Breaking

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর 2021 : WBP Practice Set PDF 2021

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর 2021 : WBP Practice Set PDF 2021
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর 2021 :  WBP Practice Set PDF 2021
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
       আজ তোমাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর 2021 :  WBP Practice Set PDF 2021 এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন  Kolkata Police, WB Police Constable & Sub Inspector, Excise Main আরও বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবে । তাই আর বেশি কথা না বাড়িয়ে নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে wbp 2021 gk pdf download : Important GK in Bengali PDF  টি ডাউনলোড করুন । 

কিছু নমুনা :  

❖ কোন দুটি ব্যাকটেরিয়া জৈব সার হিসাবে ব্যবহৃত হয় ?
উত্তরঃ রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাকটার।

❖ গ্লোবার সল্টের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ সোডিয়াম সালফেট।

❖ মোমবাতির দহন কি ধরণের পরিবর্তন ঘটায় ?
উত্তরঃ ভৌত ও রাসায়নিক উভয়ই।

❖ কার আমলে উপনিষদ পার্সি ভাষায় অনুমোদিত হয় ?
উত্তরঃ শাহজাহান।

❖ মোঘল আমলে কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন ?
উত্তরঃ গুলবদন বেগম। 

❖ ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভা। 

❖ সিল্কা ও সুঙ্গারি কোন নদীর উপনদী ?
উত্তরঃ আমুর।

❖ কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় না ?
উত্তরঃ আসাম।

❖ মান্ডভী বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাটে।

❖ 'জওহর রোজগার যোজনা' প্রবর্তিত হয় কোন পরিকল্পনায় ?
উত্তরঃ সপ্তম পরিকল্পনায়।

❖ কবে বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা আরম্ভ হয় ?
উত্তরঃ ২রা ডিসেম্বর ২০০১ সালে। 

❖ “গরিবি হঠাও” -শ্লোগানটি কোন পরিকল্পনার সাথে যুক্ত ?
উত্তরঃ পঞ্চম। 

❖ কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে ?
উত্তরঃ ব্রোমিন। 

❖ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি। 

❖ এনার্জি কারেন্সি কাকে বলা হয় ?
উত্তরঃ ATP। 

❖ পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৯টি।  

❖ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ নকরেক। 

❖ ব্যাসল্ট শিলা কোন ধরণের আগ্নেয় শিলা ?
উত্তরঃ লাভা শিলা। 

❖ ঋকবেদে কোন ধাতুর উল্লেখ নেই ?
উত্তরঃ সীসা। 

File Details :-
File Name :- পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল জিকে PDF ২০২১
File Language :- Bengali
File Size :- 01 MB
No. of Pages :- 05




Tag : wbp gk pdf 2021, wbp gk mock test in bengali, wbp gk question bengali, gk for wbp constable 2021, wbp gk pdf download, wbp gk question answer 2021, wbp 2021 gk pdf download, WBP Exam Notes : 100 Important GK Questions and Answers in Bengali PDF for WBP Constable Exam - WBP পরীক্ষা স্পেশাল জিকে, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf, wbp constable preliminary practice set pdf, wbp practice set pdf 2021, wbp constable practice set pdf 

No comments:

Post a Comment

×close ad