বিভিন্ন বিষয়ের জনক PDF | কে কীসের জনক PDF | সমস্ত বিষয়ের জনক পিডিএফ
বিভিন্ন বিষয়ের জনক PDF | কে কীসের জনক PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করছি.. সেটি হল বিভিন্ন বিষয়ের জনক PDF বা কে কীসের জনক PDF। এই টপিক থেকে বিভিন্ন চাকরীর পরীক্ষায় সাধারণ জ্ঞান বা বাংলা জিকে এর অংশ হিসাবে প্রায়ই প্রশ্ন আসে । তাই আমরা আজকে তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি... এবং আজকের পর থেকে আমরা আশাবাদি আগত যে কোন পরীক্ষায় এই টপিক থেকে যদি প্রশ্ন আসে তাহলে সেটা তোমরা নি:সন্দেহে সঠিক উত্তর করবে ।
সুতরাং আর সময় নষ্ট না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে বিভিন্ন বিষয়ের জনক তালিকাটির পিডিএফটি ডাউনলোড করে নাও।
বিভিন্ন বিষয়ের জনক PDF তালিকা
বিষয় | জনক |
---|---|
গণিত | আর্কিমিডিস |
ত্রিকোণমিতি | হিপ্পারকাস |
বীজ গণিত | আল খাওয়ারিজমি |
জ্যামিতি | ইউক্লিড |
পরিমিতি | লিওনার্ড ডিগস |
ভারতের সংবিধান | বি আর আম্বেদকর |
অর্থনীতি | অ্যাডাম স্মিথ |
বাংলা গদ্য | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
রাষ্ট্রবিজ্ঞান | অ্যারিস্টটল |
ইতিহাস | হেরোডোটাস |
ভূগোল | এরাটোসথেনিস |
প্রাণীবিদ্যা | অ্যারিস্টটল |
জীববিদ্যা | অ্যারিস্টটল |
পদার্থবিদ্যা | আইজ্যাক নিউটন |
রসায়ন বিদ্যা | জাবির ইবন হাইয়ান |
সমাজ বিদ্যা | অগাস্ট কোঁৎ |
শারীরবিদ্যা | উইলিয়াম হার্ভে |
আলোক বিদ্যা | জগদীশ চন্দ্র বসু |
জীবাণু বিদ্যা | লুই পাস্তুর |
বংশগতি বিদ্যা | গ্রেগর জোহান মেন্ডেল |
উদ্ভিদ বিজ্ঞান | থিওফ্রেস্টাস |
চিকিৎসা বিজ্ঞান | হিপোক্রেটিস |
বাংলা উপন্যাস | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
WWW | টিম বার্নাস লি |
বাংলা চলচ্চিত্র | হীরালাল সেন |
ইংরেজি উপন্যাস | হেনরি ফিল্ডিং |
কম্পিউটার | চার্লস ব্যাবেজ |
ইংরেজি গদ্য | ফ্রান্সিস বেকন |
তেজস্ক্রিয়তা | হেনরি বেকরেল |
বাংলা সনেট | মাইকেল মধুসূদন দত্ত |
ইন্টারনেট | ভিন্টন সার্ফ |
রে টমলিনসন | |
পারমাণবিক বোমা | ওপেন হেইমার |
গনতন্ত্র | জন লক |
"বিভিন্ন বিষয়ের জনক" সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- বিভিন্ন বিষয়ের জনক PDF
File Language :- Bengali
File Size :- 0.5 MB
No. of Pages :- 03
Tag : বিভিন্ন বিষয়ের জনক pdf, বিভিন্ন সংক্রান্ত বিদ্যা pdf, জনক কাকে বলে, কে কিসের জনক, আধুনিক যাত্রার জনক কে, বাংলার জনক কে, জীব বিদ্যার বিভিন্ন শাখার জনক, বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম, পদার্থ বিজ্ঞানের জনক কে, রসায়ন বিদ্যার জনক কে, আধুনিক যাত্রার জনক কে, কে কিসের জনক
No comments:
Post a Comment