General Intelligence and Reasoning Practice Set 02 in Bengali PDF |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ তোমাদের সাথে শেয়ার করবো Reasoning Practice set PDF in bengali | রিজনিং প্র্যাকটিস সেট পর্ব 02 যেটিতে গুরুত্বপূর্ণ রিজনিং প্রশ্ন গুলি দেওয়া আছে এবং সঙ্গে উত্তরপত্রও থাকছে | তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন Reasoning & GI -এর জন্য কতটা বুদ্ধিমত্তার প্রয়োজন তাই এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police | Railway Group D | NTPC | WBCS | WB Police | SSC CGL | CHSL প্রভৃতি বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন ।
সুতরাং তাই আর বেশি কথা না বাড়িয়ে... এই প্র্যাকটিস সেটটি অনুশীলন করতে থাকুন এবং নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে রিজনিং প্র্যাকটিস সেট পিডিএফ টি ডাউনলোড করুন ।
⬗রিজনিং প্র্যাকটিস সেট ঃ
01. একটি সারির প্রথম ও শেষ প্রান্ত থেকে আপনার স্থান 11 তম হলে সারিতে মোট কতজন লোক আছে ?
[A] 22 জন
[B] 21 জন
[C] 20 জন
[D] 23 জন
02. 3 জানুয়ারি 1990 সোমবার হলে 3rd আগস্ট 1990 কি বার হবে ?
[A] মঙ্গলবার
[B] বৃহস্পতিবার
[C] শুক্রবার
[D] বুধবার
03. রঞ্জন কালির চেয়ে ও কালি পিঙ্কির চেয়ে লম্বা। বাপি কালির চেয়ে বেঁটে কিন্ত সঞ্জয়ের চেয়ে লম্বা হলে, কে সবচেয়ে বেশি লম্বা ?
[A] রঞ্জন
[B] বাপি
[C] পিঙ্কি
[D] সঞ্জয়
04. 5, 2, 7, 9, 16, 25, 25, ?
[A] 41
[B] 45
[C] 48
[D] 52
05. 16, 33, 65, 131, 263, ____.
[A] 522
[B] 422
[C] 523
[D] 527
06. সূঁচ : সুতো : : বাইক : ?
[A] পেট্রোল
[B] জল
[C] ব্রেক
[D] চাবি
07. অভিধান অনুযায়ী পরপর সাজালে তৃতীয় স্থানে কোনটি আসবে ? Epitaxy, Epilogue, Epigence, Epitome ও Epilogue
[A] Epigence
[B] Episode
[C] Epilogue
[D] Epitaxy
08. a _ abcbcb _ acaa _ a _ cbcb
[A] bcbb
[B] cbaa
[C] abca
[D] aacb
09. 13, 25, 51, 101, 203, ?
[A] 417
[B] 318
[C] 409
[D] 405
10. সঞ্জয় দক্ষিণ দিকে 15 মিটার হাঁটার পর বাঁদিকে ঘুরলেন ও 25 মিটার হেঁটে আবার ডান দিকে ঘুরে তিনি আরোও 25 মিটার হাঁটলেন। শেষ পর্যন্ত সঞ্জয় কোন দিকে গেলেন ?
[A] পূর্ব
[B] দক্ষিণ
[C] পশ্চিম
[D] উত্তর
11. কোনো মাসের 9 তারিখ রবিবারের আগের দিন হলে 1 তারিখ কি বার হবে ?
[A] শনিবার
[B] সোমবার
[C] রবিবার
[D] শুক্রবার
12. A এবং B দুই ভাই, C এবং D দুই বোন, A এর পুত্র D এর ভাই হলে B এবং C এর মধ্যে সম্পর্ক কি ?
[A] বাবা
[B] কাকা
[C] ভাই
[D] ঠাকুরদা
13. বেমানান শব্দ চিহ্নিত করো :
[A] রত্নাবলী
[B] কাদম্বরী
[C] প্রিয়দর্শিকা
[D] নাগানন্দ
14. X ও Y এর একমাত্র কন্যা P, P এর একমাত্র কন্যা Q, R হল Y এর জামাই আর S হল R এর একমাত্র বোন। S , Q এর সম্পর্কে কি হবে ?
[A] মাসিমা
[B] দিদি
[C] পিসিমা
[D] ঠাকুরমা
15. 44821 : 19 :: 12456782 : ?
[A] 33
[B] 35
[C] 53
[D] 121
সম্পুূর্ণ সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- রিজনিং প্র্যাকটিস সেট 02 PDF
File Language :- Bengali
File Size :- 0.3 MB
No. of Pages :- 02
No comments:
Post a Comment