Breaking

হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ : Hormone Related Question Answer in Bengali PDF

হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ : Hormone Related Question Answer in Bengali PDF
হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ
সুপ্রিয় বন্ধুরা,
 আজ তোমাদের সাথে শেয়ার করবো Hormone Related Question Answer in Bengali PDF | প্রাণী ও উদ্ভিদ হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন-উত্তর PDF । যেটিতে হরমোনের গুরুত্বপূর্ণ 45টি প্রশ্ন দেওয়া আছে এবং সঙ্গে উত্তরপত্রও থাকছে | তাই এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Railway Group D | NTPC | WBCS | Kolkata Police | WB Police | SSC CGL | CHSL প্রভৃতি  বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন । 

সুতরাং তাই আর বেশি কথা না বাড়িয়ে...  এই প্র্যাকটিস সেটটি অনুশীলন করতে থাকুন এবং নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন-উত্তর টি ডাউনলোড করুন । 

▚  হরমোন সম্পর্কিত প্রশ্ন উত্তর  ▞ 

01. প্রসবক্রিয়ায় সাহায্যকারী হরমোন টি হল -
[A] অক্সিটোসিন 
[B] ভেসোপ্রেসিন
[C] FSH 
[D] কোনোটিই নয় 

02. কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় ? 
[A] থাইরয়েড 
[B] অগ্নাশয় 
[C] পিটুইটারি 
[D] অ্যাড্রিনাল 

03. একটি গ্যাসীয় হরমোন হল - 
[A] ইথিলিন 
[B] কাইনিন 
[C] জিব্বেরেলিন 
[D] অক্সিন

04. উদ্ভিদের কোলিওপ্ টাইলে পাওয়া যায় - 
[A] ইথিলিন 
[B] জিব্বেরেলিন 
[C] কাইনিন 
[D] অক্সিন 

05. হরমোন হল এক ধরনের - 
[A] উৎসেচক 
[B] ভৌত সমন্বয়ক 
[C] ভিটামিন 
[D] রাসায়নিক সমন্বয়ক 

06. উদ্ভিদের বার্ধক্য রোধ কারী হরমোন টি হল -
[A] জিব্বেরেলিন 
[B] এন্টি জিব্বেরেলিন 
[C] অক্সিন 
[D] কাইনিন 

07. বীজের সুপ্ত দশা ভঙ্গকারী হরমোন টি হল -
[A] জিব্বারেলিন 
[B] সাইটোকাইনিন 
[C] অক্সিন
[D] কাইনিন 

08. ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন ?
[A] ভারনালিন
[B] ডরমিন 
[C] ফ্লোরিজেন 
[D] রাইজোক্যালিন 

09. সমস্ত ট্রফিক হরমোন গুলি নিঃসৃত হয় -
[A] পিটুইটারি গ্রন্থি থেকে 
[B] পিনিয়াল বডি থেকে 
[C] অগ্র পিটুইটারি থেকে 
[D] পশ্চাৎ পিটুইটারি থেকে 

10. নিম্নলিখিত গ্রন্থির মধ্যে কোনটি মিশ্র প্রকৃতির?
[A] অ্যাড্রিনাল 
[B] পিটুইটারি 
[C] অগ্নাশয় 
[D] থাইরয়েড 

11. ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম কি?
[A] ইস্ট্রোজেন 
[B] ACTH
[C] GTH
[D] টেস্টোস্টেরন 

12. নেফ্রনের বৃক্ক নালিকার উপর প্রভাব বিস্তারকারী হরমোনটি হল -
[A] ACTH 
[B] ADH 
[C] GTH 
[D] TSH 

13. একটি নিউরো হরমোন হলো -
[A] অ্যাড্রিনালিন 
[B] ইনসুলিন 
[C] গ্লুকাগন 
[D] থাইরক্সিন 

14. কোন হরমোনটি রক্ত শর্করা কমায়? 
[A] গ্লুকাগন 
[B] থাইমোসিন 
[C] ইনসুলিন 
[D] থাইরক্সিন

15. আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোন টি হল -
[A] IPA
[B] IBA 
[C] NAA
[D] 2, 4-D 

16. ব্যাঙাচি থেকে ব্যাঙ এ রূপান্তরিত ঘটাতে সাহায্য করে কোন হরমোন?
[A] ইনসুলিন 
[B] গ্লুকাগন 
[C] থাইরক্সিন 
[D] ACTH 

17. জরুরী কালীন হরমোন বলা হয় -
[A] TSH কে 
[B] অ্যাড্রিনালিন কে 
[C] ACTH কে 
[D] GTH কে 

18. নিচের কোন গ্রন্থ থেকে ACTH ক্ষরিত হয়?
[A] থাইরয়েড 
[B] অগ্নাশয় 
[C] পিটুইটারি 
[D] অ্যাড্রিনাল 

19. পত্র ও ফল মোচন রোধ করে - 
[A] জিব্বেরেলিন 
[B] অক্সিন 
[C] কাইনিন 
[D] ইথিলিন 

20. হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি যুক্ত - 
[A] করপাস ক্যালোসাম দ্বারা
[B] ভারমিস দ্বারা 
[C] ইনফান্ডিবুলাম দ্বারা 
[D] কোনোটিই নয় 

21. হাঁপানির শ্বাসকষ্ট কমাবার জন্য কোন হরমোন ইনজেকশন দিতে হয় ?
[A] অ্যাড্রিনালিন 
[B] ACTH 
[C] থাইরক্সিন 
[D] STH 

22. N2 বিহীন হরমোন টি হল - 
[A] থাইরক্সিন 
[B] জিব্বারেলিন 
[C] ইথিলিন 
[D] সাইটোকাইনিন 

23. নারীর কোমল কণ্ঠস্বরও দেহের লোম বিরলতা ইত্যাদির মত যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানোর জন্য দায়ী হরমোন টি হল -
[A] টেস্টোস্টেরন 
[B] ইস্ট্রোজেন 
[C] প্রোজেস্টেরন 
[D] কোনোটিই নয় 

24. মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়া কে বলে -
[A] ফ্রুকটোসুরিয়া 
[B] ল্যাকটোসুরিয়া 
[C] গ্লুকোসুরিয়া 
[D] লাইপুড়িয়া

25. BMR বৃদ্ধিকারী হরমোনটি হল -
[A] থাইরক্সিন 
[B] অ্যাড্রিনালিন 
[C] ACTH 
[D] TSH 

26. কুশিং সিনড্রোম রোগ হয় -
[A] TSH এর অধ:ক্ষরণে 
[B] STH এর অধ:ক্ষরণে 
[C] ACTH এর অধ:ক্ষরণে 
[D] কোনোটিই নয় 

27.ফ্লোরিজেন হলো এক ধরণের -
[A] কৃত্রিম হরমোন 
[B] প্রাকৃতিক হরমোন 
[C] প্রকল্পিত হরমোন 
[D] প্রাণী হরমোন 

28. শৈশবে থাইরক্সিন কম ক্ষরিত হলে কোন রোগ হয়?
[A] বামনত্ব
[B] ক্রেটিনিজম 
[C] অ্যাক্রোমেগালি 
[D] মিক্সিডেমা 

29. ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ?
[A] ডায়াবেটিস ইনসিপিডাস 
[B] গলগন্ড 
[C] জয়গন্টিজম 
[D] ডায়াবেটিস মেলিটাস 

30. সাইটোকাইনিন এর রাসায়নিক সংকেত কি ?
[A] C10H9N5O 
[B] C10H9N3O
[C] C10H9N2O
[D] C10H5N2O

31. জিব্বেরেলিন এর রাসায়নিক সংকেত কি ?
[A] C14H22O6 
[B] C19H20O6
[C] C20H22O6
[D] C19H22O6 

32. অক্সিন এর রাসায়নিক সংকেত কি ?
[A] C20H9O2N 
[B] C10H9O2N 
[C] C10H19O2N
[D] C10H9O12N

33. উদ্ভিদের কোষ বিভাজন কালে সাইটোকাইনেসিস সাহায্য করে কোন হরমোন ?
[A] সাইটোকাইনিন 
[B] অক্সিন 
[C] জিব্বেরেলিন 
[D] কোনোটিই নয় 
 
34. উদ্ভিদের কোষ বিভাজন কালে ক্যারিওকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন ?
[A] অক্সিন 
[B] অক্সিটোসিন 
[C] জিব্বেরেলিন 
[D] সাইটোকাইনিন

35. কোন হরমোন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে ?
[A] অক্সিটোসিন 
[B] সাইটোকাইনিন 
[C] জিব্বেরেলিন 
[D] কোনোটিই নয়
সম্পুূর্ণ সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- হরমোন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
File Language :- Bengali
File Size :-  0.8 MB
No. of Pages :- 05


Tag : প্রাণী হরমোন pdf, Hormone Related Question Answer PDF হরমোন সম্পর্কে প্রশ্ন, কোন হরমোন, হরমোন কি, ডোয়ারফিজম কী, কোন হরমোনটি অমরা থেকে ক্ষরিত হয় না, জ্ঞানেন্দ্রিয় mcq, সোমাটোট্রফিক হরমোন এর কাজ, হরমোন mcq, চলন ও গমন mcq pdf, হরমোন সম্পর্কে প্রশ্ন, Hormone Related Question Answer

No comments:

Post a Comment

×close ad