Breaking

ভারতীয় সংবিধান জি কে | Indian Constitution PDF in Bengali | ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF

ভারতীয় সংবিধান জি কে | Indian Constitution PDF in Bengali | ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF 
ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF | ভারতীয় সংবিধান জি কে
নমস্কার বন্ধুরা
আজকের পোস্টে তোমাদের জন্যে রইলো ১০০+ ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF যেটি তোমাদের সমস্ত রকম কম্পেটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে ভীষণ সাহায্য করবে।

সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে ১০০+  ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF |  Indian Constitution in Bengali PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF

প্রশ্ন:- ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ? 
উত্তর:- ডা. এস রাধাকৃষ্ণান ।

প্রশ্ন:- লোকসভায় সভাপতিত্ব কে করেন ?
উত্তর:- লোকসভার স্পিকার । 

প্রশ্ন:- লোকসভার প্রধান অধ্যক্ষ ছিলেন ? 
উত্তর:- গণেশ বাসুদেব মাভালঙ্কার ।

প্রশ্ন:- ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
উত্তর:- 1959 সালে । 

প্রশ্ন:- রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ? 
উত্তর:-  উপরাষ্ট্রপতি ।

প্রশ্ন:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?
উত্তর:- সুপ্রিমকোর্ট। 

প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর:- ডঃ রাজেন্দ্রপ্রসাদ। 

প্রশ্ন:- পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ? 
উত্তর:- জেলা পরিষদ ।

প্রশ্ন:- রাজ্য বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন ? 
উত্তর:- রাজ্যপাল ।

প্রশ্ন:- জওহরলাল নেহরুর মৃত্যু কবে হয় ?
উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দের মে মাসে। 

প্রশ্ন:- জওহরলাল নেহরুর মৃত্যুর পর কে ভারতের প্রধানমন্ত্রী হন ?
উত্তর:- লালবাহাদুর শাস্ত্রী । 

প্রশ্ন:- পশ্চিমবাংলার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রীর নাম কী ?
উত্তর:- প্রফুল্ল চন্দ্র ঘোষ।

প্রশ্ন:- কে পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন ?
উত্তর:- অজয় মুখোপাধ্যায় । 

প্রশ্ন:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর:- ডঃ বি.আর.আম্বেদকর।

প্রশ্ন:- ভারতের  সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?
উত্তর:- ডঃ বি.আর.আম্বেদকর -এর।

প্রশ্ন:- ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?
উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন:- ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?
উত্তর:-  রাজ্যসভা। 

প্রশ্ন:- ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম ?
উত্তর:- হল লোকসভা।

প্রশ্ন:- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:- লর্ড ক্যানিং। 
সমস্ত প্রশ্নোত্তর গুলো পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF 
File Language :- Bengali
File Size :-  01 MB
No. of Pages :- 05


Tag : ভারতের সংবিধান pdf, ভারতের সংবিধান থেকে mock test, ভারতের সংবিধান mcq, সংবিধান সম্পর্কিত প্রশ্ন pdf, সংবিধান প্রশ্ন উত্তর, সংবিধান ছোটো প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা গুলি কি কি, সংবিধান থেকে আসা প্রশ্ন, ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF, ভারতীয় সংবিধান জি কে 

No comments:

Post a Comment

×close ad