Breaking

ভারতের বিভিন্ন রাজবংশ PDF | বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা || শেষ সম্রাট || শ্রেষ্ঠ সম্রাট

ভারতের বিভিন্ন রাজবংশ PDF | বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা || শেষ সম্রাট || শ্রেষ্ঠ সম্রাট 
ভারতের বিভিন্ন রাজবংশ PDF | রাজবংশের প্রতিষ্ঠাতা || শেষ সম্রাট || শ্রেষ্ঠ সম্রাট 
সুপ্রিয় বন্ধুরা, 
আজকে তোমাদের সুবিধার্থে ইতিহাস বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক ভারতের বিভিন্ন রাজবংশ তালিকা PDF শেয়ার করছি । এই PDF টিতে ভারতের বিভিন্ন রাজবংশ, প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট ও শ্রেষ্ঠ সম্রাটের নাম খুব সুন্দরভাবে সাজানো আছে। তোমরা হয়তো লক্ষ্য করেছ যে বিগত বছরের পরিক্ষা গুলিতে এই টপিক থেকে প্রায়ই প্রশ্ন এসেছে । তাই আগত পরিক্ষার প্রস্তুতি ঠিক রাখতে আজকে ভারতের বিভিন্ন রাজবংশ তালিকা PDF টি শেয়ার করলাম। 

সুতরাং, আর দেরী না করে তালিকাটি দেখে নাও এবং নীচ থেকে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও। 
 ভারতের বিভিন্ন রাজবংশ PDF
বংশ প্রতিষ্ঠাতা শেষ সম্রাট শ্রেষ্ঠ সম্রাট
হর্ষংক বিম্বিসার নাগদাস অজাতশত্রু
শিশুনাগ শিশুনাগ কালাশোক শিশুনাগ
নন্দ মহাপদ্ম নন্দ ধননন্দ ধননন্দ
মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য বৃহদ্রথ অশোক
কুষাণ কুজুল কদফিসেস বাসুদেব কণিষ্ক
সাতবাহন সিমুক যজ্ঞশ্রী সাতকর্ণী গৌতমীপুত্র সাতকর্ণী
গুপ্ত শ্রীগুপ্ত দ্বিষ্ণুগুপ্ত সমুদ্রগুপ্ত
পুষ্যভূতি প্রভাকর বর্ধন হর্ষবর্ধন হর্ষবর্ধন
প্রতিহার হরিচন্দ্র মহীপাল মিহির ভোজ
পাল গোপাল মদন পাল দেব পাল
সেন সামন্ত সেন লক্ষণ সেন বিজয় সেন
চালুক্য প্রথম পুলকেশী দ্বিতীয় কীর্তি বর্মন দ্বিতীয় পুলকেশী
রাষ্ট্রকূট দান্তি দুর্গ চতুর্থ অমোঘ বর্ণ তৃতীয় কৃষ্ণ
পল্লব শিবস্কন্দ বর্মন অপরাজিত বর্মন নরসিংহ বর্মন
চোল কারিকল কুলতুংগ রাজেন্দ্র চোল
দাস কুতুবউদ্দিন আইবক কাইকোবাদ ইলতুৎমিস
খলজী জালাল উদ্দিন মুবারক শাহ খলজী আলাউদ্দিন খলজী
মোগল সামাজ্য বাবর দ্বিতীয় বাহাদুর শাহ আকবর
বাহমনী আলাউদ্দিন বাহমন শাহ কালিম উল্লাহ শাহ মামুদ গাওয়ান
সৈয়দ খিজির খাঁ আলাউদ্দিন আলম শাহ মামুদ গাওয়ান
তুঘলক গিয়াস উদ্দিন তুঘলক নাসির উদ্দিন মামুদ মহম্মদ বিন তুঘলক
লোদি বহলুল লোদী ইব্রাহিম লোদী ইব্রাহিম লোদী
সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- ভারতের বিভিন্ন রাজবংশ PDF
File Language :- Bengali
File Size :-  0.8 MB
No. of Pages :- 02
>


Tag : বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা || শ্রেষ্ঠ সম্রাট || শেষ সম্রাট, ভারতের বিভিন্ন রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট pdf,ভারতের বিভিন্ন রাজবংশের শেষ সম্রাট, ভারতের বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, বিভিন্ন বংশ তালিকা pdf, ভারতীয় রাজবংশের তালিকা, প্রাচীন ভারতের ইতিহাস pdf, রাজবংশের তালিকা, বিভিন্ন রাজার সভাকবি pdf, বংশ তালিকা তৈরি, বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা

No comments:

Post a Comment

×close ad