সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 2022 PDF | জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর PDF 2022
সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 2022 PDF | জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর PDF 2022 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর : General Science in Bengali PDF 2021; এই পিডিএফ টির মধ্যে বাছাই করা 100 টি সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর দেওয়া আছে । এই প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে । আপনি যদি জেনারেল নলেজ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তাহলে আমাদের সাইট টিকে ভালো করে দেখুন এবং সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর MCQ 2022 খুঁজুন পেয়ে যাবেন ।
সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া পিডিএফ টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিয়ে.. নীচ থেকে সম্পূর্ণ জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল টি বিনামূল্যে সংগ্রহ করে নাও ।
▚ জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর PDF 2022 ▞
প্রশ্ন : মানবদেহে সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রহি হল ?
উত্তর : থাইরয়েড গ্রন্থি ।
প্রশ্ন : তড়িৎ চুম্বকীয় রশ্মি হল ?
উত্তর : আলফা ও গামা রশ্মি উভয়েই ।
প্রশ্ন : অপটিক ফাইবার ব্যবহৃত হয় -
উত্তর : সংযোগ রক্ষার জন্য ।
প্রশ্ন : দুধ হল এক প্রকার দ্রবন যাকে বলা যায়—
উত্তর : ইমালসন ।
প্রশ্ন : চামড়ার মূল উপাদান হল –
উত্তর : কোলাজেন ।
প্রশ্ন : কাচ তৈরি হয় কিসের দ্বারা ?
উত্তর : বালি ও সিলিকেট ।
প্রশ্ন : নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয় ?
উত্তর : আলঝাইমার ব্যাধি।
প্রশ্ন : নিচের কোনটি একটি পতঙ্গভোজী গাছ ?
উত্তর : কলসপত্রী ।
প্রশ্ন : কোন স্তন্যপায়ী ডিম পাড়ে ?
উত্তর : হংসচঞ্চু ।
প্রশ্ন : পরিপাক প্রন্থির যেখানে প্রথম প্রোটিন পরিপাক হয়
উত্তর : পাকস্থলি ।
প্রশ্ন : অস্থির বৃদ্ধির জন্য কী প্রয়োজন ?
উত্তর : ক্যালশিয়াম ।
প্রশ্ন : যে শিরা দূষিত রক্ত বহন করে না ?
উত্তর : পালমোনারি ।
প্রশ্ন : দেহের যে অঙ্গে আয়োডিন জমা হয় –
উত্তর : থাইরয়েড গ্রন্থিতে ।
প্রশ্ন : রেফ্রিজারেটরের কাজ কি ?
উত্তর : এটি উষ্ণতাকে উচ্চ থেকে নিম্ন দিকে প্রবাহিত করে ।
প্রশ্ন : শুষ্ক কোষের অ্যানোডে থাকে –
উত্তর : গ্রাফাইট ।
প্রশ্ন : কম্পিউটারে ফাস্ট স্টোরেজ ইনপুট/আউটপুট ডিভাইজের নাম –
উত্তর : ম্যাগনেটিক ফ্লপি ডিস্ক ।
প্রশ্ন : বুলেট প্রুফ জিনিস তৈরির জন্য কোন পলিমার ব্যবহৃত করা হয় ?
উত্তর : পলিইথিলিন ।
প্রশ্ন : অ্যান্টিজেনের কাজ কি ?
উত্তর : অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করা ।
প্রশ্ন : ঘাম হওয়ার প্রধান কারণ কি ?
উত্তর : দেহের বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়া ।
প্রশ্ন : থাইরয়েড গ্রন্থি যে অঙ্গের নিকটে অবস্থান করে –
উত্তর : স্বরযন্ত্র ।
প্রশ্ন : চামড়া সর্বোচ্চ যে তাপমাত্রা সহা করতে পারে –
উত্তর : ৪০ ডিগ্রি সেলসিয়াস ।
প্রশ্ন : নারকেলের যে অংশটি আমরা খাই তা হল—
উত্তর : শস্য ।
প্রশ্ন : সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
উত্তর : ছাল ।
প্রশ্ন : চিংড়ীর রেচন অঙ্গ কোনটি ?
উত্তর : সবুজগ্রন্থি ।
প্রশ্ন : যে প্রাণীগোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না ?
উত্তর : পক্ষী ।
প্রশ্ন : কোন রাশির একক ডাইন-সেকেন্ড ?
উত্তর : ভরবেগ ।
প্রশ্ন : কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?
উত্তর : গামা রশ্মি ।
প্রশ্ন : ধোলাই করার সোডা কোনটির চলিত নাম—
উত্তর : সোডিয়াম কার্বনেট ।
প্রশ্ন : নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের ?
উত্তর : ট্রাইমেরাস পুষ্প ।
প্রশ্ন : ‘কম্পাউন্ড মাইক্রোস্কোপ’ -এর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য ?
উত্তর : দুটি লেন্স ।
প্রশ্ন : নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন ?
উত্তর : IAA ।
প্রশ্ন : ডেমোক্রেটিক রিপাব্লিক অফ্ কঙ্গো-র একটি নদীর
নামে নিম্নলিখিত কোনটি নাম—
উত্তর : ইবোলা ভাইরাস ।
প্রশ্ন : 2015-তে বিশ্বব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়
উত্তর : 4 ফেব্রুয়ারি ।
প্রশ্ন : ‘প্রাকৃতিক নির্বাচন’ তত্ত্বের প্রবক্তা হলেন ?
উত্তর : চার্লস ডারউইন ।
প্রশ্ন : নীচের কোনটি ‘লাফিং গ্যাস’ নামে পরিচিত ?
উত্তর : নাইট্রাস অক্সাইড ।
প্রশ্ন : ‘প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’ সূত্রটি—
উত্তর : নিউটনের তৃতীয় সূত্র ।
প্রশ্ন : মানবদেহে ক’টি হাড় আছে ?
উত্তর : 206 ।
প্রশ্ন : কেন একটি পাথর হলুদ বা লাল রঙের হয়ে যায় ?
উত্তর : অক্সিডেশান ।
প্রশ্ন : ‘মাধ্যাকর্ষণ’ আবিষ্কার করেন কে ?
উত্তর : নিউটন ।
প্রশ্ন : নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর বৃহত্তম অন্ত্র আছে ?
উত্তর : গরু ।
প্রশ্ন : সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে ?
উত্তর : খনিজ পদার্থ ও ভিটামিন ।
প্রশ্ন : রক্তশূন্যতা দেখা দেয় কীসের অভাবে ?
উত্তর : আয়রনের অভাবে ।
প্রশ্ন : দুধের রং সাদা হয় কেন ?
উত্তর : প্রোটিনের জন্য ।
প্রশ্ন : ফুসফুসের পর্দার নাম কী ?
উত্তর : পুরা ।
প্রশ্ন : হেরিডিটির সূত্র কে আবিষ্কার করেছিলেন ?
উত্তর : গ্রেগরী মেলডেল ।
প্রশ্ন : টিম্পেনিয়াম কার প্রতিশব্দ ?
উত্তর : ইয়ার ড্রাম ।
"জেনারেল সায়েন্স এর" সম্পুূর্ণ পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 2022 PDF
File Language :- Bengali
File Size :- 0.8 MB
No. of Pages :- 05
Tag : সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf, সাধারণ বিজ্ঞান বই, পদার্থ বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর pdf, সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF PDF, বিজ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২২, General Science MCQ PDF, সাধারণ বিজ্ঞান mcq pdf, সাধারণ বিজ্ঞান pdf, সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২০, ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর pdf, জেনারেল সায়েন্স প্রশ্ন উত্তর PDF, সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF
No comments:
Post a Comment