পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর 2021 : WBP Practice Set PDF 2021 |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ তোমাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর 2021 : WBP Practice Set PDF 2021 এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police, WB Police Constable & Sub Inspector, Excise Main আরও বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবে । তাই আর বেশি কথা না বাড়িয়ে নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে wbp 2021 gk pdf download : Important GK in Bengali PDF টি ডাউনলোড করুন ।
কিছু নমুনা :
❖ কোন দুটি ব্যাকটেরিয়া জৈব সার হিসাবে ব্যবহৃত হয় ?
উত্তরঃ রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাকটার।
❖ গ্লোবার সল্টের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ সোডিয়াম সালফেট।
❖ মোমবাতির দহন কি ধরণের পরিবর্তন ঘটায় ?
উত্তরঃ ভৌত ও রাসায়নিক উভয়ই।
❖ কার আমলে উপনিষদ পার্সি ভাষায় অনুমোদিত হয় ?
উত্তরঃ শাহজাহান।
❖ মোঘল আমলে কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন ?
উত্তরঃ গুলবদন বেগম।
❖ ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভা।
❖ সিল্কা ও সুঙ্গারি কোন নদীর উপনদী ?
উত্তরঃ আমুর।
❖ কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় না ?
উত্তরঃ আসাম।
❖ মান্ডভী বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাটে।
❖ 'জওহর রোজগার যোজনা' প্রবর্তিত হয় কোন পরিকল্পনায় ?
উত্তরঃ সপ্তম পরিকল্পনায়।
❖ কবে বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা আরম্ভ হয় ?
উত্তরঃ ২রা ডিসেম্বর ২০০১ সালে।
❖ “গরিবি হঠাও” -শ্লোগানটি কোন পরিকল্পনার সাথে যুক্ত ?
উত্তরঃ পঞ্চম।
❖ কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে ?
উত্তরঃ ব্রোমিন।
❖ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি।
❖ এনার্জি কারেন্সি কাকে বলা হয় ?
উত্তরঃ ATP।
❖ পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৯টি।
❖ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ নকরেক।
❖ ব্যাসল্ট শিলা কোন ধরণের আগ্নেয় শিলা ?
উত্তরঃ লাভা শিলা।
❖ ঋকবেদে কোন ধাতুর উল্লেখ নেই ?
উত্তরঃ সীসা।
File Details :-
File Name :- পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল জিকে PDF ২০২১
File Language :- Bengali
File Size :- 01 MB
No. of Pages :- 05
No comments:
Post a Comment