশেষ স্মরণীয় ?
ⓐ তুলসীদাস
ⓑ শ্রীচৈতন্য
ⓒ কবির
ⓓ বিবেকানন্দ
উত্তর :- ⓑ শ্রীচৈতন্য
▣ বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
ⓐ নরসিংহ বর্মন
ⓑ রাজেন্দ্র চোল
ⓒ হরিহর ও বুককা
ⓓ বিজয় সেন
উত্তর :- ⓒ হরিহর ও বুককা
▣ “পঞ্চতন্ত্র" কে রচনা করেছিলেন ?
ⓐ পাণিনি
ⓑ ভারবী
ⓒ বানভট্ট
ⓓ বিষ্ণুশর্মা
উত্তর :- ⓓ বিষ্ণুশর্মা
▣ সুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ?
ⓐ পুষ্যমিত্র
ⓑ অজাতশত্রু
ⓒ অগ্নিমিত্র
ⓓ বিম্বিসার
উত্তর :- ⓐ পুষ্যমিত্র
▣ পালযুগে রচিত “ রামচরিতে'র রচয়িতা কে ?
ⓐ শ্রীধর ভট্ট
ⓑ সন্ধ্যাকর নন্দী
ⓒ বিগ্রহপাল
ⓓ কৃত্তিবাস
উত্তর :- ⓑ সন্ধ্যাকর নন্দী
▣ তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
ⓐ 1526 খ্রিস্টাব্দে
ⓑ 1556 খ্রিস্টাব্দে
ⓒ 1191 খ্রিস্টাব্দে
ⓓ 1192 খ্রিস্টাব্দে
উত্তর :- ⓒ 1191 খ্রিস্টাব্দে
▣ কুতুবমিনার নির্মাণ কে শুরু করেন ?
ⓐ কুতুবউদ্দীন আইবক
ⓑ ইলতুতমিস
ⓒ গিয়াসুদ্দীন বলবন
ⓓ সুলতানা রিজিয়া
উত্তর :- ⓐ কুতুবউদ্দীন আইবক
▣ চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষভাগ কোথায় কাটিয়েছিলেন ?
ⓐ পাটলিপুত্র
ⓑ শ্রাবণ বেলালগালা
ⓒ বারাণসী
ⓓ রাজগৃহ
উত্তর :- ⓑ শ্রাবণ বেলালগালা
History MCQ Question & Answer PDF 2022 || 500 ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF 2022
▣ মৌর্যবংশের কোন শাসক “ অমিত্রঘাত ” নামেও পরিচিত ছিলেন ?
ⓐ চন্দ্রগুপ্ত
ⓑ অশোক
ⓒ সমুদ্রগুপ্ত
ⓓ বিন্দুসার
উত্তর :- ⓓ বিন্দুসার
▣ কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল ?
ⓐ শেরশাহ
ⓑ আকবর
ⓒ জাহাঙ্গীর
ⓓ শাহজাহান
উত্তর :- ⓓ শাহজাহান
▣ শিখ খালসার প্রতিষ্ঠাতা কে ?
ⓐ গুরু হরগোবিন্দ
ⓑ গুরু গোবিন্দ সিং
ⓒ গুরু নানক
ⓓ গুরু তেগ বাহাদুর
উত্তর :- ⓑ গুরু গোবিন্দ সিং
▣ ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন ?
ⓐ বাবর
ⓑ ইব্রাহিম লোদি
ⓒ আকবর
ⓓ আলাউদ্দিন খলজী
উত্তর :- ⓐ বাবর
▣ শেরশাহের আসল নাম কি ?
ⓐ ফরিদ
ⓑ ফৈজি
ⓒ হিমু
ⓓ আলম
উত্তর :- ⓐ ফরিদ
▣ পলাশির যুদ্ধের পরেই বাংলার নবাব কে হয়েছিলেন ?
ⓐ মীরকাশিম
ⓑ বল্লাল সেন
ⓒ মীরজাফর
ⓓ আলিবর্দি খাঁ
উত্তর :- ⓒ মীরজাফর
▣ চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় ?
ⓐ প্রথম পুলকেশি
ⓑ দ্বিতীয় পুলকেশি
ⓒ কনিষ্ক
ⓓ চাণক্য
উত্তর :- ⓑ দ্বিতীয় পুলকেশি
▣ নীচের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন ?
ⓐ হরিষণে
ⓑ কালিদাস
ⓒ বানভট্ট
ⓓ অশ্বঘোষ
উত্তর :- ⓐ হরিসেন
▣ মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
ⓐ আকবর
ⓑ শেরশাহ
ⓒ মহম্মদ বিন তুঘলক
ⓓ আলাউদ্দিন খলজী
উত্তর :- ⓓ আলাউদ্দিন খলজী
▣ বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে ?
ⓐ শশাঙ্ক
ⓑ লক্ষ্মণ সেন
ⓒ দেবপাল
ⓓ ধর্মপাল
উত্তর :- ⓐ শশাঙ্ক
▣ নন্দবংশের শেষ রাজার নাম কী ছিল ?
ⓐ রামানন্দ
ⓑ মহাপদ্ম নন্দ
ⓒ ধননন্দ
ⓓ বিন্দুসার
উত্তর :- ⓒ ধননন্দ
History MCQ Question & Answer PDF || ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF
▣ কে ‘ মিতাক্ষরা ’ আইন রচনা করেন ?
ⓐ প্রথম পুলকেশি
ⓑ দ্বিতীয় পুলকেশি
ⓒ চাণক্য
ⓓ শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর
উত্তর :- ⓓ শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর
▣ তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ?
ⓐ 1556 খ্রিস্টাব্দ
ⓑ 1526 খ্রিস্টাব্দ
ⓒ 1564 খ্রিস্টাব্দ
ⓓ 1565 খ্রিস্টাব্দ
উত্তর :- ⓓ 1565 খ্রিস্টাব্দ
▣ পানিপথের প্রথম যুদ্ধ ঘটে কবে ?
ⓐ 1526 খ্রিস্টাব্দ
ⓑ 1556 খ্রিস্টাব্দ
ⓒ 1570 খ্রিস্টাব্দ
ⓓ কোনােটিই নয়
উত্তর :- ⓐ 1526 খ্রিস্টাব্দ
▣ কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন ?
ⓐ আল বিরুণী
ⓑ বদাউনী
ⓒ আমীর খুসরু
ⓓ আকবর
উত্তর :- ⓑ বদাউনী
▣ 'ছত্রপতি' নামে কে বিখ্যাত ?
ⓐ অশোক
ⓑ হর্ষবর্ধন
ⓒ শিবাজি
ⓓ বালাজী বাজিরাও
উত্তর :- ⓒ শিবাজি
▣ বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?
ⓐ সিরাজ - উদদৌলা
ⓑ মীরকাসিম
ⓒ আলিবর্দি খাঁ
ⓓ মুরশিদকুলী খাঁ
উত্তর :- ⓓ মুরশিদকুলী খাঁ
▣ খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল ?
ⓐ 1526 খ্রিস্টাব্দ
ⓑ 1527 খ্রিস্টাব্দ
ⓒ 1556 খ্রিস্টাব্দ
ⓓ 1576 খ্রিস্টাব্দ
উত্তর :- ⓑ 1527 খ্রিস্টাব্দ
▣ কার উপাধি ছিল “ কুনিক ” ?
ⓐ কনিষ্ক
ⓑ হর্ষবর্ধন
ⓒ অজতশক্র
ⓓ বিম্বিসার
উত্তর:- ⓒ অজাতশক্র
▣ “মালবিকাগ্নিমিত্ৰমের” রচয়িতা কে ?
ⓐ কালিদাস
ⓑ বানভট্ট
ⓒ ভবভূতি
ⓓ বিশাখদত্ত
উত্তর :- ⓐ কালিদাস
▣ কে “শকারি” উপাধি গ্রহণ করেছিলেন ?
ⓐ অশােক
ⓑ কনিষ্ক
ⓒ প্রথম চন্দ্রগুপ্ত
ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তর :- ⓓ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
▣ সাঁচি স্তুপ কোন সময়ে নির্মিত হয়েছিল ?
ⓐ বৌদ্ধ যুগ
ⓑ মৌর্য যুগ
ⓒ গুপ্ত যুগ
ⓓ কুষাণ যুগ
উত্তর :- ⓑ মৌর্য যুগ
▣ আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ?
ⓐ আকবর
ⓑ বাবর
ⓒ ইব্রাহিম লোদি
ⓓ সিকান্দার লোদি
উত্তর :- ⓓ সিকান্দার লোদি
History MCQ Question & Answer PDF || ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF
▣ ভারতের বিখ্যাত ইন্দো - ফার্সী কবি কে ছিলেন ?
ⓐ আমীর খসরু
ⓑ আলবিরুনী
ⓒ ফিরদৌসী
ⓓ ফৈজী
উত্তর :- ⓒ ফিরদৌসী
▣ কৌটিল্যের অর্থশাস্ত্রে নীচের কোন ফলটির কোনও উল্লেখ নেই ?
ⓐ আঙুর
ⓑ কলা
ⓒ আম
ⓓ পেয়ারা
উত্তর :- ⓓ পেয়ারা
▣ নীচের কোনটি ভাসের রচনা ?
ⓐ স্বপ্ন বাসবদত্তা
ⓑ শকুন্তলা
ⓒ রামায়ণ
ⓓ মহাবংশ
উত্তর :- ⓐ স্বপ্ন বাসবদত্তা
▣ কবি হরিষেণ কোন রাজার সভাসদ ছিলেন ?
ⓐ লক্ষ্মণ সেন
ⓑ বল্লাল সেন
ⓒ চন্দ্রগুপ্ত
ⓓ সমুদ্রগুপ্ত
উত্তর :- ⓓ সমুদ্রগুপ্ত
▣ “অষ্টাধ্যায়ী” কার রচনা ?
ⓐ বিষ শর্মা
ⓑ পানিনি
ⓒ আর্যভট্ট
ⓓ চরক
উত্তর :- ⓑ পানিনি
▣ “বিজক” এর রচয়িতা কে ?
ⓐ তুলসীদাস
ⓑ কবীর
ⓒ রামদাস
ⓓ গুরু অর্জুন
উত্তর :- ⓑ কবীর
▣ “মহাভারত” অন্য কি নামেও পরিচিত ?
ⓐ জয়ানামা ইতিহাস
ⓑ বিজয় - পিটকা
ⓒ কথাভাস্তু
ⓓ ভারতগৌরব
উত্তর :- ⓐ জয়ানামা ইতিহাস
▣ পাটনা শহরের প্রাচীন নাম নীচের কোনটি ?
ⓐ কনৌজ
ⓑ পাটলিপুত্র
ⓒ কপিলাবস্তু
ⓓ ত্রিপিটক
উত্তর :- ⓑ পাটলিপুত্র
▣ নীচের কে “নিগুণ” সংস্কারক হিসাবে পরিচিত ?
ⓐ তুলসীদাস
ⓑ সুরদাস
ⓒ শ্রীচৈতন্য
ⓓ কবীর
উত্তর :- ⓓ কবীর
▣ নীচের কোন শাসক “পরমাঙ্ক” উপাধি গ্রহণ করেছিলেন ?
ⓐ সমুদ্রগুপ্ত
ⓑ চন্দ্রগুপ্ত
ⓒ হর্ষবর্ধন
ⓓ অজাতশত্রু
উত্তর :- ⓐ সমুদ্রগুপ্ত
▣ কে “দহশালা বন্দোবস্ত” প্রবর্তন করেন ?
ⓐ বাবর
ⓑ আকবর
ⓒ আলাউদ্দীন খিলজী
ⓓ শেরশাহ
উত্তর :- ⓑ আকবর
▣ কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন ?
ⓐ বিম্বিসার
ⓑ বিন্দুসার
ⓒ অজাতশত্রু
ⓓ চন্দ্রগুপ্ত
উত্তর :- ⓓ চন্দ্রগুপ্ত
▣ পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নীচের কোন রাজা বিখ্যাত ?
ⓐ কনিষ্ক
ⓑ হর্ষবর্ধন
ⓒ অশােক
ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর :- ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য
500 ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF 2022 | History MCQ Question & Answer PDF 2022
▣ ভারতে শেষ মােগল সম্রাট কে ?
ⓐ দ্বিতীয় বাহাদুর শাহ
ⓑ মােহম্মদ শাহ
ⓒ ঔরঙ্গজেব
ⓓ দ্বিতীয় আকবর শাহ
উত্তর :- ⓐ দ্বিতীয় বাহাদুর শাহ
▣ 'তহকিক-ই-হিন্দ’ কার রচনা ?
ⓐ ইবন বতুতা
ⓑ আলবিরুণী
ⓒ আবুল ফজল
ⓓ বদায়ুন
উত্তর :- ⓑ আলবিরুণী
▣ “আলাই দরওয়াজা” কার স্থাপত্য কীর্তি ?
ⓐ আকবর
ⓑ আলমগীর
ⓒ আলাউদ্দিন খলজী
ⓓ হায়দার আলি
উত্তর :- ⓒ আলাউদ্দিন খলজী
"500 ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলি" নীচের পিডিএফে দেওয়া আছে।
File Details :-
File Name :- 500 History MCQ Question & Answer PDF 2022
File Language :- Bengali
File Size :- 02 MB
No. of Pages :- 58
No comments:
Post a Comment