Breaking

Mathematic Practice set PDF in bengali | অংক প্র্যাকটিস সেট 01

Mathematic Practice set PDF in bengali | অংক প্র্যাকটিস সেট 01
Mathematic Practice set PDF in bengali | অংক প্র্যাকটিস সেট 01
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
       আজ তোমাদের সাথে শেয়ার করবো Mathematic Practice set PDF in bengali | অংক প্র্যাকটিস সেট পর্ব 01 যেটিতে গুরুত্বপূর্ণ অংক প্রশ্ন গুলি দেওয়া আছে এবং সঙ্গে উত্তরপত্রও থাকছে | তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন অংক -এর জন্য কতটা বুদ্ধিমত্তার প্রয়োজন তাই এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police | Railway Group D | NTPC | WBCS | WB Police | SSC CGL | CHSL প্রভৃতি  বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন । 

 সুতরাং তাই আর বেশি কথা না বাড়িয়ে...  এই প্র্যাকটিস সেটটি অনুশীলন করতে থাকুন এবং নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে রিজনিং প্র্যাকটিস সেট পিডিএফ টি ডাউনলোড করুন । 

⬗অংক প্র্যাকটিস সেট ঃ  
01. বার্ষিক 5 % হারে কত বছরে কোনও টাকার সুদ আসলের 3/5 অংশ হবে ?
ⓐ 12 বছর 
ⓑ 14 বছর
ⓒ 16 বছর
ⓓ 18 বছর

02. এক ব্যক্তি 515 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 475 টাকায় বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 40% লাভে বিক্রয় করলে, বিক্রয়মূল্য কত হবে ?
ⓐ 595 টাকা
ⓑ 673 টাকা
ⓒ 588 টাকা
ⓓ 693 টাকা 

03. দুটি সংখ্যার গুণফল 84942। সংখ্যা দুটির গ.সা.গু. 33 হলে, ল.সা.গু. কত ?
ⓐ 4725
ⓑ 2547
ⓒ 2574 
ⓓ 7425

04. একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যে সংখ্যাটিকে 7, 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 6 ভাগশেষ থাকে ?
ⓐ 410
ⓑ 510 
ⓒ 475
ⓓ 525

05. একজন অসৎ ব্যবসায়ী 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনে 24% কম দেয়।  তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত ?
ⓐ 25% লাভ 
ⓑ 20% লাভ
ⓒ 20% ক্ষতি
ⓓ 25% ক্ষতি

06. 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার একটি সেতুকে অতিক্রম করে 24 সেকেন্ডে। তবে ট্রেনটির গতিবেগ কত ?
ⓐ 30 কিমি/ঘণ্টা
ⓑ 45 কিমি/ঘণ্টা
ⓒ 54 কিমি/ঘণ্টা 
ⓓ 65 কিমি/ঘণ্টা 

07. একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়। স্রোতের গতিবেগ 5 কিমি/ঘন্টা হলে, স্থির জলে নৌকার গতিবেগ কত ?
ⓐ 23 কিমি/ঘণ্টা
ⓑ 22 কিমি/ঘণ্টা 
ⓒ 21 কিমি/ঘণ্টা 
ⓓ 25 কিমি/ঘণ্টা 

08. এক ব্যক্তি 10 কিমি/ঘণ্টা বেগে 20 কিমি দূরত্ব যান। প্রতি 5 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে, সমগ্র পথ যেতে তাঁর কত সময় লাগবে ?
ⓐ 2 ঘণ্টা 30 মিনিট 
ⓑ 1 ঘণ্টা 30 মিনিট
ⓒ 3 ঘণ্টা 30 মিনিট
ⓓ 4 ঘণ্টা 30 মিনিট

09. সন্দীপ ও অশোক একটি যৌথ ব্যবসায় 5 : 6 অনুপাতে মূলধন বিনিয়োগ করল । ৪ মাস পরে সন্দীপ ব্যবসা থেকে মূলধন তুলে নেওয়ায় তাদের লভ্যাংশের অনুপাত 5 : 9 হল । অশোকের মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ হয়েছিল ?
ⓐ 09 মাস
ⓑ 10 মাস
ⓒ 12 মাস 
ⓓ 15 মাস

10. 125 টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য নির্ণয় করুন ?
ⓐ 15 টাকা 
ⓑ 16 টাকা 
ⓒ 20 টাকা
ⓓ 25 টাকা
সম্পুূর্ণ সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- অংক প্র্যাকটিস সেট 01 PDF
File Language :- Bengali
File Size :-  0.3 MB
No. of Pages :- 02

No comments:

Post a Comment

×close ad