বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা সমূহ তালিকা PDF | Worldwide Space Agencies
বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা সমূহ তালিকা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করবো - বিভিন্ন দেশের মহাকাশ সংস্থার নাম তালিকা PDF, নীচের এই পিডিএফ টিতে বিশ্বের উল্লেখযোগ্য বিভিন্ন দেশের মহাকাশ সংস্থার নাম খুব সুন্দর উল্লেখ করা হয়েছে । যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগী ।
সুতরাং আর সময় অপচয় না করে, নীচে থাকা তালিকাটি ভালো করে দেখে নিয়ে Download বাটানে ক্লিক করে ফাইলটি Download করুন ।
বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা সমূহ তালিকা PDF
দেশের নাম | মহাকাশ সংস্থার নাম |
---|---|
আমেরিকা | ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন |
ভারত | ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন |
চীন | ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন |
পাকিস্তান | স্পেস অ্যান্ড আপ্পার অ্যাটমোসফ্রি রিসার্চ কমিশন |
বাংলাদেশ | মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান |
শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা স্পেস এজেন্সি |
ব্রাজিল | ব্রাজিলিয়ান স্পেস এজেন্সি |
অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি |
কানাডা | কানাডিয়ান স্পেস এজেন্সি |
আর্জেন্টিনা | ন্যাশনাল স্পেস অ্যাকটিভিটিস কমিশন |
ইউরোপ | ইউরোপিয়ান স্পেস এজেন্সি |
জার্মানি | জার্মান অ্যারোস্পেস সেন্টার |
ইতালি | ইটালিয়ান স্পেস এজেন্সি |
ইরান | ইরানিয়ান স্পেস এজেন্সি |
সিঙ্গাপুর | সেন্টার ফর রিমোট ইমাজিং, সেন্সিং অ্যান্ড প্রোসেসিং |
ইসরায়েল | ইসরায়েল স্পেস এজেন্সি |
রাশিয়া | রাশিয়ান ফেডেরিয়াল স্পেস এজেন্সি |
সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা সমূহ তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 0.5 MB
No. of Pages :- 01
Tag : বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা সমূহ তালিকা PDF, ভারতের অভয়ারণ্য তালিকা pdf, স্যাটেলাইট কি খালি চোখে দেখা যায়, বিভিন্ন দেশের সরকারি নথি, ইনপে কোন দেশের মহাকাশ গবেষণার নাম, রাশিয়ার মহাকাশ সংস্থার নাম কি, চীনের মহাকাশ গবেষণা সংস্থা, মহাকাশ স্টেশন ভিডিও, বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা সমূহ তালিকা PDF
No comments:
Post a Comment