নোবেল পুরস্কার ২০২১ PDF | Nobel Prize 2021 PDF |
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের সাথে শেয়ার করছি নোবেল পুরস্কার 2021 তালিকা PDF টি । যেটির মধ্যে নোবেল পুরস্কার 2021 বিজয়ীদের নাম, দেশ ও ক্ষেত্র এর তালিকা খুব সুন্দর ভাবে পাবেন । এই পিডিএফ টি আগত সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী ।
কারণ আগত বিভিন্ন চাকরির পরিক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই ।
সুতরাং আর সময় নষ্ট না করে নোবেল পুরস্কার 2021 তালিকা টি দেখে নিন, নিজের সুবিধার্থে পিডিএফ ফাইল টি ডাউনলোড করে নিতে পারেন ।
বিভিন্ন দেশের মুদ্রার নাম
ক্ষেত্র | প্রাপক | দেশ |
---|---|---|
সাহিত্য | আব্দুলরজক গুর্ণহ | জাঞ্জিবার |
অর্থনীতি | জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট | আমেরিকা |
অর্থনীতি | ডেভিড কার্ড | কানাডা |
অর্থনীতি | গুইডো ডব্লিউ ইমবেন্স | নেদারল্যান্ডস |
রসায়ন বিজ্ঞান | ডেভিড ডব্লুউ সি ম্যাকমিলান | যুক্তরাজ্য(UK) |
রসায়ন বিজ্ঞান | বেঞ্জামিন লিস্ট | জার্মানি |
পদার্থ বিজ্ঞান | স্যুকুরো মানাবে | জাপান |
পদার্থ বিজ্ঞান | ক্লাউস হ্যাসেলম্যান | জার্মানি |
পদার্থ বিজ্ঞান | জর্জিও প্যারিসি | ইতালি |
শান্তি | মারিয়া রেসা | ফিলিপিন্স |
শান্তি | দিমিত্রি মুরাতভ | রাশিয়া |
চিকিৎসা বিজ্ঞান | ডেভিড জুলিয়াস | আমেরিকা |
চিকিৎসা বিজ্ঞান | আর্ডেম প্যাটাপৌসিয়ান | লেবানন |
সম্পুূর্ণ সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- নোবেল পুরস্কার ২০২১ PDF | Nobel Prize 2021 PDF
File Language :- Bengali
File Size :- 0.3 MB
No. of Pages :- 02
Tag : অর্থনীতি নোবেল পুরস্কার ২০২১ তালিকা, অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২১ তালিকা, নোবেল পুরস্কার ২০২১ চিকিৎসা, পদার্থে নোবেল পুরস্কার ২০২১, নোবেল পুরস্কার ২০২১ তালিকা, চিকিৎসায় নোবেল পুরস্কার ২০২১, সাহিত্যে নোবেল পুরস্কার ২০২১ তালিকা, শান্তিতে নোবেল পুরস্কার ২০২১ তালিকা
No comments:
Post a Comment