Breaking

200 টি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022 || WBP GK MCQ 2022 || সাধারণ জ্ঞান MCQ 2022

200 টি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022 || WBP GK MCQ 2022 || সাধারণ জ্ঞান MCQ 2022
200 টি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022 || WBP GK MCQ 2022
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর : General Knowledge in Bengali PDF 2022; এই পিডিএফ টির মধ্যে বাছাই করা 200 টির বেশি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া আছে । এই প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে । আপনি যদি সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তাহলে আমাদের সাইট টিকে ভালো করে দেখুন এবং সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর MCQ খুঁজুন পেয়ে যাবেন ।

সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া পিডিএফ টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিয়ে.. নীচ থেকে সম্পূর্ণ 200টি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022 পিডিএফ ফাইল টি বিনামূল্যে সংগ্রহ করে নাও ।

◄ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর MCQ 2022 

প্রশ্নঃ ‘বাংলার মুকুটহীন রাজা’ কাকে বলা হয় ? 
উত্তরঃ সুরেন্দ্রনাথ ব্যানার্জি কে ।

প্রশ্নঃ ‘রামচরিত মানস’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ তুলসীদাস ।

প্রশ্নঃ ‘বিহারী বুলবুল’ কাকে বলা হত ?
উত্তরঃ চিন্তামণি কে ।

প্রশ্নঃ বাবরকে কোহিনুর হীরা কে উপহার দেন ?
উত্তরঃ হুমায়ুন ।

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের পুরন নাম NEFA ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ ।

প্রশ্নঃ অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন ?
উত্তরঃ কৌটিল্য ।

প্রশ্নঃ রাজতরঙ্গিনী গ্রন্থটির রচিয়তা কে ? 
উত্তরঃ কলহন ।

প্রশ্নঃ ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি কে প্রকাশ করেন?
উত্তরঃ মহাত্মা গান্ধী ।

প্রশ্নঃ ভারতের লৌহ কাকে মানব বলা হয় ? 
উত্তরঃ বল্লভ ভাই প্যাটেল কে ।

প্রশ্নঃ বিখ্যাত বই ‘পলিটিক্স’ এর রচিয়তা কে ? 
উত্তরঃ অ্যারিস্টটল ।

প্রশ্নঃ কে পুলিশ ব্যবস্থার সংস্কার করেন ? 
উত্তরঃ কর্নওয়ালিস ।

প্রশ্নঃ মানব শরীরের বৃহত্তম শিরা কোনটি ?
উত্তরঃ  নিম্ন মহাশিরা ।

প্রশ্নঃ বাংলার আকবর কাকে বলা হয় ?
উত্তরঃ হুসেন শাহ কে ।

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মিষ্টিজলের হ্রদের নাম কি?
উত্তরঃ সুপিরিয়র হ্রদ ।

প্রশ্নঃ কথাকলি কোন রাজ্যের প্রচলিত লোকনৃত্য? 
উত্তরঃ কেরালা ।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ? 
উত্তরঃ পুরুলিয়া ।

প্রশ্নঃ কোন গ্রন্থির অপর নাম হাইপোফাইসিস ? 
উত্তরঃ পিটুইটারি গ্রন্থি ।

প্রশ্নঃ হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
উত্তরঃ গুলজারি লাল নন্দ ।

প্রশ্নঃ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ? 
উত্তরঃ আমেদাবাদকে ।

প্রশ্নঃ ভারতের চিনির পাত্র কোন রাজ্যকে বলে ?
উত্তরঃ উত্তরপ্রদেশ রাজ্যকে ।

প্রশ্নঃ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ নকরেক ।

◄Vorsa :: সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022

প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? 
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস ।

প্রশ্নঃ ভারতে কখন পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হয়? 
উত্তরঃ শীতকালে ।

প্রশ্নঃ সেন বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তরঃ লক্ষণ সেন ।

প্রশ্নঃ ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন ?
উত্তরঃ পুলিনবিহারী দাস ।

প্রশ্নঃ BCG কোন রোগ নিরাময়ে ব্যবহৃত হয় ?
উত্তরঃ টিবি ও যক্ষ্মা ।

প্রশ্নঃ ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ থিয়ামিন ।

প্রশ্নঃ ভারতে সাইমন কমিশন কবে নিযুক্ত হয়েছিল ?
উত্তরঃ 1927 সালে ।

প্রশ্নঃ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ?
উত্তরঃ এস রাধাকৃষ্ণণ ।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? 
উত্তরঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ ।

প্রশ্নঃ ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি ? 
উত্তরঃ জিম করবেট ।

◄Vorsa :: সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022

প্রশ্নঃ আকবরের সভায় কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন?
উত্তরঃ তানসেন

প্রশ্নঃ মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত ? 
উত্তরঃ মজলিস ।

প্রশ্নঃ শিলা গঠিত ভূমিরূপকে কি বলা হয় ?
উত্তরঃ হামাদা ।

প্রশ্ন :কোন হরমোন উদ্ভিদের ট্রপিকচলন নিয়ন্ত্রণ করে? 
উত্তরঃ অক্সিন ।

প্রশ্নঃ সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? 
উত্তরঃ ১৭৮২ সালে ।

প্রশ্নঃ ক্যালামাইন কোন মৌলের আকরিক ? 
উত্তরঃ জিঙ্ক

প্রশ্নঃ মহাদেশীয় পাত কোন শিলা দ্বারা গঠিত ? 
উত্তরঃ গ্রানাইট 

প্রশ্নঃ কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত ? 
উত্তরঃ লালা লাজপত রায় 

প্রশ্নঃ কে ময়ূর সিংহাসন নির্মাণের শিল্পী ছিলেন ? 
উত্তরঃ বেবাদল খাঁ

প্রশ্নঃ সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন ? 
উত্তরঃ মঙ্গল পান্ডে ।

প্রশ্নঃ দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন ? 
উত্তরঃ অবতল দর্পণ ।

◄Vorsa :: সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022

প্রশ্নঃ চোখের রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি ?
উত্তরঃ অপটিক নার্ভ । 

প্রশ্নঃ শের শাহের সমাধীস্থল কোথায় ?
উত্তরঃ সাসারাম ।

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি ? 
উত্তরঃ মেক্সিকো উপসাগর ।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণাগার অবস্থিত? 
উত্তরঃ ব্যারাকপুর ।
"সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 2022" সম্পুূর্ণ  পিডিএফে দেওয়া আছে।
File Details :-
File Name :- ২০০ টি গুরুত্বপূর্ণ জিকে PDF
File Language :- Bengali
File Size :-  01 MB
No. of Pages :- 11


No comments:

Post a Comment

×close ad